বুধবার ১১ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২২ অক্টোবর ২০২৪ ১২ : ৪২Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: আবারও গা ছমছমে আভাস পেতে চলেছেন দর্শক। ফিরছেন ভাদুড়ি মশাই। এই খবর প্রথম প্রকাশ্যে এনেছিল আজকাল ডট ইন। এবার প্রকাশ্যে এল সিরিজ 'নিকষ ছায়া'র ট্রেলার।
তন্ত্রের জোরে কেউ একজন জাগিয়ে তুলেছে অশরীরীদের। আর সেই অলৌকিক অপশক্তির উৎপাতে ওষ্ঠাগত প্রাণ। সেই রহস্যভেদ করতেই ফিরছেন ভাদুড়ি মশাই। আবারও তান্ত্রিক নীরেন ভাদুড়ির চরিত্রে দেখা যাবে চিরঞ্জিৎ চক্রবর্তীকে। এই দ্বিতীয় সিজনেও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় মুক্তির দিনক্ষণ হিসেবে বেছে নিলেন ভূত চতুর্দশীকে। ৩১ অক্টোবর ওয়েব প্ল্যাটফর্ম 'হইচই'-এ মুক্তি পাচ্ছে এই সিরিজ।