সোমবার ০২ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ১৪ অক্টোবর ২০২৪ ১২ : ০৪Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক : দশেরার রাবণবধ দেখে ফেরার পথে মদ্যপ যুবকদের হাতে আক্রান্ত হলেন এক তরুণী ও তাঁর ভাই। ওই যুবকরা তরুণীর শ্লীলতাহানি করেছে বলেও অভিযোগ। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসতে। সোমবার সকালে ওই তরুণী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে বারাসতের বর্মা কলোনির বাসিন্দা এক তরুণী তাঁর বাবা ও ভাইয়ের সঙ্গে কালিকাপুর এলাকায় দশেরার রাবণবধ দেখতে গিয়েছিলেন। তরুণীর বাবা স্কুটি চালাচ্ছিলেন। পিছনে তিনি ও তাঁর ভাই বসেছিলেন। ফেরার পথে রাস্তার ওপর একদল মদ্যপ যুবক আচমকা তাঁদের ওপর চড়াও হয়। প্রথমে তরুণীর ভাইকে তারা মারধর শুরু করে। ভাইকে বাঁচাতে গেলে ওই তরুণীকেও মারধর করা হয়। অভিযোগ, মদ্যপ যুবকরা তরুণীকে টেনেহিঁচড়ে একটি গলির মধ্যে নিয়ে শ্লীলতাহানি করেছে। গোলমালের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারাসত থানার পুলিশ। তরুণীর অভিযোগ, ঘটনাস্থলে দাঁড়িয়ে তিনি হামলাকারীদের চিনিয়ে দিলেও পুলিশ তাদের ধরতে কোনও উদ্যোগ নেয়নি। কর্তব্যরত পুলিশ আধিকারিক ওই তরুণীকে আগে থানায় অভিযোগ দায়ের করার কথা বলেন।
সোমবার সকালে ওই তরুণী বারাসত থানায় হামলাকারী যুবকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। সংবাদমাধ্যমকে তিনি বলন, 'বাবা ও ভাইয়ের সঙ্গে রাবণবধের অনুষ্ঠান দেখে রাতে বাড়ি ফিরছিলাম। রাস্তায় একদল মদ্যপ যুবক আচমকা আমাদের উপর হামলা চালায়। ভাইকে বেধড়ক মারধর করা হয়েছে। ভাইকে বাঁচাতে গেলে আমাকেও মারা হয়েছে। আমার পোশাক ছিঁড়ে দেওয়া হয়েছে।' ওই তরুণীর আরও অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও দোষীদের ধরতে কোনও চেষ্টা করেনি।
বারাসতের উপ-পুরপ্রধান তাপস দাশগুপ্ত বলেন, 'রাতে রাবণবধের অনুষ্ঠান দেখে ফেরার পথে এক তরুণী ও তাঁর ভাই মদ্যপ যুবকদের হাতে আক্রান্ত হয়েছে বলে খবর পেয়েছি। পুলিশকে বলেছি, অবিলম্বে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।' বারাসত থানার পক্ষ থেকে জানানো হয়েছে, হামলাকারী যুবকদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলার রুজু করা হয়েছে। ঘটনাস্থলের আশেপাশের সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।
# 'রাবণ'-এর হাতে আক্রান্ত তরুণী #After Dussehra festival a young woman was allegedly molestated#বারাসতে আক্রান্ত তরুণী
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
কোঅপারেটিভ ব্যাঙ্কের নির্বাচনে জয়ী তৃণমূল, তিন দশক পর বৈদ্যবাটিতে উড়ল সবুজ আবির...
জলপাইগুড়িতে আবাস যোজনার প্রাপকের তালিকায় বিজেপির নেত্রীর পরিবারের ৬ জন, কটাক্ষ তৃণমূলের...
'গভীর চক্রান্ত কাজ করছে', বাজারে আলুর দাম বৃদ্ধি নিয়ে বিস্ফোরক বেচারাম মান্না...
সম্প্রীতির ছবি নানুরে, চাঁদা তুলে হিন্দু যুবকের সৎকারের ব্যবস্থা করল গ্রামের মুসলিম সম্প্রদায়...
কমলা উৎসব এবার অনুষ্ঠিত হবে কালিম্পং জেলায়, চলছে জোর প্রস্তুতি ...
ফের ধাক্কা মধ্যবিত্তের! ধর্মঘটে ব্যবসায়ীরা, বাজারে অমিল হবে আলু? আতঙ্ক...
প্রায় এক সপ্তাহ নিখোঁজ স্বামী, কোলে সন্তানকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে খোঁজ চালাচ্ছেন অসহায় গৃহবধূ ...
জাল লটারির টিকিট দেখিয়ে পুরস্কার, বিক্রেতার তৎপরতায় ধরা পড়ল চালাকি...
বিস্তীর্ণ এলাকায় রমরমিয়ে গাঁজার চাষ, পুলিশি অভিযানে নষ্ট হল কয়েক লক্ষ টাকার গাঁজা ...
চিকিৎসকদের সুবিধায় হেল্পলাইন নম্বর চালু অভিষেকের, জানুয়ারি থেকে ডায়মন্ড হারবারে মেগা স্বাস্থ্য শিবির ...
দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় শুরু লোকসংস্কৃতি উৎসব...
হুগলি জেলায় শুরু 'বাংলা মোদের গর্ব', অংশ নিচ্ছেন শতাধিক লোকশিল্পী...
নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা, দুমড়ে মুচড়ে গেল শিশুভর্তি ভ্যান, মর্মান্তিক ঘটনা হাওড়ায়...
আগ্রা থেকে বাংলায় এসে নাবালক শ্যালককে অপহরণ, গ্রেপ্তার জামাইবাবু...
মার্কেটের বাইরে ব্যবসা করলেই আইনানুগ ব্যবস্থা, দুর্ঘটনা এড়াতে কড়া পদক্ষেপ জলপাইগুড়ি পুরসভার...