বুধবার ১১ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ০৬ নভেম্বর ২০২৪ ১৫ : ৩১Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: অবশেষে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বিস্তীর্ণ অঞ্চলের মানুষের পানীয় জলের সমস্যার সুরাহা হতে চলেছে। প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে বুধবার রাজ্য সরকারের তরফ থেকে ফরাক্কা ব্লকের বেওয়া-১ অঞ্চলে একটি পানীয় জল প্রকল্পের শিলান্যাস করা হল। আজকের অনুষ্ঠানে হাজির ছিলেন স্থানীয় বিধায়ক মনিরুল ইসলাম, সাগরদিঘির বিষয়ক বাইরন বিশ্বাস, ফারাক্কা পঞ্চায়েত সমিতির সভাপতি নিলুফা ইয়াসমিন সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-নেত্রী।
পিএইচই দপ্তর সূত্র জানা গিয়েছে, এই প্রকল্পের কাজ শেষ হলে ফরাক্কাতে ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ের প্রায় ২৫ হাজার পরিবারের ১.৩০ লক্ষ মানুষ উপকৃত হবেন। আগামী দু'বছরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করে বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্য রাখা হয়েছে। প্রকল্পের কাজ শেষ হলে ২০৫১ পর্যন্ত ওই এলাকার মানুষদের পানীয় জলের সঙ্কট হবে না বলে সংশ্লিষ্ট দপ্তরের তরফে জানানো হয়েছে।
তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন, "এই প্রকল্পের কাজ শেষ করার জন্য প্রথম পর্যায়ে রাজ্য সরকারের তরফ থেকে ৮২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রকল্পের জন্য রাজ্য সরকার মোট ১৫০ কোটি টাকার বেশি বরাদ্দ করেছে।" তিনি জানান, "২০২৫ সালের ডিসেম্বর মাসের আগেই এই প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। প্রকল্পের মাধ্যমে পাইপলাইনের সাহায্যে বেওয়া-১, বেওয়া-২, বাহাদুরপুর গ্রামপঞ্চায়েত ছাড়াও ইমামনগর এবং বেনিয়াগ্রাম পঞ্চায়েতের বেশ কিছুটা এলাকায় বিশুদ্ধ পানীয় জল পৌঁছে যাবে। এর ফলে ফারাক্কার ফিডার ক্যানেলের পশ্চিমপাড়ের মানুষদের দীর্ঘদিনের জল সঙ্কট দূর হতে চলেছে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই প্রকল্পে বেওয়া এলাকায় একটি জল শোধনাগার ছাড়াও বিভিন্ন জায়গায় সাতটি 'ওভারহেড রিজার্ভার' এবং একটি গুমানি নদীর উপর 'ইনটেক ট্যাঙ্ক' তৈরি করা হবে। প্রকল্পের কাজ শেষ হয়ে যাওয়ার পর 'ওভারহেড রিজার্ভার' গুলো থেকে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া হবে। তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন, "ফারাক্কা ফিডার ক্যানেলে পশ্চিম পাড়ের বিস্তীর্ণ অংশে পাথুরে জমি থাকার কারণে এখানে সহজে 'বোরিং' করে জল পাওয়া সম্ভব নয়। সেই কারণেই গুমানী নদীর প্রবাহিত জলকে শোধন করে বাড়ি পৌঁছে দেওয়ার উদ্যোগ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে রাজ্য সরকার নিয়েছে।"
বিধায়ক আজ এলাকাবাসীকে সতর্ক করে দিয়ে বলেন, "মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে বহু কোটি টাকার এই জল প্রকল্পের কাজ করার জন্য কলকাতা থেকে একজন কন্ট্রাক্টটর নিযুক্ত হয়েছেন। এই কনট্রাক্টরকে যাতে চাঁদা বা অন্য কোনও জুলুমবাজির শিকার হতে না হয় তা সকলকে সুনিশ্চিত করতে হবে। কন্ট্রাক্টরের কাছে কেউ 'অন্যায় আবদার' করলে পুলিশ-প্রশাসনকে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য বলব।"
#Drinking water#Farakka
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
'ধ্বংস নয়, সৃষ্টি চাই', পরিবেশ বাঁচাতে উলু-শঙ্খে ম্যানগ্রোভ পুজো সুন্দরবন দিবসে ...
এগরা পুরসভার প্রাক্তন ইঞ্জিনিয়ারের বাড়িতে টাকার পাহাড়, উদ্ধার সাত কোটি টাকা, গয়না...
পৃথক রাজ্যের দাবিতে রেল অবরোধ কোচবিহারে, বাতিল একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন, ভোগান্তি যাত্রীদের...
ধুলাগড় টোল প্লাজায় আটক গাঁজা ভর্তি গাড়ি, উদ্ধার ১৫ লক্ষ টাকার মাদক, গ্রেপ্তার এক...
ঘন কুয়াশা, উত্তুরে হাওয়ার দাপট বাংলায়, হাড়কাঁপানো ঠান্ডার স্পেল শুরু!...
উত্তর সিকিমে তুষারপাত, খুশির আবহাওয়া পর্যটক মহলে...
বন্ধুত্ব পাতিয়ে প্রতারণার রমরমা কারবার, গ্রেপ্তার নাইজেরিয়ান যুবক...
কুয়াশা মাখা দিনে হাতে এক প্লেট বোরোলি মাছ ভাজা, এই শীতে গজলডোবার মজাই আলাদা...
চুরি করতে গিয়ে ক্লান্ত চোর, শেষমেশ অঙ্গনওয়াড়ি স্কুলের চাল, ডাল নিয়ে চম্পট দিল ...
দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা যাত্রীবোঝাই বাসের, আহতদের আর্তনাদে ভারী বাতাস...
ছাদ থেকে ছাগলকে ঢিল ছুঁড়তে গিয়েই হল বিপদ, মর্মান্তিক ঘটনা হরিহরপাড়ায় ...
হাওড়ার শিবপুরে খুন করে মুর্শিদাবাদে গোপনে কবর দেওয়ার পরিকল্পনা, পুলিশি হানায় গ্রেপ্তার দুই ...
ক্ষুদ্র শিল্পে উত্তরবঙ্গকে এগিয়ে নিয়ে যেতে এল ৯০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব ...
নেমে আসছে একের পর এক রসের হাঁড়ি, শীতের সকালে চলছে গুড় তৈরির কাজ ...
‘গোপনাঙ্গ কাটার পরিকল্পনা করেই অনলাইনে ছুরি কিনেছিলাম’, ডোমজুড়ের যুবতীর বয়ানে চাঞ্চল্য...