শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | জেলা সভাপতি ও পুর চেয়ারম্যান পদে বদল আনতে চলেছে তৃণমূল, অপেক্ষা মমতার সবুজ সঙ্কেতের

Kaushik Roy | ০৭ নভেম্বর ২০২৪ ২০ : ০৭Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: আনুগত্য নয়। দলে পারফরম্যান্সই চূড়ান্ত। যার জেরে রাজ্য জুড়ে বদল হতে পারে তৃণমূল জেলা সভাপতি ও পুর চেয়ারম্যান পদে। বৃহস্পতিবার নিজের জন্মদিনের দিন অনুরাগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও কেক কাটার পর এই বার্তাই পাওয়া গিয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির থেকে।  তিনি জানিয়েছেন, এই মুহূর্তে কলকাতা বাদে গোটা বাংলা জুড়ে বেশ কিছু জায়গায় পুর চেয়ারম্যান পদে বদল আনা হবে। বদল করা হবে জেলা সভাপতি পদেও। গোটাটাই হবে তাঁদের কাজ বা পারফর্মেন্সের ভিত্তিতে। এবিষয়ে  তিনি তাঁর সুপারিশের তালিকা পাঠিয়ে দিয়েছেন দলনেত্রী মমতা ব্যানার্জির কাছে। নেত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। 

 

 

প্রায় দু'বছর জেল হেফাজতে থাকার পর বীরভূমে ফিরেছেন অনুব্রত মণ্ডল। জেলা সভাপতি পদে দায়িত্ব সামাল দিচ্ছেন। তাঁর অনুপস্থিতিতে দলীয় কাজকর্ম চালাতে বীরভূমে দলের তরফে তৈরি করা হয়েছিল কোর কমিটি। অনুব্রত ফিরে আসার পরেও এখনও সেই কমিটি রেখে দেওয়া হয়েছে। এদিন অভিষেক বলেন, এবছর লোকসভা নির্বাচনে বীরভূমে যেহেতু কোর কমিটির নেতৃত্বে দল ভালো ফল করেছে তাই এই কমিটি রেখে দেওয়া উচিত বলেই তিনি ব্যক্তিগতভাবে মনে করেন। প্রাথমিক থেকে শীর্ষ, দলে মজবুত সংগঠন নিয়ে বরাবর জোর দিয়েছেন অভিষেক। গত ২১ জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়েও তিনি সেই বিষয়টি তুলেছিলেন। জানিয়েছিলেন, তিন মাসের মধ্যে পারফর্মেন্সের ভিত্তিতে প্রশাসনিক পদে এবং দলীয় স্তরে বেশ কিছু বদল আনা হবে। পঞ্চায়েত নির্বাচনের আগে 'নবজোয়ার' কর্মসূচির মাধ্যমে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, গোটা রাজ্য জুড়ে ঘুরেছেন অভিষেক।

 

 

জায়গায় জায়গায় প্রার্থী নিয়ে আলোচনার পাশাপাশি সংগঠন নিয়ে আলোচনা করেছেন স্থানীয় নেতৃত্বের সঙ্গে। খুটিয়ে খুটিয়ে জানতে চেয়েছেন জেলার সংগঠন নিয়ে। যার অর্থ সংগঠনকে আরও মজবুত করে গড়ে তোলা। বিভিন্ন পঞ্চায়েতে প্রার্থী হিসেবে তুলে এনেছেন নতুন মুখ। নির্বাচনের পর দলের তরফে বদল করা হয়েছে প্রধান বা উপপ্রধান পদেও। সর্বভারতীয় সাধারণ সম্পাদক জোর দিয়েছেন সরকারি কাজে আরও গতি বাড়াতেও। স্থানীয় স্তরে কর্মীদের পরামর্শ দিয়েছেন জনগণের সঙ্গে আরও নিবিড় যোগাযোগ বাড়িয়ে তুলতে। 

 

 

আরজি কর-এর ঘটনার পর রাজ্য জুড়ে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। জুনিয়র ডাক্তারদের ধর্না কর্মসূচি তুলতে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে ছুটে গিয়েছিলেন তাঁদের কাছে। তাঁদের এই আন্দোলনের পিছনে বাম বা অতিবাম শিবিরের ভূমিকা তুলে একের পর এক কটাক্ষ ভেসে এসেছে শাসক শিবিরের থেকে। এদিন অভিষেক বলেন, জুনিয়র ডাক্তারদের আন্দোলনে বামেরা যে ভূমিকা পালন করেছে তাতে তাঁদের ফল ২০২৬ সালের বিধানসভা ভোটে আরও খারাপ হবে।


#Abhishek Banerjee#Mamata Banerjee#West Bengal News



বিশেষ খবর

নানান খবর

former-indian-prime-minister-manmohan-singh-passes-away-at-92-gnr

নানান খবর

কালনায় ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল তিন জনের, গুরুতর আহত এক...

মাদক মিশিয়ে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ ডাক্তারের বিরুদ্ধে, আগাম জামিন চাইতে গিয়ে জুটলো জেল ...

অভিষেক ব্যানার্জির নাম করে কালনার পুর-চেয়ারম্যানকে ফোনে হুমকি! ৫ লাখ দাবি, গ্রেফতার ৩ ...

কেমন আছেন স্নাতকোত্তর চিকিৎসকরা? খোঁজ নিতে হাসপাতালে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি ...

নিজের বন্দুক দিয়ে মাথায় গুলি করে আত্মঘাতী বিএসএফ জওয়ান, মাথাভাঙার ঘটনা...

বর্ষ শেষে দু'দিন বন্ধ থাকবে যশোর রোড, ভোগান্তির আশঙ্কা...

মুর্শিদাবাদে রেল লাইনে 'নাশকতার' ছক! ধৃত ২ যুবক ...

বড়দিনের রাতে বেপরোয়া গাড়ি, দোকান ভেঙে পরপর ধাক্কা বাইক-সাইকেলে, গতির বলি দুই...

আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরতে ফ্যাশন শো,  র‍্যাম্পে হাঁটলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি...

বড়দিনে ছাড়িয়ে গেল এবছরের সব রেকর্ড, আলিপুর থেকে দার্জিলিংয়ের চিড়িয়াখানা, কত ভিড় হল জানেন?...

বড়দিনে ঘরে মোবাইল ফোনের সঙ্গে নয়, সময় কাটুক মাঠে ,অভিনব উদ্যোগ তৃণমূল বিধায়কের ...

অশান্তি-উত্তেজনার মাঝেই বড়দিনের শুভেচ্ছা বিনিময় ভারত-বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর...

বড়দিনের ‘‌উপহার’‌ নিতে গিয়ে প্রৌঢ়ের হাতে ধর্ষিতা নাবালিকা...

মুর্শিদাবাদ ভাগের দাবি, এবার সুর চড়াচ্ছে অরাজনৈতিক সংগঠন...

আমাদের স্কুলে কেন পাঠাচ্ছেন না? ছাত্রী সংখ্যা কমে যাওয়ায় বাড়ি বাড়ি গিয়ে প্রশ্ন শিক্ষিকাদের ...

বন দপ্তরের দেওয়া টোপ নয়, জিনাতের পছন্দ গ্রামের পোষা ছাগল ...

চুঁচুড়ায় টেনিস কোর্টের উদ্বোধন, খেলোয়াড়দের জন্য রয়েছে একাধিক সুব্যবস্থা ...



সোশ্যাল মিডিয়া



11 24