সোমবার ২৮ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ০৬ নভেম্বর ২০২৪ ১৫ : ৩১Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: অবশেষে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বিস্তীর্ণ অঞ্চলের মানুষের পানীয় জলের সমস্যার সুরাহা হতে চলেছে। প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে বুধবার রাজ্য সরকারের তরফ থেকে ফরাক্কা ব্লকের বেওয়া-১ অঞ্চলে একটি পানীয় জল প্রকল্পের শিলান্যাস করা হল। আজকের অনুষ্ঠানে হাজির ছিলেন স্থানীয় বিধায়ক মনিরুল ইসলাম, সাগরদিঘির বিষয়ক বাইরন বিশ্বাস, ফারাক্কা পঞ্চায়েত সমিতির সভাপতি নিলুফা ইয়াসমিন সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-নেত্রী।
পিএইচই দপ্তর সূত্র জানা গিয়েছে, এই প্রকল্পের কাজ শেষ হলে ফরাক্কাতে ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ের প্রায় ২৫ হাজার পরিবারের ১.৩০ লক্ষ মানুষ উপকৃত হবেন। আগামী দু'বছরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করে বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্য রাখা হয়েছে। প্রকল্পের কাজ শেষ হলে ২০৫১ পর্যন্ত ওই এলাকার মানুষদের পানীয় জলের সঙ্কট হবে না বলে সংশ্লিষ্ট দপ্তরের তরফে জানানো হয়েছে।
তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন, "এই প্রকল্পের কাজ শেষ করার জন্য প্রথম পর্যায়ে রাজ্য সরকারের তরফ থেকে ৮২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রকল্পের জন্য রাজ্য সরকার মোট ১৫০ কোটি টাকার বেশি বরাদ্দ করেছে।" তিনি জানান, "২০২৫ সালের ডিসেম্বর মাসের আগেই এই প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। প্রকল্পের মাধ্যমে পাইপলাইনের সাহায্যে বেওয়া-১, বেওয়া-২, বাহাদুরপুর গ্রামপঞ্চায়েত ছাড়াও ইমামনগর এবং বেনিয়াগ্রাম পঞ্চায়েতের বেশ কিছুটা এলাকায় বিশুদ্ধ পানীয় জল পৌঁছে যাবে। এর ফলে ফারাক্কার ফিডার ক্যানেলের পশ্চিমপাড়ের মানুষদের দীর্ঘদিনের জল সঙ্কট দূর হতে চলেছে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই প্রকল্পে বেওয়া এলাকায় একটি জল শোধনাগার ছাড়াও বিভিন্ন জায়গায় সাতটি 'ওভারহেড রিজার্ভার' এবং একটি গুমানি নদীর উপর 'ইনটেক ট্যাঙ্ক' তৈরি করা হবে। প্রকল্পের কাজ শেষ হয়ে যাওয়ার পর 'ওভারহেড রিজার্ভার' গুলো থেকে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া হবে। তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন, "ফারাক্কা ফিডার ক্যানেলে পশ্চিম পাড়ের বিস্তীর্ণ অংশে পাথুরে জমি থাকার কারণে এখানে সহজে 'বোরিং' করে জল পাওয়া সম্ভব নয়। সেই কারণেই গুমানী নদীর প্রবাহিত জলকে শোধন করে বাড়ি পৌঁছে দেওয়ার উদ্যোগ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে রাজ্য সরকার নিয়েছে।"
বিধায়ক আজ এলাকাবাসীকে সতর্ক করে দিয়ে বলেন, "মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে বহু কোটি টাকার এই জল প্রকল্পের কাজ করার জন্য কলকাতা থেকে একজন কন্ট্রাক্টটর নিযুক্ত হয়েছেন। এই কনট্রাক্টরকে যাতে চাঁদা বা অন্য কোনও জুলুমবাজির শিকার হতে না হয় তা সকলকে সুনিশ্চিত করতে হবে। কন্ট্রাক্টরের কাছে কেউ 'অন্যায় আবদার' করলে পুলিশ-প্রশাসনকে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য বলব।"
নানান খবর

নানান খবর

আলিপুরদুয়ারে চা বাগানের জলাশয়ে পড়ে গেল লেপার্ড, উদ্ধার করতে কালঘাম ছুটল বনকর্মীদের

অষ্টম 'মেদিনীপুর শ্রী' হলেন পশ্চিম মেদিনীপুরের চন্দন জানা

থানার মধ্যেই তরুণীর মুখে অ্যাসিড নিক্ষেপ, রামপুরহাটে আটক অভিযুক্ত ও তার পরিবার

'জলদি ঘর-আ-যায়েগা পূর্ণম', রিষড়া এসে জানালেন বিএসএফ আধিকারিকরা

যৌন কেলেঙ্কারিতে বহিষ্কৃত সিপিএম নেতা বংশগোপাল, লবিবাজির শিকার বলে দাবি তাঁর

ভরসন্ধেয় আসানসোলে চলল গুলি, গুলিবিদ্ধ ব্যবসায়ী ভর্তি হাসপাতালে

তীব্র গরম থেকে রেহাই, শিলাবৃষ্টিতে স্বস্তি ফিরল বাঁকুড়ায়

'কাশ্মীরে ২৬ পর্যটক আর কুম্ভমেলায় মৃত্যু হয়েছে ১০০ পুণ্যার্থীর, সংসদে আলোচনা চাই', আর্জি কল্যাণের

অনাথ আশ্রমে প্রয়াত মৌ রায়চৌধুরীর স্মরণসভা, গানে-কথায় শ্রদ্ধাজ্ঞাপন

দিঘার পর্যটন ব্যবসায়ে নতুন জোয়ার, জগন্নাথ ধামের উদ্বোধনে বাড়ছে পর্যটকদের ভিড়

মুর্শিদাবাদে নৃশংস হত্যা, দাবি মতো পণের টাকা না মেলায় স্ত্রী-পুত্রকে খুন করল স্বামী

চন্দননগরে আন্তর্জাতিক গণিত সন্মেলনের আয়োজন, উপস্থিত দেশ বিদেশের গণিতজ্ঞরা

একসঙ্গে বদলি করা হল মুর্শিদাবাদ জেলার দুই পুলিশ সুপারকে

সাতসকালে চা-বাগানের ভিতর ঢুকে পড়ল ভল্লুক, আতঙ্কে ঘুম উড়ল কর্মীদের

চুরি করতে গিয়ে গৃহকর্ত্রীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে ধরে বেধড়ক মার স্থানীয়দের