বুধবার ২২ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | ওরা আমাকে বাঁচতে দেবে না, মায়ের সঙ্গে এটাই ছিল ছাত্রীর শেষ কথা

দেবস্মিতা | ০৯ নভেম্বর ২০২৪ ১৪ : ২৬Debosmita Mondal


আজকাল ওয়েবডেস্ক: মাকে ফোন করে ছাত্রীর শেষ কথা ছিল, 'ওরা আমাকে বাঁচতে দেবে না।' এর কিছুক্ষণ পরই পূর্ব বর্ধমানের কালনার জিউধারা রেলগেট সংলগ্ন এলাকায় দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ওই ছাত্রীর ট্রেনের ধাক্কায় দ্বিখণ্ডিত দেহ উদ্ধার হয়। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। মৃতা ধাত্রীগ্রামের বাসিন্দা। 

 

 

জানা গিয়েছে, কৃষ্ণদেবপুর ওই স্কুলের ছাত্রীটি মায়ের সঙ্গে কালনা শহরে একজন ইংরেজি গৃহ শিক্ষকের কাছে পড়তে আসত। শুক্রবারও তার অন্যথা হয়নি। ওইদিন তাড়াতাড়ি পড়া শেষ হয়ে যায় এবং শিক্ষক ছুটি দিয়ে দেন। ফলে কিছুটা আগেই কোচিং সেন্টার থেকে বেরিয়ে পড়ে ওই ছাত্রী। তার কিছুক্ষণ পরই মায়ের কাছে সে ফোন করে বলে জানা যায়। তখনই সে জানায়, ওরা তাকে বাঁচতে দেবে না। জানা গিয়েছে, এই কথা বলার পরই তাঁর ফোনের লাইন কেটে যায়। 

 

 

একেবারে ভেঙে পড়েছেন মেয়ের মা। তিনি জানান, 'ও খুব ভাল মেয়ে ছিল। দেড় বছর আগে ওর বাবার সঙ্গে বড় দুর্ঘটনায় পড়ে। দীর্ঘদিন ট্রমা কেয়ারে থাকতে হয়। সেই অবস্থা থেকে ও বেরিয়ে এসে নিজের জায়গা তৈরি করছিল। নিটের প্রস্তুতি নিচ্ছিল। খোঁজ নিয়ে দেখুন খুব ভাল মেয়ে ছিল। যেমন ব্যবহার, তেমনই পড়াশুনায় ভাল ছিল। আমার মেয়ে ছিল ধাত্রীগ্রামের টপার। কাল আমায় ফোন করে বলে, মা ওরা আমায় বাঁচতে দেবে না। তারপর বারবার কল করে ওকে আর পাইনি। রিং হয়েই যায়।' তিনি বলেন, 'আমরা কাউকে সন্দেহ করতে পারছি না। ওর সঙ্গে কারও ঝামেলার কথা শুনিনি।' স্টেশনের সিসিটিভি ফুটেজে ঘটনার খানিক আগেও মেয়েটিকে দেখা গিয়েছে বলে জানা গিয়েছে।

 

 

রাতেই খবর পেয়ে কালনা জিআরপি অফিসে হাজির হন মৃতার পরিজনরা। গোটা এলাকা জুড়ে শোকের ছায়া। ঘটনায় তৈরি হয়েছে রহস্য। কেন এই ঘটনা ঘটল বা ঘটনার নেপথ্যে ঠিক কী কারণ ছিল তা নিয়ে ধন্দে সবাই। বাড়ির লোকের সঙ্গে কথা বলে পুলিশ জানতে চাইছে গত কয়েকদিন ধরে ছাত্রীর আচরণ কেমন ছিল এবং সে ঘরে কাউকে কোনও বিষয় নিয়ে ভীতি প্রকাশ করেছিল কিনা। কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ বলেন, 'বিষয়টি তদন্তসাপেক্ষ। পুলিশি তদন্তেই সত্য বেরিয়ে আসবে।' পুলিশের একটি সূত্র জানায়, যার কাছে পড়তে গিয়েছিল সেই গৃহশিক্ষক এবং ছাত্রীর বন্ধুদেরও জিজ্ঞাসা করা হবে। 


#Student expressed deep concern#East Bardhaman



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

জঙ্গলে ঢুকতে পর্যটকদের থেকে নেওয়া যাবে না বাড়তি ‘ফি’, অভিযোগ পেয়েই সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, ক্ষোভ পোস্টারের ভাষা ন...

সাধারণের সঙ্গে সমন্বয় সুদৃঢ় করতে গ্রামে গ্রামে 'ড্রপবক্স', অভিনব উদ্যোগ পোলবা থানার...

ভাড়া নিয়ে গন্ডগোল, মালদায় খুন টোটোচালক

'যেখানে সম্মান নেই, সেখানে থেকে কী লাভ?' বিজেপি ছাড়ার জল্পনা সত্যি করে মন্তব্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর...

হাজার বছরের পুরনো বিষ্ণুমূর্তি উদ্ধার, চাঞ্চল্য ব্যান্ডেলে ...

আলিপুরদুয়ারে পৌঁছলেন মুখ্যমন্ত্রী, বুধ-বৃহস্পতিতে প্রশাসনিক বৈঠক থেকে সরকারি সুবিধা প্রদানের অনুষ্ঠান ...

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া দিতে জোর তৎপরতা, জমি নিয়ে প্রশাসনিক বৈঠক বিএসএফ ও স্থানীয় প্রশাসনের ...

কোচবিহারের চ্যাংরাবান্ধা স্থলবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্ক ছড়াল এলাকায় ...

পরপর মুণ্ডহীন মহিলার দেহ, পিছনে তন্ত্র সাধনা নাকি অন্যকিছু? সন্ধান চালাচ্ছে পুলিশ ...

সরকারি আধিকারিকের সই-সিল জাল করে মাদ্রাসায় শিক্ষক নিয়োগে প্রতারণার অভিযোগ, দায়ের এফআইআর...

বাড়ি ফিরছেন খো খো বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য সুমন, আনন্দ যেন থমকে শুধু চুঁচুড়াতেই...

রেলের পরিত্যক্ত গুদামে অগ্নিকাণ্ড, ছড়াল চাঞ্চল্য ...

অভাব সক্রিয় সদস্যের, কোচবিহারে বুথ কমিটি গড়তে সমস্যায় বিজেপি ...

পেনশন না পেয়ে অবস্থান বিক্ষোভ পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের...

১২ দিন নিখোঁজ থাকার পর নাবালিকার দেহ উদ্ধারে তুমুল চাঞ্চল্য বাসন্তীতে ...



সোশ্যাল মিডিয়া



11 24