বুধবার ৩০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Riya Patra | ২১ অক্টোবর ২০২৪ ২০ : ৩৫Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ৬ আসনে উপনির্বাচন বাংলায়। তারমধ্যে ৫ আসনে প্রার্থী দিয়েছে বামজোট। সিতাইয়ে প্রার্থী হচ্ছেন ফরওয়ার্ড ব্লকের অরুণ কুমার বর্মন। মাদারিহাটে প্রার্থী আরএসপি প্রার্থী পদ্ম ওঁরাও। নৈহাটিতে প্রার্থী দিয়েছে লিবারেশন, প্রার্থী দেবজ্যোতি মজুমদার। মেদিনীপুরে সিপিআই প্রার্থী হচ্ছেন মণিকুন্তল খামরুই। তালড্যাংরায় প্রার্থী দিচ্ছে সিপিআই(এম), লড়বেন দেবকান্তি মহান্তি।
এই প্রার্থী তালিকা নিয়েই শুরু হয়েছে জোর চর্চা। বাম-জোটে নতুন সংযোজন। এবার বামফ্রন্টের মধ্যে চলে এল সিপিআই (এম-এল)। নৈহাটিতে নির্বাচনে এ বার লড়াইয়ে লিবারেশন প্রার্থী। বামেদের এই ঘোষণায় কার্যত তোলপাড় পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। বিভিন্ন ক্ষেত্র থেকেই শোনা যাচ্ছিল, এবার বামফ্রন্টের সঙ্গে সমঝোতায় আসতে চলেছে লিবারেশন। কিন্তু সে পথ এত মসৃণ হতে চলেছে, তা বোধহয় কেউ আশা করেননি। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল একেবারে অন্যচিত্র। নিঃশব্দে বাংলার রাজনৈতিক মানচিত্রে এক ঐতিহাসিক বদল হয়ে গেল উপ-নির্বাচনের হাত ধরে। পার্টি লাইন নিয়ে তীব্র বিবাদ, লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ানো, কখনও-কখনও নো-ভোট টু বিজেপি নিয়ে খোঁচা, সব তিক্ততা পেরিয়ে তা হলে কি আন্দোলন এক ছাতার তলায় নিয়ে এল দুই মেরুর বাম দলকে? ইতিহাসের দিকে তাকিয়ে ফেরতা চোখ বর্তমানে ফেরালে, কী বলবেন জনতা, তা না হয় ভোটবাক্সে বোঝা যাবে, কিন্তু এই ঘোষণার মধ্যেই বোধহয় লুকিয়ে আছে দীর্ঘ বামপন্থী ইতিহাসের এক নতুন অধ্যায়।
প্রাক্তন নকশাল নেতা অসীম চট্টোপাধ্যায় জানিয়েছেন, এটা খুব আনন্দের খবর, ঠিকই করছে। বলেন, 'আমি যখন বলেছিলাম, লিবারেশন আমাকে গালাগাল করেছিল। কিন্তু এখন আবার একসঙ্গে আসছে, এটা আমার কাছে আনন্দের খবর। বাম ঐক্যের দিক থেকে দেখলে ওরা ঠিকই করছে। এটা বাম ঐক্যের ডিসার্ভিং ফাইট।'
সিপিআইএম (লিবারেশন)-এর সঙ্গে এই জোটের প্রসঙ্গে সিপিএমের রাজ্য কমিটির সদস্য তন্ময় ভট্টাচার্য বলেন, 'বিজেপি ও তৃণমূলকে হারানোটা আমাদের লক্ষ্য। সেই হিসেবে সমস্ত বাম দলগুলি এক জায়গায় আসছে। তারই অঙ্গ হিসেবে আমরা নৈহাটির আসনটিতে বামফ্রন্ট সিপিআইএম (লিবারেশন)কে ছেড়েছি।' এর আগে কখনও এরাজ্যে সিপিএম ও সিপিআইএম (লিবারেশন) জোট বেঁধেছে কিনা জানতে চাইলে তন্ময় বলেন, মনে পড়ছে না।
বাম যুব নেতা সৃজন ভট্টাচার্য বলেন, ‘আমরা বৃহত্তর এক বাম ঐক্যের দিকে যাওয়ার চেষ্টা করছি। অবশ্যই সেই শরিকের সদস্য হিসেবে সিপিআই(এম) লিবারেশন-এর অন্তর্ভূক্তি গুরুত্বপূর্ণ। আমাদের পার্টি লাইনেই আছে, কেন্দ্রীয় স্তরে বিজেপি বিরোধী দল এবং রাজ্যস্তরে বিজেপি-তৃণমূল বিরোধী দলের সঙ্গে আমরা একসঙ্গে লড়ব।‘
নানান খবর

নানান খবর

বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের

গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'

ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার

নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে

'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী

চলতি সপ্তাহে ঝড়বৃষ্টির দাপট চলবে উত্তর থেকে দক্ষিণে, আপনার জেলায় কবে দুর্যোগ জানুন ক্লিক করে

উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হবে ৭ মে, কখন কোথায় দেখা যাবে রেজাল্ট, জানাল সংসদ

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের আগে পুলিশের জালে বিল্লি আর মনি

'অশান্ত' সামশেরগঞ্জ থেকে উদ্ধার সাম্প্রতিক সময়ের সবথেকে বড় জাল নোটের 'কনসাইনমেন্ট', গ্রেপ্তার দুই

বীরভূমের নলহাটিতে মর্মান্তিক দুর্ঘটনা, দীঘিতে ডুবে মৃত্যু তিন শিশুর

আলিপুরদুয়ারে চা বাগানের জলাশয়ে পড়ে গেল লেপার্ড, উদ্ধার করতে কালঘাম ছুটল বনকর্মীদের

অষ্টম 'মেদিনীপুর শ্রী' হলেন পশ্চিম মেদিনীপুরের চন্দন জানা

থানার মধ্যেই তরুণীর মুখে অ্যাসিড নিক্ষেপ, রামপুরহাটে আটক অভিযুক্ত ও তার পরিবার

'জলদি ঘর-আ-যায়েগা পূর্ণম', রিষড়া এসে জানালেন বিএসএফ আধিকারিকরা

যৌন কেলেঙ্কারিতে বহিষ্কৃত সিপিএম নেতা বংশগোপাল, লবিবাজির শিকার বলে দাবি তাঁর