রবিবার ০৫ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

 India dominates Bangladesh in T-20 series

খেলা | দিল্লিতে সূর্যোদয়, নীতীশ-রিঙ্কুর ব্যাটে ঝড়, টাইগারদের হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জয় ভারতের

KM | ০৯ অক্টোবর ২০২৪ ২২ : ২৮Krishanu Mazumder


সংক্ষিপ্ত স্কোর-ভারত (২০ ওভার) ২২১/৯ (নীতীশ ৭৪, রিঙ্কু ৫৩) 
 বাংলাদেশ (২০ ওভার) ১৩৫/৯ (মাহমুদ্দুলাহ ৪১, বরুণ ২/১৯)
ভারত ৮৬ রানে জয়ী

আজকাল ওয়েবডেস্ক: দিল্লিতে সূর্যোদয়।  এক ম্যাচ বাকি থাকতে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল ভারত। গোয়ালিয়রে ভারতের ব্যাটাররা ১১ ওভারে ম্যাচ জিতে নিয়েছিল। বুধবার ভারতের পাহাড়প্রমাণ রানের চাপেই শেষ হয়ে গেল বাংলাদেশ। 

প্রথম টি-টোয়েন্টি ম্যাচের পরে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেছিলেন ১৮০ রান করার ক্ষমতা নেই তাঁদের। ভারতের ২২১ রানের কাছাকাছি পৌঁছনো টাইগারদের পক্ষে ছিল অসম্ভব।  সেটাই দেখা গেল অরুণ জেটলি স্টেডিয়ামে। ভারতের রান তাড়া করতে নেমে বাংলাদেশ থেমে গেল ৯ উইকেটে ১৩৫  রানে। ৮৬ রানে ম্যাচ জিতে নিল ভারত। টেস্টের পরে টি-টোয়েন্টি সিরিজও খুব সহজেই পকেটস্থ করল ভারত। 

বুধবার টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ভারত তোলে ৯ উইকেটে ২২১ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিরুদ্ধে এটাই দ্বিতীয় সর্বোচ্চ রান। সাত বছর আগে বাংলাদেশের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা টাইগারদের বিরুদ্ধে করেছিল ৪ উইকেটে ২২৪ রান। অল্পের জন্য ভারত সেই রান দিল্লিতে টপকাতে পারেনি।  

নীতিশ রেড্ডি ও রিংকু সিংয়ের ব্যাট কথা বলে। দুই তরুণ ক্রিকেটারের ব্যাটিং দাপটে ভারত রানের শিখরে পৌঁছয়। তবে ছবিটা যে এমন হবে, তা কিন্তু শুরুতে বোঝা যায়নি।পাওয়ার প্লেতে ভারতের তিন টপ অর্ডার ব্যাটারকে ফিরিয়ে চাপ তৈরি করেছিল বাংলাদেশ। সঞ্জু স্যামসন (১০), অভিষেক শর্মা (১৫) এবং সূর্যকুমার (৮) ব্যর্থ হন। ৪১ রানে তিন উইকেট হারায় ভারত। সেই সময়ে মনে হয়েছিল বাংলাদেশ কিছু একটা করতে তৈরি। 

কিন্তু ভারতের দুই তরুণ ক্রিকেটার নীতীশ রেড্ডি আর রিঙ্কু ম্যাচ নিয়ে চলে যান নিজেদের সাজঘরে। বাংলাদেশের বোলারদের আক্রমণের রাস্তা নেন দুই ব্যাটার। চতুর্থ উইকেটে ১০৮ রানের জুটি গড়েন নীতীশ ও রিঙ্কু। মাত্র ২৭ বলে পঞ্চাশ করেন নীতীশ। অন্য দিকে রিঙ্কু সিং ২৬ বলে অর্ধ শতরান করেন। 

দুই তারকার বেপরোয়া ব্যাটিংয়ে অসহায় দেখায় বাংলাদেশকে। ৭ থেকে ১৫ ওভারের মধ্যে ভারত তুলে ফেলে ১২০ রান। শেষ ওভারে রিশাদের ৮ রানে ৩ উইকেট নিলেও তাঁদের হয়ে বলার মতো কিছু ছিল না। বাংলাদেশের বোলাররা ব্যাপক প্রহৃত হন।  তিন পেসারের ১২ ওভার থেকে এসেছে ১০০ রান। তিন স্পিনারের ৮ ওভার থেকে এসেছে ১১৬ রান। 

নীতীশ রেড্ডি একসময়ে ত্রাস হয়ে ধরা দিয়েছিলেন। তাঁর ক্লিন হিটগুলো আছড়ে পড়ছিল গ্যালারিতে। শেষ পর্যন্ত নীতীশ ঝড় থামালেন মুস্তাফিজুর। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। মাত্র ৩৪ বলে ৭৪ রান করেন নীতীশ রেড্ডি। চারটি বাউন্ডারি ও সাতটি ওভার বাউন্ডারি হাঁকান তিনি। তিনি ফিরে যাওয়ার পরে রিঙ্কু সিং মারমুখী ব্যাটিং শুরু করেন। ২৯ বলে ৫৩ রানে রিঙ্কু ফেরেন তাসকিনের বলে। পাঁচটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি ছিল রিঙ্কুর ইনিংসে।

আগের ম্যাচে হার্দিক পাণ্ডিয়ার শট দেখে মুগ্ধ হয়েছিল নেট দুনিয়া। এদিন ১৯ বলে চটজলদি ৩২ রান করেন পাণ্ডিয়া। ভারতের স্কোর কার্ড আরও হৃষ্টপুষ্ট দেখাত। কিন্তু দ্রুত উইকেট হারিয়ে ফেলে ভারত। ৯ উইকেটে ২২১ রান তাড়া করে ম্যাচ বের করতে হলে শুরু থেকেই ঝড় তুলতে হত বাংলাদেশকে।

কিন্তু বাংলাদেশের ব্যাটাররা হয়তো আগেই দেওয়ালিখন পড়ে ফেলেছিলেন। বাংলাদেশের ইনিংসে ভারতের স্পিনাররা মায়াজাল বিছিয়ে দিলেন। টাইগারদের স্পিনারদের বিরুদ্ধে নির্দয় ছিলেন ভারতের ব্যাটাররা। কিন্তু ভারতের স্পিনাররা শুরু থেকেই ভেল্কি দেখিয়েছেন। ইনিংসের শুরু থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাল বাংলাদেশ। গড়ে উঠল না পার্টনারশিপ। বাংলাদেশ ব্যাটারদের মধ্যে মাহমুদুল্লাহ সর্বোচ্চ ৪১ রান করেন। তিনি হারের ব্যবধান কমানোর চেষ্টা করেন। কিন্তু বাংলাদেশ থামল ৯ উইকেটে ১৩৫ রানে।


# #Aajkaalonline##Indvsban##Indiawinst-20series



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

সিডনিতে শেষ ভারতের স্বপ্ন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথমবার নেই টিম ইন্ডিয়া ...

পকেট খালি, সিডনি টেস্টে ফিল্ডিং করার সময় দর্শকদের এ কীসের ইঙ্গিত বিরাট কোহলির?...

নতুন বছরেও ভারতীয় ক্রিকেট সেই অন্ধকারেই, ১০ বছর পরে বর্ডার-গাভাসকর ট্রফি হাতছাড়া টিম ইন্ডিয়ার ...

যত কাণ্ড কেপটাউনে, জ্যানসেনের নো বলে ফিরল আমিরের স্পট ফিক্সিং কাণ্ডের ভূত...

সন্তোষ জয়ী বাংলা দলকে সংবর্ধনা চেতলা অগ্রণীর, ঘোড়ার গাড়িতে চেপে রাজপথে ঘুরলেন রবি হাঁসদারা ...

'অজিদের প্যান্ট খুলে দিয়েছে', সিডনিতে পন্থের দাপট দেখে কামিন্সদের খোঁচা বিশ্বজয়ী তারকার ...

ভারত-পাকিস্তান টেস্ট যুদ্ধের ভেন্যু স্থির করে দিলেন ভন, কোন দেশের কথা বললেন প্রাক্তন ক্রিকেটার? ...

কলকাতায় হচ্ছে না, গুয়াহাটিতে হতে পারে আইএসএলের ফিরতি ডার্বি...

আইএফএর উদ্যোগে নদীয়া জেলায় তিনটে বয়সভিত্তিক অ্যাকাডেমি ...

অনবদ্য রক্ষণ, বছরের শুরুতে পয়েন্ট নিয়ে ফিরছে মহমেডান ...

প্রক্রিয়া শুরু, পুলিশে চাকরি পাচ্ছে বাংলার সন্তোষ জয়ী ফুটবলাররা ...

৫০০ নট আউট, কী এমন রেকর্ড গড়লেন করুণ নায়ার? জানলে অবাক হবেন...

চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতের বদলে দলকে নেতৃত্ব দেবেন এই ক্রিকেটার? অবাক করা তথ্য ফাঁস...

'এত নোংরা?' ক্রিস গেইলের ফেসবুক স্টোরিতে এ কিসের ভিডিও, দেখে লজ্জায় লাল নেটজনতা...

কলকাতাতেই ডার্বি খেলতে চান মোলিনা, বড় ম্যাচের আগে গোল দরকার ছিল, বললেন কামিন্স...

কলকাতাতেই ডার্বি খেলতে চান মোলিনা, বড় ম্যাচের আগে গোল দরকার ছিল, বললেন কামিন্স...

বছর শুরুতে সহজ জয়, হায়দরাবাদকে হারিয়ে ডার্বির মহড়া সেরে রাখল মোহনবাগান...

‘হাসপাতালেই থেকে যাও’, ভিডিও কলে বিনোদ কাম্বলিকে কেন এমন বললেন কপিল দেব? ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



10 24