শনিবার ১৯ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

TheArcArt

খেলা | বার্সার কাছে এল ক্লাসিকোয় বিধ্বস্ত রিয়াল, ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি

KM | ২৮ অক্টোবর ২০২৪ ১৯ : ৪৮Krishanu Mazumder


আজকাল ওয়েবডেস্ক: চলতি মরশুমের প্রথম এল ক্লাসিকো ছিল। ঘরের মাঠে খেলা ছিল রিয়াল মাদ্রিদের। কিন্তু স্যান্তিয়াগো বার্নাব্যুতে এসে সেই রিয়াল মাদ্রিদের দর্পচূর্ণ করে গিয়েছে বার্সেলোনা। চার-চারটি গোলে রিয়ালকে বিধ্বস্ত করেছে বার্সা। শোকে মূহ্যমান রিয়াল ভক্তরা। এই আবহেই রিয়াল মাদ্রিদের মাঝমাঠের খেলোয়াড় ভালভার্দে ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিলেন। সোশ্যাল মিডিয়ায় ভালভার্দে লিখেছেন, ''আমি লক্ষ বার ব্যর্থ হতে পারি, কিন্তু আমি ঘুরে দাঁড়াবই। কারণ আমরা রিয়াল মাদ্রিদ। এবং আমাদের ইতিহাসে সেটাই লেখা রয়েছে।'' 

সান্তিয়াগোয় নায়ক হতে পারতেন এমবাপে। কিন্তু দিনের শেষে এমবাপে মাথা নিচু করে ফিরছেন। অন্যদিকে লেভানডস্কি  হাজার ওয়াটের আলো ছড়িয়েছেন। চাইলে হ্যাটট্রিক করতেই পারতেন তিনি। তবে স্কোরলাইন আরও হৃষ্টপুষ্ট হতেই পারত। কম করে সাত গোল দিতে পারত বার্সা। হ্যাটট্রিক করতে পারতেন লেভানডস্কি। আবার উল্টোদিকে এমবাপেও হ্যাটট্রিক করতে পারতেন। প্রথমার্ধে অফসাইডের অজুহাতে তাঁর গোল বাতিল হল। সেই সময়ে রিয়াল একাধিক বার গোল করার মতো পরিস্থিতি তৈরি করেছিল। কখনও ভিনি জুনিয়র বাইরে মেরেছেন, কখনও বা বেলিংহ্যাম আবার কখনও এমবাপে। 

দ্বিতীয়ার্ধে ঝড় তোলে বার্সা। সেই ঝড় এতটাই তীব্র যে রিয়াল উড়ে যায়। ফিরে আসার জ ন্য বিখ্যাত রিয়াল। এল ক্লাসিকোয় আর ফিরতে পারেনি তারা। কাসাদোর ডিফেন্স চেরা থ্রু থেকে লেভানডস্কি মায়াজাল বিছোলেন। ডান পায়ের প্লেসিংয়ে বল রাখলেন রিয়ালের জালে। রিয়াল গোলকিপার লুনিন মরিয়া চেষ্টা করেও লেভানডস্কির বল থামাতে পারলেন না। এর দু' মিনিট পরেই বাঁ দিক থেকে বালদের ভাসানো সেন্টার থেকে ছোবল মারেন সেই লেভানডস্কি। ভল আছড়ে পড়ে রিয়ালের জালে।  

৭৭ মিনিটে লামিনে ইয়ামালকে দিয়ে গোল করালেন রাফিনিয়া। ৮৪ মিনিটে রাফিনিয়া নিজে গোল করে রিয়ালের কফিনে শেষ পেরক পুঁতে দিলেন। অবশ্য তাঁর আগে রাফিনিয়ার গোলের গন্ধ মাখা পাস থেকে গোল করতে পারেননি লেভানডস্কি। তাঁর প্লেস রিয়ালের বারে লেগে প্রতিহত হয়। আরও একবার বাইরে মারেন। গোলগুলো হয়ে গেলে পোলিশ স্ট্রাইকারের নামের পাশে লেখা থাকত চার গোল। 
বার্সেলোনার কাছে বিধ্বস্ত হওয়ার পরে রিয়াল মাদ্রিদ ঘুরে দাঁড়ানোর কাজ শুরু করে দিয়েছে। ভালভার্দের পোস্ট তারই প্রতিফলন।  


#Aajkaalonline#Realmadrid#Barcelona

নানান খবর

নানান খবর

'হয় ওর ইগো আছে, বা সিনিয়রদের থেকে পরামর্শ নিতে লজ্জা পায়', পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের নিশানায় বাবর

ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা, পুরস্কার তুলে দেওয়া হল ক্রীড়ামন্ত্রীর হাতে

সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, বেড়ে গেল ডার্বির সম্ভাবনা

ভারতে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের যোগ্যতা অর্জন করল পাকিস্তান, কোথায় হবে ম্যাচ?

অসুস্থ ফুটবলার শুভর পাশে ময়দান, সাহায্যের হাত বাড়ালেন সৌরভও

নায়ার শুধুই বলির পাঁঠা, ভারতীয় দলে অন্তর্দ্বন্দ্বের গন্ধ

বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, চন্দননগরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির সৌরভ

লিভারপুলই শেষ কথা, সাত বছর পূর্ণ হওয়ার দিনেই চুক্তি বাড়ালেন ভ্যান ডাইক, কতদিন থাকছেন ক্লাবে?

রোনাল্ডো, বেঞ্জিমা নয়, প্রত্যাবর্তনের ম্যাচে রিয়ালের রক্ষাকর্তা হতে পারতেন একজনই, জানেন তাঁর নাম? 

রিয়াল পর্বের অবসান? আর্সেনালের কাছে হারের অ্যান্সেলত্তির ভবিষ্যৎ কী? জবাব দিলেন কার্লো নিজেই

এবারের আইপিএলে প্রথম সুপার ওভার, রক্তের গতি বাড়িয়ে দেওয়া ম্যাচে রাজস্থানকে হারাল দিল্লি

টেস্টে রোহিতের ভবিষ্যৎ কী? আইপিএলের মধ্যেই তাঁকে নিয়ে জল্পনা দূর করলেন হিটম্যান

রহস্য মৃত্যু ফুটবলারের, এগারো তলা থেকে পড়ে প্রাণ হারালেন গ্যাবন জাতীয় দলের স্ট্রাইকার

কেকেআর-পাঞ্জাব ম্যাচে অদ্ভুত ঘটনা, ভেঙ্কটেশ আইয়ার নিলেন এক রান, স্কোরবোর্ডে যোগ হল পাঁচ রান, কিন্তু কেন?

একই দলের হয়ে এবার খেলবেন মেসি ও রোনাল্ডো, কোন ক্লাবের জার্সিতে দেখা যাবে দুই মহাতারকাকে?

সোশ্যাল মিডিয়া