বুধবার ০৪ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১০ নভেম্বর ২০২৪ ২০ : ১৫Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: অবশেষে সাফল্য পেল পুলিশ! কালীমন্দিরে চুরির ১০ দিনের মাথায় ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করেছে পুলিশ। ধৃত দু'জনের নাম পবন বেজ ও উদয় বেজ। পুলিশ সূত্রে জানা গেছে, এরা দু'জনেই বানাজারা দলের সদস্য। দু'জনের বাড়ি বীরভূমের আমাদপুরে। গত দু'সপ্তাহে পূর্ব বর্ধমানের আউশগ্রাম ও ভাতারের বেশ কয়েকটি কালীমন্দিরে তালা ভেঙে চুরির ঘটনা ঘটে।
উল্লেখ্য, কালীপুজোর রাতে আউশগ্রামের দেয়াশা গ্রামের দাসপাড়ায় একটি কালীমন্দিরের পরপর দু'টি গেটের তালা ভেঙে লক্ষাধিক টাকার দেবীর অলঙ্কার চুরি যায়। ওই ঘটনার পরেরদিনেই আউশগ্রামের ব্রজপুর গ্রামে একটি কালীমন্দিরে তালা ভেঙে দেবীর কিছু অলঙ্কার নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। আউশগ্রামের ভ্রাতৃদ্বিতীয়ার রাতে ভাতারের আমারুন বাজারে শিবমন্দিরে এবং এওড়া গ্রামের নারায়ণমন্দিরে চুরির ঘটনা ঘটে। এই দুই এলাকাতেই চুরির আগে এলাকাগুলিতে ঘুরে যেতে দেখা গিয়েছে 'বানজারা' দলকে। তাই পরপর এভাবে মন্দিরে চুরির নেপথ্যে অপরিচিত বানজারা দলই জড়িত বলে সন্দেহ ছিল স্থানীয় বাসিন্দাদের।
ভাতারের আমারুন বাজারে 'আমারুন স্টেশন ঐক্যতান পাঠাগার সংঘ' নামে ক্লাবের সর্বজনীন শিবমন্দিরে এই চুরির ঘটনা ঘটে। ক্লাবের কালীপুজোয় প্রতিমার বিসর্জন ছিল। সেই উপলক্ষে খাবারের আয়োজন করা হয়। খাওয়া শেষে রাত বারোটা নাগাদ ক্লাবের সদস্যরা বাড়ি চলে যান। শিবমন্দিরের দরজায় তালা দেওয়া ছিল। মন্দিরের দরজার কড়াগুলি ছাড়িয়ে দিয়ে চোরেরা ভিতরে ঢুকে মহাদেব ও লোকনাথ বাবার সোনার ত্রিনয়ণ সহ রুপোর বেশ কিছু অলঙ্কার চুরি করে। প্রণামী বাক্স ভেঙে নগদ টাকাপয়সা নিয়ে যায়। সব মিলে লক্ষাধিক টাকার চুরি যায়। একই রাতে ভাতারের এওড়াগ গ্রামের মাজিপাড়ায় কাছাকাছি দু'টি মন্দির থেকে একই কায়দায় চুরির ঘটনা ঘটে।
মাজি ও ঘোষ পরিবারের নারায়ণমন্দির এবং মাজি পরিবারের রঘুনাথমন্দিরে চুরি হয়। তবে মাজি ও ঘোষ পরিবারের মন্দিরের দরজায় তালা দেওয়া ছিল না। এই মন্দির থেকে তিনটি রুপোর পৈতে চুরি যায়। অন্য মন্দিরটির তালা ভেঙে কিছু সোনা ও রুপোর গয়না চুরি হয়। চুরির আগেরদিন গ্রামে গিয়েছিল বানজারাদের একটি দল। অর্থাৎ কাজ হাসিল করার আগে বানজারা দলের সদস্যরা এলাকায় গিয়ে রেইকি করে যেত।পুলিশের পক্ষ থেকে এই বানজারা দলের ছবি দিয়ে সামাজিক মাধ্যমে সর্তক করা হয়।
#Purba Bardhaman# Crime News# West Bengal
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
কাঁকড়া ধরতে গিয়ে ফের বাঘের আক্রমণ, গুরুতর আহত যুবক, মাথায় হাত পরিবারের ...
আগুনে পুড়ে ছাই কারখানা, প্রায় ২০০০ কর্মীর কাজ চলে যাওয়ার আশঙ্কা ...
ফুল তোলাকে কেন্দ্র করে বিবাদ, মুর্শিদাবাদে পিটিয়ে খুন যুবককে ...
নবাবের শহর মুর্শিদাবাদে একমাত্র শীতকালেই পাওয়া যায় এই 'ধুকি' পিঠা, এ স্বাদের ভাগ হবে না...
কোথায় পাখি? সাঁতরাগাছির ঝিল জুড়ে শুধুই কচুরিপানা, হতাশ পাখিপ্রেমীরা...
বয়স পেরিয়ে গিয়েছে ১০০, ছত্রিশ বছর পর জেল থেকে মুক্তি পেলেন 'রসিক'...
আবাস তালিকায় নাম ছিল না, দিদিকে বলো'তে ফোন করে ঘর পেলেন বিজেপি নেতা ...
'পুর আইন মানেননি কেন?', উত্তর না পেয়ে বহুতল নির্মাণ বন্ধের নির্দেশ বর্ধমানের পুর চেয়ারম্যানের ...
আলু ধর্মঘট প্রত্যাহার, দাম কমার আশ্বাস মন্ত্রী বেচারাম মান্নার...
ত্রিপুরার পর পশ্চিমবঙ্গের মালদা, হোটেলে বাংলাদেশিদের প্রবেশ নিষেধ হল এই জেলায় ...
পাইপ বসাতে গিয়ে বিপত্তি, পদ্মপুকুরের পাইপলাইন ফেটে উত্তর হাওড়ার ১২টি ওয়ার্ড নির্জলা...
বাঁশ দিয়ে পুলিশকর্মীর মাথা ফাটাল যুবক, ব্যাক আপ ফোর্স ডেকে যুবককে পাকড়াও করল পুলিশ ...
মঙ্গলবার থেকে খুলে যাচ্ছে উত্তর সিকিমের রাস্তা, খুশির হাওয়া পর্যটন মহলে...
তিরঙ্গা প্রণাম করে তবেই চেম্বারে ঢুকবেন, বাংলাদেশের রোগীদের জন্য নতুন ব্যবস্থা এই চিকিৎসকের ...
ঝাল অথচ ঝাল নয়! 'চিলি রসগোল্লা' নামে মিষ্টির জগতে লঙ্কার রসগোল্লার কদর বাড়ছে প্রতিদিন...