শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | চ্যালেঞ্জ নিয়ে মহকুমা হাসপাতালে বিরল অপারেশন, প্রাণ বাঁচল রোগীর

Sumit | ২৫ অক্টোবর ২০২৪ ১৫ : ৫৪Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক :  মহকুমা হাসপাতালের সীমিত পরিকাঠামো ব্যবহার করে এক মহিলার দুটি ডিম্বাশয়ে অবস্থিত দু'টি টিউমার অপারেশন করে বাদ দিয়ে তার জীবন বাঁচালেন জঙ্গিপুর মহকুমা হাসপাতালের কয়েকজন চিকিৎসক। 


সাম্প্রতিক সময়ে রাজ্য জুড়ে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির কারণে  সাধারণ মানুষ যখন বারবার অসুবিধার মধ্যে পড়েছেন সেই সময় প্রত্যন্ত হাসপাতালে একজন গুরুতর অসুস্থ মহিলার প্রাণ বাঁচিয়ে নয়া নজির স্থাপন করলেন জঙ্গিপুর হাসপাতালের চিকিৎসকরা।

 
হাসপাতাল সূত্রে খবর, গত ২২ তারিখ সুতির আহিরণ এলাকার বাসিন্দা বছর আঠাশের আমিনা বিবি পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন । গত কয়েক মাস ধরে তার পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছিল। বিভিন্ন জায়গায় চিকিৎসক দেখিয়েও তার সুরাহা হয়নি। অবশেষে তিনি জঙ্গিপুর হাসপাতালের  শরণাপন্ন হন।  ওই হাসপাতালের এক আধিকারিক বলেন, দীর্ঘদিন ধরে আমিনার পেটে ব্যথা না কমায় হাসপাতালে ভর্তির পর তার আল্ট্রা সাউন্ড পরীক্ষা করা হয়। পরীক্ষাতে ধরা পড়ে তার দুটি ডিম্বাশয়ে দুটি বড় আকারের টিউমার রয়েছে এবং সেগুলোর জন্যই তার পেটে ব্যথা কমছে না।

 
এরপরই হাসপাতালের গাইনোকোলজিস্ট চিকিৎসক শুভঙ্কর হালদারের কাছে আমিনা বিবিকে রেফার করা হয়। হাসপাতালের অ্যানাথেসিস্ট চিকিৎসক গোলাম হোসেন এবং নার্সিং স্টাফদের সাহায্য নিয়ে বৃহস্পতিবার রাতে প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে অপারেশন করে আমিনা বিবির ডিম্বাশয় থেকে টিউমার দু'টি বার করা হয়। 

 
জঙ্গিপুর হাসপাতালের চিকিৎসক তথা জঙ্গিপুর আইএমএ-র সভাপতি চিকিৎসক সুব্রত মাঝি বলেন," এই ধরনের অপারেশন মহকুমা হাসপাতালে এক প্রকার বিরল। মহকুমা হাসপাতালের পরিকাঠামো কিছুটা কম থাকায় এই ধরনের অপারেশনে সব সময় কিছুটা ঝুঁকি থেকে যায় । তবে রোগীর পরিবারের অনুমতি নিয়ে চিকিৎসক হালদার যথেষ্ট কৃতিত্বের সঙ্গে অপারেশন করে রোগীকে প্রায় সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন।" 


তিনি আরও বলেন ,"রোগীকে পর্যবেক্ষণের জন্য এই মুহূর্তে এইচডিইউ-তে রাখা রয়েছে আগামী কয়েকদিনের মধ্যেই তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন।" অপারেশন সফল হওয়ার পর শুভঙ্কর হালদার বলেন ,"যথাসময়ে অস্ত্রপচার  না হলে রোগীর প্রাণহানীর আশঙ্কা ছিল।  অপারেশন করতে গিয়ে কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলাম কিন্তু আমরা সাহস করে এগিয়েছি এবং অপারেশন সফল হয়েছে।" অন্যদিকে আমিনার অপারেশন সফল হওয়ায় খুশি তার পরিবারের লোকেরা। তারা বলেন , সরকারি হাসপাতালে বিনামূল্যে এত ভালো চিকিৎসা পরিষেবা পেয়ে আমাদের খুবই ভাল লাগছে। হাসপাতালে চিকিৎসক এবং নার্সরা খুব ভালভাবে আমাদের রোগীর চিকিৎসা করেছেন।


#critical operation#murshidabad news#rare operation



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

ডানার দাপটে ভাঙল ডাল, পরিস্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট কিশোর ...

আর কোনও বাধা রইল না, সুপ্রিম নির্দেশে এবার উচ্চ প্রাথমিকে নিয়োগ করতে পারবে রাজ্য, প্রার্থীদের মধ্যে খুশির হাওয়া...

কবে থেকে আবার যাওয়া যাবে দিঘা? পরিস্থিতি দেখে বড় সিদ্ধান্ত নিল প্রশাসন  ...

ভাঙল বাড়ি, উল্টে গেল ইলেকট্রিক পোল, রাতে প্রবল হাওয়ার মাঝেই জলপথে সভাধিপতি ...

ল্যান্ডফলের পর ডানার অভিমুখ কোথায়?‌ জানুন হাওয়া অফিস কী বলছে ...

যে কোনও সময়ে আছড়ে পড়বে ডানা, বৃহস্পতি সন্ধ্যায় শিয়ালদা স্টেশনে অন্য চিত্র...

দু'দিন থাকছে জ্বর, তারপর শুরু হচ্ছে হাতে-পায়ে ব্যথা, অজানা জ্বরের প্রকোপে বাড়ছে আতঙ্ক ...

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা, চুঁচুড়ায় প্রস্তুত রাখা হল হ্যাম রেডিও...

ছাব্বিশে তৃণমূলের হাত ধরতেই কি বামেদের সঙ্গত্যাগ কংগ্রেসের?...

আরও এগিয়ে এল 'ডানা', বাড়ছে গতি, হাওয়া অফিস জানিয়ে দিল ঘূর্ণিঝড়ের গতিবেগ ...

সাগরে আরও শক্তি বাড়াচ্ছে ডানা! ফুঁসছে শেষ আঘাত আনার আগে, দেখুন কোথায় আছে ঘূর্ণিঝড়...

কয়েক মিনিটের ওলটপালট করা ঝড়, ডুবল একের পর এক নৌকো...

মানুষের জন্য কাজ করব, মনোনয়ন জমা দিয়ে বার্তা হাড়োয়ার তৃণমূল প্রার্থী রবিউলের ...

দফায়, দফায় বৈঠক আধিকারিকদের সঙ্গে, খোলা হল কন্ট্রোল রুম, ডানা মোকাবিলায় প্রস্তুত জেলা প্রশাসন...

'ডানা'-র ভয়ে একদিনে সৈকত শহর ছাড়লেন ২৫ হাজার পর্যটক! প্রতি ১০ সেকেন্ডে সমুদ্রে উঠছে তিন-চারগুণ ঢেউ, ফুঁসছে মা...



সোশ্যাল মিডিয়া



10 24