বুধবার ২২ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ২০ অক্টোবর ২০২৪ ১৭ : ৪৩Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: বন্ধুদের সঙ্গে মহানন্দা নদীতে স্নান করতে নেমে গভীর জলে তলিয়ে মৃত্যু হলো একই পরিবারের তিন ছাত্রের। রবিবার দুপুরে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে রতুয়া থানার শ্রীপুর এক গ্রাম পঞ্চায়েতের মাগুরা এলাকার টেকনা নদীর ঘাটে। এই ঘটনার খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী থেকে শুরু করে নৌ-চালকেরা নদীতে ঝাঁপিয়ে তলিয়ে যাওয়া ওই তিন ছাত্রের তল্লাশি শুরু করে। প্রায় এক ঘন্টা চেষ্টার পর একই পরিবারের তিন কিশোরের নিথর দেহ উদ্ধার করেন স্থানীয়রা। তড়িঘড়ি তাদেরকে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে জানিয়ে দেয়। গোটা ঘটনায় মাগুরা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরে ঘটনার তদন্তে সংশ্লিষ্ট এলাকায় পৌঁছায় রতুয়া থানার পুলিশ। তিন ছাত্রের মৃতদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তিন ছাত্রের নাম বিশ্বজিৎ চৌধুরী (১৪), আদিত্য চৌধুরী (১৩) এবং সত্যজিৎ চৌধুরী (১২)। এরা তিনজন অষ্টম, সপ্তম এবং ষষ্ঠ শ্রেণীতে স্থানীয় একটি স্কুলে পাঠরত ছিল।
স্থানীয়দের সঙ্গে কথা বলার পর প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, এদিন ছয় বন্ধু মিলে মাগুরা টেকনা এলাকার মহানন্দা নদীর ঘাটে স্নান করতে যায়। স্নান সেরে তিন বন্ধু উঠে গেলেও, বাকি তিন ছাত্র নদীর জলে ঝাপাঝাপি করছিল। এরপরই হঠাৎ করে ওরা তিনজনই নদীর গভীরে তলিয়ে যায়। কেউই সাঁতার জানতো না। নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা অন্যান্য সহপাঠীরা চিৎকার করলে আশেপাশের লোকজন এবং নৌ-চালকেরা ওই ছাত্রদের খোঁজ শুরু করে। দীর্ঘক্ষণের চেষ্টার পর তিনজনের দেহ উদ্ধার হয়।
মৃত সত্যজিৎ চৌধুরীর বাবা গৌড় চৌধুরী বলেন, আমার ছেলে সত্যজিতের কাকাতো মামাতো ভাই হচ্ছে আদিত্য এবং বিশ্বজিৎ। ওরা এদিন বন্ধুদের সাথে যে নদীতে স্নান করতে এসেছিল তা জানতামই না। কারণ, এর আগে কোনদিনই এরকম কাজ ওরা করেনি। মাগুরা স্ট্যান্ডে আমার দোকান রয়েছে। সেখানেই বেচাকানোর কাজে ব্যস্ত ছিলাম। লোকমুখে জানতে পারি আমার ছেলে সহ আরো দুই ভাগ্নে ও ভাইপো মহানন্দা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গিয়েছে। তখনই আমরা তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায়। দীর্ঘক্ষণ চেষ্টার পর তিনজনের দেহ উদ্ধার করে স্থানীয় গ্রামবাসীরা। কেন হঠাৎ করে এরকম ঘটনা ঘটে গেল কিছুই বুঝতে পারছি না।
পুলিশ জানিয়েছে, ওই এলাকার মহানন্দা নদীর জল কমলেও এখনো বিভিন্ন জায়গায় নদীর গভীরতা প্রচুর রয়েছে। যার ফলে এই দুর্ঘটনাটি ঘটেছে। এদিকে একইসঙ্গে একই পরিবারের তিন ছাত্রের মৃত্যুতে রীতিমতো শোকস্তব্ধ মাগুরা এলাকা । চতুর্দিকে শুধু কান্নার রোল। নদীতে তিন ছাত্রের মৃত্যুর ঘটনার খবর পেয়েই পরিবারের সঙ্গে দেখা করে স্থানীয় ব্লক প্রশাসনের কর্তারা। পরে রতুয়ার বিধায়ক সমর মুখার্জীও ঘটনাস্থলে ছুটে যান। এদিকে তিন ছাত্রের নদীতে ডুবে রহস্যজনক মৃত্যুর ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ।
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
রুপোর পর ব্রোঞ্জ, উপহার হিসেবে কাজল শেখ পেলেন বিশ কেজির সিংহ মুকুট ...
জঙ্গলে ঢুকতে পর্যটকদের থেকে নেওয়া যাবে না বাড়তি ‘ফি’, অভিযোগ পেয়েই সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, ক্ষোভ পোস্টারের ভাষা ন...
সাধারণের সঙ্গে সমন্বয় সুদৃঢ় করতে গ্রামে গ্রামে 'ড্রপবক্স', অভিনব উদ্যোগ পোলবা থানার...
ভাড়া নিয়ে গন্ডগোল, মালদায় খুন টোটোচালক
'যেখানে সম্মান নেই, সেখানে থেকে কী লাভ?' বিজেপি ছাড়ার জল্পনা সত্যি করে মন্তব্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর...
আলিপুরদুয়ারে পৌঁছলেন মুখ্যমন্ত্রী, বুধ-বৃহস্পতিতে প্রশাসনিক বৈঠক থেকে সরকারি সুবিধা প্রদানের অনুষ্ঠান ...
ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া দিতে জোর তৎপরতা, জমি নিয়ে প্রশাসনিক বৈঠক বিএসএফ ও স্থানীয় প্রশাসনের ...
কোচবিহারের চ্যাংরাবান্ধা স্থলবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্ক ছড়াল এলাকায় ...
পরপর মুণ্ডহীন মহিলার দেহ, পিছনে তন্ত্র সাধনা নাকি অন্যকিছু? সন্ধান চালাচ্ছে পুলিশ ...
সরকারি আধিকারিকের সই-সিল জাল করে মাদ্রাসায় শিক্ষক নিয়োগে প্রতারণার অভিযোগ, দায়ের এফআইআর...
বাড়ি ফিরছেন খো খো বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য সুমন, আনন্দ যেন থমকে শুধু চুঁচুড়াতেই...
রেলের পরিত্যক্ত গুদামে অগ্নিকাণ্ড, ছড়াল চাঞ্চল্য ...
অভাব সক্রিয় সদস্যের, কোচবিহারে বুথ কমিটি গড়তে সমস্যায় বিজেপি ...
পেনশন না পেয়ে অবস্থান বিক্ষোভ পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের...
১২ দিন নিখোঁজ থাকার পর নাবালিকার দেহ উদ্ধারে তুমুল চাঞ্চল্য বাসন্তীতে ...