শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | 'ফারাক্কা মাঙ্গো গে তো চির দেঙ্গে': তৃণমূল বিধায়কের হুমকি, কার উদ্দেশ্যে বললেন এই কথা?

দেবস্মিতা | ২০ অক্টোবর ২০২৪ ২০ : ১১Debosmita Mondal


আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের ফারাক্কার বিধানসভা কেন্দ্রের বিধায়ক মনিরুল ইসলামের সাথে ফারাক্কার প্রাক্তন কংগ্রেস বিধায়ক তথা বর্তমানে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি মইনুল হকের যে ঠান্ডা লড়াই চলছিল বিজয়া সম্মিলনী ও সম্প্রীতি সভাকে কেন্দ্র করে রবিবার তা প্রকাশ্যে চলে এলো। আজ বিকেলে ফারাক্কা নুরুল হাসান কলেজে বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে বিধানসভা এলাকার সমস্ত বুথ স্তরের কর্মী এবং প্রতিনিধিদেরকে নিয়ে বিজয়া সম্মেলনী ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়। সেখানে তৃণমূল বিধায়ক নাম না করে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি মইনুল হককে তীব্র ভাষায় আক্রমণ করেন ফারাক্কাতে সমান্তরালভাবে তৃণমূল দল পরিচালনা করার জন্য। সম্প্রীতি সভা থেকে বিধায়ক দলের নেতাকর্মীদের হুঁশিয়ারি দেন দল বিরোধী কাজ যারা করছে তাদের নজরে রাখা হচ্ছে। আগামী কিছুদিনের মধ্যে তারা যদি শুধরে না যায় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

 

প্রসঙ্গত উল্লেখ্য একুশের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে ফারাক্কা বিধানসভা থেকে মনিরুল ইসলামের বিরুদ্ধে লড়াই করে পরাজিত হন মইনুল হক। এরপর তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান এবং রাজ্য সহ সভাপতির পদ পান। তবে সম্প্রতি ফরাক্কা ব্লকে বিধায়ককে এড়িয়েই বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালন করছিলেন মইনুল হক। এমনকি গতকাল বিধায়ককের 'অনুমতি' না নিয়ে ফারাক্কা ব্যারেজে দুর্গা পুজোকমিটিদেরকে নিয়ে একটি তিনি একটি বিজয়া সম্মিলনী আয়োজন করেছিলেন বলে অভিযোগ উঠেছে। 

 

 

আজকের সম্প্রীতি সভাতে বক্তব্য রাখতে গিয়ে মনিরুল ইসলাম বলেন, 'ইতিমধ্যে দল বিরোধী কাজের জন্য ইতিমধ্যে ফারাক্কাতে দু'জনকে বহিষ্কার করা হয়েছে। আরও ২-৪ জনকে নজরে রাখা হয়েছে। ব্লক সভাপতিকে বলব দল বিরোধী কাজের সাথে যারা যুক্ত রয়েছে দ্রুত তাদের হাতে চিঠি ধরানোর জন্য। তাদের উত্তর সন্তোষজনক না হলে দল থেকে কড়া পদক্ষেপ করা হবে।'

 

 

দলের রাজ্য সহ সভাপতি মইনুল হকের নাম না করে মনিরুল ইসলাম বলেন, 'রাজ্য দেখছে আমি, ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি কী করছি। আর 'তুমি' কি করছ সেটাও রাজ্য নেতৃত্ব নজরে রেখেছে। আমি দলের একজন নিষ্ঠাবান সৈনিক। দলের শৃঙ্খলা রক্ষা করতে আমি বদ্ধপরিকর। কিন্তু কিছু লোক নিজের স্বার্থরক্ষার জন্য দল করছে।'

 

 

মইনুল হককে উদ্দেশ্য করে তৃণমূল বিধায়ক বলেন, 'তুমি মাতব্বরি করছো, এমএলএ-কে গালিগালাজ করছ। তোমার যদি আমাকে মানতে অসুবিধা হয় দল থেকে বেরিয়ে যাও। এখানে 'উপদল' তৈরি করতে দেব না। ফারাক্কা মাঙ্গোগে তো চির দেঙ্গে।'

 

 

আজকের বিজয়া সম্মিলনীতে মনিরুল ইসলাম বলেন, 'রাজ্য নেতৃত্ব আমাকে ২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ব্লককে সাজাতে বলেছে। তোমার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। যারা বেলাইনে আছো শুধরে যাও।'

 

 

অন্যদিকে আজ মনিরুল ইসলামের বিজয়া সম্মিলনীতে ফারাক্কা ব্লকের বেশিরভাগ নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস। আজ বিধায়ক মনিরুল ইসলামের হাত ধরে বিভিন্ন রাজনৈতিক দলের কয়েকশো কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান।


নানান খবর

নানান খবর

শুক্রবারও রয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা, বাংলায় দুর্যোগ আর কতদিন চলবে জানুন 

চলন্ত অবস্থায় পুরুলিয়াগামী বাসে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা

সাতসকালে ফালাকাটায় বাইসনের তাণ্ডব, গুরুতর জখম কৃষক, এক বাইসনের মৃত্যু

গরম পড়তেই ওরা আক্রমণ করে চা গাছে, বাগান বাঁচাতে কী উপায়? বলছেন বিশেষজ্ঞরা

‘এবার যোগ্যতা প্রমাণের পালা’, সুপ্রিম রায়ে স্বস্তির পর জানাচ্ছেন প্রধান শিক্ষকরা

'আমি কি বিয়ে করতে পারি না!', বিয়ের খবর প্রচার হতেই আর কী বললেন দিলীপ ঘোষ?

প্রেমিকার বাড়ির সামনে প্রেমিকের দেহ রেখে বিক্ষোভ, উঠল গ্রেপ্তারের দাবি, কারণ জানলে শিউরে উঠবেন

মানুষের কাটা মুন্ডু মুখে নিয়ে এলাকায় ঘুরছে কুকুর, শিউরে ওঠা দৃশ্য চন্ডীলতার বেগমপুরে

উত্তরপ্রদেশের বারেলি থেকে বাঁশবেড়িয়া, একটি জিনিস বিক্রি করতে এসেই বিপদ, গ্রেপ্তার করল পুলিশ

লেপার্ডের সঙ্গে মহিলার মরণপণ লড়াই, শেষ পর্যন্ত জিতল কে?‌

নতুন বাইক কিনে পুজো দিয়ে আর বাড়ি ফেরা হল না, পথেই পাড়ি দিলেন চিরঘুমের দেশে

দুর্গাপুরে এনআইটি ক্যাম্পাসে গবেষণার সময় বিস্ফোরণ, ঝলসে গেলেন অধ্যাপক ও পড়ুয়া

হুগলির লোহারপাড়ায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই যুবক খুনের কিনারা, গ্রেপ্তার দুই দুষ্কৃতী

ব্যাংকের পাশবই আপডেট নিয়ে বচসা, এক গ্রাহক কামড়ে দিলেন অপরকে, তুলকালাম কাণ্ড চুঁচুড়ায়

সাড়ম্বরে পালিত হল বাংলা দিবস

অভিনব উপায়ে ‘নববর্ষ’ পালিত হল আলিপুরদুয়ারে, সামিল হলেন সকলেই

সোশ্যাল মিডিয়া