শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ১৩ অক্টোবর ২০২৪ ১৬ : ০৭Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: ঐতিহ্য মেনে আজও মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ শহরে সমস্ত বারোয়ারি পুজোর প্রতিমা নিরঞ্জন গদাইপুরের পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন হওয়ার পরেই শুরু হয়। সেই মত রবিবার সকাল ১১ টা নাগাদ পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন হওয়ার পর শুরু হয়েছে বিভিন্ন বারোয়ারি পুজোর প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া।
প্রায় ৫০০ বছর আগে জঙ্গিপুর মহকুমার গদাইপুর গ্রামে এই দুর্গাপুজোর সূচনা হয়। স্থানীয় জনশ্রুতি রয়েছে, বহু বছর আগে অষ্টমীর দিন সন্ধিপুজোর আগে বাড়ির অন্য সদস্যরা যখন পুজোর জোগাড়ের কাজে ব্যস্ত ছিলেন সেই সময় মা দুর্গা একটি ছোট্ট মেয়েকে খেয়ে নিয়েছিলেন। এরপর দেবীর স্বপ্নাদেশ পেয়ে প্রতিমার পেট কেটে শিশুটিকে মায়ের গর্ভে মৃত অবস্থিত পাওয়া যায়। দেবীর পেট কেটে শিশুটিকে বার করার যে ঘটনা ঘটেছিল তার প্রতীক হিসেবে এখনও দেবীর পেট কেটে রাখা হয়। যদিও দুর্গা প্রতিমাকে শাড়ি পড়ানোর পর সেই কাটা অংশ সাধারণ মানুষের গোচরে আসে না। পুরনো ঘটনার পুনরাবৃত্তি আটকাতে দেবীর পায়ে পড়ানো হয় শেকল।
কমল মজুমদার নামে স্থানীয় এক বাসিন্দা জানান দশমীর মধ্যরাতে (শনিবার রাত বারোটা নাগাদ) পেটকাটি দুর্গা প্রতিমাকে নিরঞ্জনের জন্য মন্দির থেকে বার করা হয়। এরপর বেহারা এবং গ্রামবাসীদের কাঁধে চাপিয়ে প্রতিমাকে নিয়ে যাওয়া হয় আখরি নদীতে। সেখানে নৌকাতে চাপিয়ে প্রতিমাকে নিয়ে যাওয়া হয় ভাগীরথী নদীতে নিরঞ্জনের জন্য। প্রতিমা মন্ডপ থেকে বের হয়ে নিরঞ্জন হতে ১২ ঘণ্টারও বেশি সময় লাগে।"
রাজা হালদার নামে স্থানীয় অপর এক বাসিন্দা জানান, "রঘুনাথগঞ্জ শহরের দীর্ঘদিনের রীতি পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন হওয়ার পরেই এলাকার সমস্ত বারোয়ারি পুজোর প্রতিমা নিরঞ্জন হবে। পেটকাটি দুর্গা প্রতিমা গদাইপুরের মন্দির থেকে বার হওয়ার পর এলাকাবাসীরা কয়েকশো নৌকা নিয়ে প্রতিমাকে নদীতে অনুসরণ করতে থাকে। কানুপুর, খিদিরপুর, বালিঘাট ,সদরঘাট সহ বিভিন্ন ঘাটের সামনে গিয়ে প্রতিমা নিয়ে নৌকা দাঁড়িয়ে থাকে এবং মা দুর্গাকে প্রণাম জানানোর জন্য এবং তাঁর আশীর্বাদ নেওয়ার জন্য ঘাটের দুই ধারে অসংখ্য মানুষ জড়ো হয়ে থাকেন।"
স্থানীয় বাসিন্দারা মনে করেন পেটকাটি দুর্গা প্রতিমার কাছে মানুষ কিছু কামনা করলে তা পূরণ হয়। তাই দেবীর আশীর্বাদ পাওয়ার পর অনেকেই প্রতিমা নিরঞ্জন হওয়ার সময় তাঁর উদ্দেশ্যে ভাগীরথী নদীতে বাতাসা, ফল ইত্যাদি ছুঁড়ে দেন।
এরপর প্রতিমা নিয়ে যাওয়া হয় রঘুনাথগঞ্জের শ্মশান ঘাট এলাকায়। সেখানে বেশ কিছুক্ষণ নদী পরিক্রমার পর দেবীকে ভাগীরথী নদীর জলে নিরঞ্জন করা হয়।
নানান খবর
নানান খবর

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল! তা নিয়ে দু’পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

সপ্তসিন্ধু জয় করার লক্ষ্যে বড় পদক্ষেপ, জিব্রাল্টার প্রণালী পার করল কালনার সায়নী

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

চলন্ত অবস্থায় পুরুলিয়াগামী বাসে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা

সাতসকালে ফালাকাটায় বাইসনের তাণ্ডব, গুরুতর জখম কৃষক, এক বাইসনের মৃত্যু

গরম পড়তেই ওরা আক্রমণ করে চা গাছে, বাগান বাঁচাতে কী উপায়? বলছেন বিশেষজ্ঞরা

‘এবার যোগ্যতা প্রমাণের পালা’, সুপ্রিম রায়ে স্বস্তির পর জানাচ্ছেন প্রধান শিক্ষকরা

'আমি কি বিয়ে করতে পারি না!', বিয়ের খবর প্রচার হতেই আর কী বললেন দিলীপ ঘোষ?