রবিবার ২২ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | রঘুনাথগঞ্জে উদ্ধার এক ব্যক্তির অর্ধ-উলঙ্গ দেহ, খুনের কারণ নিয়ে ধোঁয়াশা

Sumit | ০২ নভেম্বর ২০২৪ ১৩ : ৪০Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক : এক ব্যক্তির অর্ধ উলঙ্গ দেহ উদ্ধারের ঘটনায় শনিবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার সম্মতিনগর এলাকায়। আজ সকালে সম্মতিনগর গ্রাম পঞ্চায়েতের কাছে নিউমার্কেট এলাকায় একটি গলির ভেতর থেকে ওই ব্যক্তির অর্ধ উলঙ্গ দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম নাসিম শেখ (৪০)। তার বাড়ি রঘুনাথগঞ্জ থানার আনন্দপুর গ্রামে। 

 

জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান,"দেহটি উদ্ধার করে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে সেটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। গোটা ঘটনা তদন্ত করে দেখছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।" 

 

মৃত ওই ব্যক্তির পরিবার সূত্রে খবর, বছর কয়েক আগেও হকারির কাজ করতেন নাসিম শেখ। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য বর্তমানে সেই কাজ ছেড়ে দিয়ে নিজের বাড়িতে মায়ের সঙ্গে বিড়ি তৈরির কাজ করতেন নাসিম। সূত্রের খবর, ওই ব্যক্তি বিবাহিত হলেও তার 'যৌনবিকৃতির' কারণে বেশ কয়েক বছর আগে স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন। বর্তমানে নাসিম বাড়িতে মায়ের সঙ্গে একাই থাকতেন। 

 

মৃত ওই ব্যক্তির এক আত্মীয় ওসমান আলি বলেন," শুক্রবার রাত সাতটা নাগাদ বাজার করতে যাবার জন্য নাসিম বাড়ি থেকে বার হন। এরপর আর তিনি বাড়িতে ফিরে আসেননি।  সারারাত বিভিন্ন জায়গায় নাসিমের সন্ধানে আমরা তল্লাশি করলেও রাতে তাকে খুঁজে পাওয়া যায়নি। আজ সকাল ১১ টা নাগাদ আমরা জানতে পারি নাসিমের দেহ নিউ মার্কেটের পাশে একটি গলিতে পড়ে রয়েছে।" 

 

তিনি আরও বলেন," আমরা যখন দেহটি দেখতে পাই তখন নাসিমের গায়ে একটি ফুল শার্ট এবং পরনে লুঙ্গি ছিল। যদিও লুঙ্গিটি দেহের উপরের অংশ পর্যন্ত তোলা ছিল। এর পাশাপাশি নাসিমের নাকে আঘাতের চিহ্ন রয়েছে। আমাদের অনুমান কেউ বা কারা তাকে খুন করেছে। যদিও নাসিমের কোনও শত্রু ছিল বলে আমার জানা নেই।" 

 

অন্যদিকে জঙ্গিপুর পুলিশ জেলার এক আধিকারিক জানিয়েছেন -প্রাথমিক তদন্তে তাদেরও অনুমান ঐ ব্যক্তিকে খুন করা হয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে ওই যুবক সমকামী ছিলেন। পুলিশের অনুমান কারও সঙ্গে দেখা করতে গিয়ে সম্ভবত ওই ব্যক্তি খুন হয়ে থাকতে পারেন। প্রাথমিক তদন্তে পুলিশ আরও জানতে পেরেছে মৃত ওই ব্যক্তির যৌনাঙ্গে গভীর ক্ষতচিহ্ন রয়েছে। তদন্তকারীদের অনুমান কোনও পুরোনো আক্রোশের কারণে খুন হয়ে থাকতে পারেন ওই ব্যক্তি।


#Body found in murshidabad#Unkhown body found



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

বক্সায় আচমকা উধাও নোটিশ, পর্যটন ব্যবসায়ীদের ক্ষতির কথা ভেবেই কি সিদ্ধান্ত? চুপ বনদপ্তর...

'অমিত শাহের পদত্যাগ করা উচিত', আম্বেদকর কাণ্ডে দাবি তৃণমূল সাংসদ কল্যাণের...

অসম এসটিএফ-এর হাতে কেরল থেকে ধৃত জঙ্গি হরিহরপাড়ার বাসিন্দা, রয়েছে ভোটার তালিকায় নামও...

ময়নাগুড়িতে গরু চড়াতে গিয়ে গন্ডারের হামলার মুখে পড়লেন ব্যক্তি, অবস্থা আশঙ্কাজনক...

৭২ ঘন্টায় রমেশ খুনের কিনারা, ৭০ হাজারের বিনিময়ে ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে খুন স্ত্রীর...

মাত্র ৪ ঘণ্টায় উদ্ধার অপহৃত নাবালিকা, দুষ্কৃতীদের গ্রেপ্তার পুলিশের ...

ছাত্রদের চুলে লাল-নীল রং, কিম্ভূতকিমাকার ছাঁট, প্রতিকারে ক্ষৌরকারদের শরণাপন্ন স্কুল কর্তৃপক্ষ ...

মৌসুনি দ্বীপে আগুন, পুড়ে ছাই বহু কটেজ, কোনও মতে প্রাণে বাঁচলেন পর্যটকেরা...

আচমকাই নেমে এল ধস, সিকিমের পর্যটন নিয়ে বড় খবর ...

পাস্তায় পিরিয়ডিক টেবিল লিখে চমক! ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম কোন্নগরের সৌমদ্বীপের...

রাজ্য-ডিভিসি বিবাদেই কি সঙ্কট! চাষের জল পাচ্ছেন না পূর্ব বর্ধমানের কৃষকরা...

ইএসআই হাসপাতালে চন্দ্রবোড়ার উপদ্রব! আতঙ্কে রোগী এবং রোগীর পরিজন, ডাক পড়ল বিশেষজ্ঞের...

স্ত্রীর সঙ্গে পরিকল্পনা করেই প্রেমিকার খুনের সুপারি দিয়েছিল সেনাকর্মী...

কানের দুল ছিনতাইয়ে বাধা, বৃদ্ধাকে একা পেয়ে কুপিয়ে খুন করল প্রতিবেশী...

হতে পারেন লেপার্ড বা বাইসনের মুখোমুখি, জঙ্গল সাফারিতে নতুন নিয়ম গরুমারায় ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



11 24