বুধবার ১১ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | রঙেই মন মিলন্তি

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৮ নভেম্বর ২০২৪ ২২ : ২০Soma Majumder


                                                                                                   পরমা দাশগুপ্ত

মনের মিলেই কি সাজের মিল হয়? নাকি সাজের মিলে আরও মিলেমিশে যায় এক জোড়া মন? সে তর্ক বরং থাক। কিন্তু ইদানীং প্রেমে পোশাকের রং-মিলন্তি কিন্তু রীতিমতো ‘ইন’! ওই যাকে ‘কাপল গোলস’ বলে, সে তালিকায় এক্কেবারে উপর দিকে। আর রঙের সেই মিলে আরও নতুন করে প্রেমে হাবুডুবু দু’জনেই! অন্তত সোশ্যাল মিডিয়া তো তা-ই বলে!  

ধরা যাক, কালো পাড় আগুনরঙা শাড়িতে একমুঠো আগুন ছড়িয়ে দিয়েছেন প্রেমিকা। প্রেমিকও কিন্তু চোখ টানবেন ততটাই। কারণ তাঁরও যে কালো পাঞ্জাবির সঙ্গে জুটি বেঁধেছে আগুনরঙা ধুতি! আর তাতেই কেল্লাফতে! ব্যস, ছবিতেও ছয়লাপ! 

নভেম্বর শুরু হয়ে গিয়েছে। উৎসবের ক্যালেন্ডার শেষ হতে না হতেই উঁকি দিচ্ছে বিয়ের মরশুম। একে একে এবার লাইন দিয়ে বিয়েবাড়ি। রং মেলানো সাজে কি আপনিও হয়ে উঠতে চাইছেন ভিড়ের মধ্যমণি? মুশকিল আসান করে দিয়েছেন অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা এবং মডেল বরুণ স্যাগি। ডিজাইনার অভিষেক নাইয়ার লুকে তাঁদের কাছেই নিয়ে নিন রং-মিলন্তির পাঠ। লাল-কালো-সোনালির জমকালো প্যালেটে দু’জনকে সাজিয়ে তুলেছেন অভিষেক।  

টাঙ্গাইলের ধাঁচে হাতে বোনা পিওর তসর। লাল ব্লাউজের সঙ্গে লাল কল্কাপাড় বেজরঙা শাড়িতে ছোট ছোট বুটি। হাল্কা মেকআপ, লাল পাথর বসানো কস্টিউম জুয়েলারি সেট, মুক্তোর রিস্টলেট আর এক্কেবারে সাধারণ পনিটেলেও ভীষণ ঝলমলে সায়ন্তনী। রং মিলিয়ে লাল পিওর সিল্কের হ্যান্ড উওভেন কুর্তায় জমকালো বরুণও। তাঁর বেজ ধুতিতে সোনালি আড়িওয়ার্ক।

লালরঙা মালবেরি সিল্কের জ্যাকার্ড জামদানি শাড়ি, একরঙা লাল ব্লাউজে জরির কাজে নিমেষে নজরকাড়া সায়ন্তনী। তার পুরোটা জুড়ে সোনালি জরির ছোট ছোট বুটি, আঁচল আর পাড়ে সোনালি জরির কাজেই জবাফুলের মোটিফ। আর তার সঙ্গে? ছোট্ট টিপ, গলায় চোকার, কানে ঝুমকো দুল আর হাতে মুক্তোর বালা। ব্যস! লালে লাল বরুণও। হ্যান্ড উওভেন পিওর সিল্কের লাল আঙরাখায় এমব্রয়ডারি আড়ি কাজের পাড়। সঙ্গে লাল এমব্রয়ডারি করা বেজ গোল্ড ধুতি। সে-ই বা কম চোখ টানবে নাকি!

হাতে বোনা তসরের কালো কামিজ। তাতে সুতোর টানে ফুটিয়ে তোলা জারদৌসী ও টিক্কি ওয়ার্ক। সামনেটায় প্যাচওয়ার্ক করে অ্যাপ্লিকের কাজ। সঙ্গে জামদানি কাজ করা টুকটুকে লাল সিল্কের ধুতির অন্যরকম ড্রেপিংয়ের যুগলবন্দিতে সায়ন্তনী যেন পলকে অনন্যা। একঢাল খোলা চুল, কানে বড়সড় ড্যাঙ্গলার্স এবং হাতের আংটিতেই বাজিমাত। বরুণও ঝকমকে তসরের বাবু স্টাইল কালো কুর্তায়। তাতে হ্যান্ড এমব্রয়ডারির কাজ। সঙ্গে তসর কালারের রেশম আর জরির কাজ ও কারদানা ওয়ার্ক করা ধুতি।

কেউ উল্টেপাল্টে নিতে পারেন রঙের মিলমিশ। লালপাড় সাদা শাড়ির সঙ্গে দিব্যি ভাব জমতে পারে লাল পাঞ্জাবির গায়ে ঠাসা সাদা এমব্রয়ডারির। কিংবা হতে পারে এক্কেবারে একই রকম। ঘন কালো জারদৌসি করা পাঞ্জাবি এবং মেরুন ধুতি মাঞ্জা দিচ্ছে দেদার, তার বিশেষ মানুষটির কালো কুর্তাও, সঙ্গে ধুতি। বিয়েবাড়ি হোক আর বন্ধুর গৃহপ্রবেশ, জুটিতে চমকে দিতে কতক্ষণ!