বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

খেলা | ডানা ছাঁটা হবে গম্ভীরের? বড় পদক্ষেপ নিতে চলেছে বোর্ড

Sampurna Chakraborty | ০৪ নভেম্বর ২০২৪ ১৩ : ৩০Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে দায়িত্ব নেওয়ায় তিন ম্যাচের মধ্যে প্রবল চাপে গৌতম গম্ভীর। শ্রীলঙ্কার কাছে একদিনের সিরিজ হারের পর নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ। মেন্টর হিসেবে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করার পর কার্যত কোনও প্রতিযোগিতা ছাড়াই তাঁকে নিয়োগ করে বিসিসিআই। অস্ট্রেলিয়া সফরের জন্য নির্বাচক কমিটির বৈঠকে তাঁকে ডাকা হয়েছিল। তবে শুরুতেই জোড়া ব্যর্থতায় ইতিমধ্যেই কোণঠাসা হয়ে গিয়েছেন গম্ভীর। প্রাক্তন ভারতীয় ওপেনারের প্রাথমিক রিপোর্ট কার্ড খুব একটা ভাল দেখাচ্ছে না। দায়িত্ব নেওয়ার পর তাঁকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল। দল নির্বাচনেও গম্ভীরই শেষ কথা ছিল। কিন্তু দলের পারফরম্যান্সে কোনও পরিবর্তন না হলে আগামী দিনে তাঁর ডানা ছাঁটা হতে পারে। এমনই ইঙ্গিত দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। গম্ভীর দায়িত্ব নেওয়ার পর ২৭ বছর পর শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ হারে ভারত। তারপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ০-৩ এ সিরিজ হার। ভারতের টেস্ট ইতিহাসে ঘরের মাঠে হোয়াইটওয়াশের ঘটনা প্রথম। এবার তাঁর স্ট্র্যাটেজি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। গত ছয়-সাত বছরে ভারতীয় ব্যাটাররা কোয়ালিটি স্পিন বোলিংয়ের সামনে ব্যর্থ হলেও মুম্বইয়ে টার্নিং পিচ করা হয়েছে। তারওপর সবধরনের পরিবেশ এবং পরিস্থিতিতে একই ধরনের খেলার স্টাইল এবং মনোভাব। তৃতীয় টেস্টে সরফরাজ খানকে আট নম্বরে ঠেলে মহম্মদ সিরিজকে নাইট ওয়াচম্যান হিসেবে নামানোর সিদ্ধান্তও গম্ভীরের বিরুদ্ধে গিয়েছে। 

ভারতের হেড কোচের ওপর ক্ষুব্ধ বোর্ডের একাংশ। বোর্ডের এক সূত্র বলেন, 'গৌতম গম্ভীরকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল। পুরো ছাড় দেওয়া ছিল। যা রবি শাস্ত্রী এবং রাহুল দ্রাবিড়কে কোনওদিন দেওয়া হয়নি। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী কোচদের নির্বাচক কমিটির বৈঠকে থাকার কথা নয়। কিন্তু অস্ট্রেলিয়া সফরের বৈঠকে সেটা ব্যতিক্রম ছিল। সিরিজের গুরুত্বের কথা ভাবে হেড কোচকে বৈঠকে ডাকা হয়।' হর্ষিত রানা এবং নীতিশ কুমার রেড্ডিকে তাঁর অনুরোধেই বর্ডার-গাভাসকর ট্রফির দলে নেওয়া হয়। শ্রীলঙ্কা এবং বাংলাদেশের বিরুদ্ধে সাদা বলের ক্রিকেটে দেশের জার্সিতে এখনও অভিষেক হয়নি হর্ষিতের। বেঙ্গালুরু টেস্টের আগে ভারতের নেটে বল করতে দেখা যায় তাঁকে। তারপর অসমের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচ খেলেন। অনেকেই মনে করেন, রঞ্জি খেলার বদলে রানাকে ভারতীয় এ দলের সঙ্গে অস্ট্রেলিয়া পাঠানো উচিত ছিল। সেক্ষেত্রে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে ক্যাঙ্গারুদের দেশে একটা বা দুটো প্রথম শ্রেণীর ম্যাচ খেলার অভিজ্ঞতা হত কেকেআরের পেসারের। তার বদলে মুম্বইয়ে নেট বোলারের ভূমিকায় দেখা যায় তাঁকে। অন্যদিকে টি-২০ তে নীতিশ রেড্ডির দক্ষতা দেখে তাঁকে হার্দিক পাণ্ডিয়ার আদর্শ পরিবর্তন বলে মনে হয়েছে গম্ভীরের। অস্ট্রেলিয়া সিরিজ ভারতের হেড কোচের কাছে অ্যাসিড টেস্ট। কিউয়িদের কাছে সিরিজ হারে আতশ কাঁচের নীচে গুরু গম্ভীর। 


#Gautam Gambhir#Team India #BCCI



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

২০৩৪ বিশ্বকাপ সৌদি আরবে, তিন মহাদেশের ৬টি দেশে হবে ২০৩০ বিশ্বকাপ, বিরাট ঘোষণা ফিফার...

যত কাণ্ড অ্যাডিলেডে, সিরাজকে রাগাতে দেড় লক্ষ টাকা খরচ, বিষয়টা কী? ...

কলকাতায় এসে উচ্ছ্বসিত, ফুটবলের শহরে ফুটবলপ্রেমীদের ম্যারাথনে অংশ নেওয়ার আহ্বান জানান ক্যাম্পবেল...

কলকাতায় এসে উচ্ছ্বসিত, ফুটবলের শহরে ফুটবলপ্রেমীদের ম্যারাথনে অংশ নেওয়ার আহ্বান জানান ক্যাম্পবেল...

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ নিয়ে আগ্রহ তুঙ্গে, সাত মাস আগেই শেষ টিকিট বিক্রি ...

বিসিসিআইয়ের আগে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কট করা উচিত, বিস্ফোরক দাবি প্রাক্তন পাক অধিনায়কের...

মোহনবাগানে নির্বাচনের দামামা বেজে গেল, বছরের শুরুতেই হবে এজিএম...

সিরাজ-হেড বচসায় ফিরল 'মাঙ্কিগেট' বিতর্ক, অশনি সংকেত দেখছেন ভাজ্জি...

অ্যাডিলেডের নেটে হঠাৎ চমক, অন্য ভূমিকায় ধরা দিলেন কোহলি...

বর্ডার-গাভাসকর ট্রফির পর রো-কোর ভাগ্য নির্ধারণ? নেওয়া হতে পারে কড়া‌ সিদ্ধান্ত...

অধিনায়ক হওয়ার চিন্তা মাথায় নেই, নেতা হতে চান নাইটদের সবচেয়ে দামি তারকা...

আইসিসির কাছে নতুন শর্ত রাখল পাকিস্তান ক্রিকেট বোর্ড, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কবে?...

'বোল্যান্ড যদি কোহলির দুর্বলতা জানে, তাহলে হেডকে কেন...', ভারতের জন্য পরামর্শ কাইফের ...

হেডের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সিরাজের, কী বললেন কামিন্স? ...

বর্ষসেরা একাদশে নেই মেসি, স্বপ্নের দলে প্রাধান্য রিয়ালের ...



সোশ্যাল মিডিয়া



11 24