রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ০৬ নভেম্বর ২০২৪ ১৮ : ৪৮Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: মরশুমের হিসেবে বছরে মাত্র একবারই তিনি আসেন না। বরং সারাবছরই সুখে-দুঃখে তিনি পাশে থাকেন। বুধবার পোস্তায় দ্য পোস্তা মার্চেন্টস অ্যাসোসিয়েশন-এর জগদ্ধাত্রী পুজো উদ্বোধন করতে গিয়ে এ কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ দিন এই পূজার উদ্বোধনের সঙ্গে তিনি ভার্চুয়ালি উদ্বোধন করেন হুগলির চন্দননগর ও ভদ্রেশ্বরের ১০টি জগদ্ধাত্রী পুজোর। পোস্তার এই পুজো এ বছর পা দিল ৫১ বছরে।
করোনার সময় নিজে উপস্থিত থেকে বাজার খুলতে সহায়তা করা ছাড়াও কী ভাবে ব্যবসায়ীদের জায়গার প্রয়োজনে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে তাঁর সরকার উদ্যোগী, এদিনের অনুষ্ঠানে সে বিষয়টি ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী। বুঝিয়ে দেন, আপদে বিপদে পাশে থাকতে তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর কথায়, 'ভোটের জন্য আমি এখানে আসি না।' উৎসবের সূচনার পাশাপাশি এ দিন মুখ্যমন্ত্রী সতর্ক করেছেন পোস্তা ও বড়বাজার এলাকার ঘিঞ্জি পরিস্থিতি নিয়ে। মনে করিয়ে দিয়েছেন, আগুন লাগলে বা কেউ অসুস্থ হলে দমকলের গাড়ি বা অ্যাম্বুল্যান্স ঢোকার ক্ষেত্রে কী ধরনের অসুবিধা হতে পারে।
ব্যবসা করতে যদি কেউ কোনও হুমকি বা জুলুমের মুখোমুখি হন, তবে সরাসরি বিষয়টি পুলিশের নজরে আনতে বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'কেউ জুলুম করলে এফআইআর করুন।' ঘিঞ্জি এলাকা থেকে যাতে এই জায়গা আরও বেশি খোলামেলা হয়ে ওঠে সে বিষয়টি দেখতে এ দিন উপস্থিত পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে নির্দেশ দেন। পুলিশ কমিশনারকে তিনি বলেন, এ বিষয়ে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী শশী পাঁজা, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে আলোচনা করতে। বৃহস্পতিবার ভোর থেকে শুরু হচ্ছে ছট পুজো। এ দিনের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী সকলকে অনুরোধ করেন গঙ্গার ঘাটে, যখন তাঁরা পুজো করতে যাবেন তখন যেন সাবধানতা বজায় রাখেন। চন্দননগর ও ভদ্রেশ্বরের পুজোগুলির ভার্চুয়ালি উদ্বোধনের পর এ দিন মুখ্যমন্ত্রী সকলকে এই উৎসব উপলক্ষে অভিনন্দন জানান। পোস্তা বাজার মার্চেন্টস অ্যাসোসিয়েশন-এর তরফেও মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানানো হয়।
নানান খবর
নানান খবর

ভালবাসার নিজস্ব সময় এবং লয় আছে, দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট অভিষেকের

'শুধু মর্নিংওয়াক করলে সারাজীবনেও ভালবাসা হবে না', বিয়ের পরের দিনই স্বমহিমায় দিলীপ

দিলীপ ঘোষের প্রেম, বিয়ে আর ‘এন্ট্রি ফি’! ইকো পার্কে মর্নিং ওয়াক করতে গেলে কত খসাতে হয় জানেন?

প্রতিভার প্রকাশ, চিত্র শিল্পীদের উৎসাহিত করতে গ্যালারি গোল্ড-এ বিশেষ প্রদর্শনী

প্রথম স্ত্রীর অনুমতিতে বিয়ে করেছিলেন বান্ধবীকে, অরুণলাল দিলীপকে বলছেন 'তোয়াক্কা নয়'

‘আমাদের ডাল-ভাত বলেছিলেন, এবার ওঁরও ডাল জুটল’, দিলীপ বিয়েতে শুভেচ্ছা বৈশাখীর

রাজনৈতিক মতাদর্শকে সরিয়ে রেখে সৌজন্যের নজির, দিলীপ ঘোষকে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

কাজের ঢালাও প্রশংসা, কলকাতায় নতুন প্রজন্মের ক্যাডেটদের সংবর্ধনা দিলেন এনসিসি-র ডিরেক্টর জেনারেল

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে লেদার কমপ্লেক্স এলাকায় বাইক দুর্ঘটনা, মৃত্যু যুবকের

শহর কলকাতায় ফের অস্বাভাবিক মৃত্যু, সরশুনায় ঝুলন্ত ব্যক্তির দেহ উদ্ধার!

অটিজম শিশুদের নিয়ে চিন্তা? একাধিক সংগঠনকে সঙ্গে নিয়ে পাশে দাঁড়াল এনআরএস হাসপাতাল

সরকারি-বেসরকারি সম্পত্তি নষ্ট করলে ক্ষতিপূরণ আদায় করতে হবে, কড়া হতে বললেন মমতা

দুই বাসের রেষারেষি, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

সপ্তাহের শুরুতেই বাংলাজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে পয়লা বৈশাখের আবহাওয়া?