সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
KM | ০৯ অক্টোবর ২০২৪ ২২ : ২৮Krishanu Mazumder
সংক্ষিপ্ত স্কোর-ভারত (২০ ওভার) ২২১/৯ (নীতীশ ৭৪, রিঙ্কু ৫৩)
বাংলাদেশ (২০ ওভার) ১৩৫/৯ (মাহমুদ্দুলাহ ৪১, বরুণ ২/১৯)
ভারত ৮৬ রানে জয়ী
আজকাল ওয়েবডেস্ক: দিল্লিতে সূর্যোদয়। এক ম্যাচ বাকি থাকতে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল ভারত। গোয়ালিয়রে ভারতের ব্যাটাররা ১১ ওভারে ম্যাচ জিতে নিয়েছিল। বুধবার ভারতের পাহাড়প্রমাণ রানের চাপেই শেষ হয়ে গেল বাংলাদেশ।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচের পরে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেছিলেন ১৮০ রান করার ক্ষমতা নেই তাঁদের। ভারতের ২২১ রানের কাছাকাছি পৌঁছনো টাইগারদের পক্ষে ছিল অসম্ভব। সেটাই দেখা গেল অরুণ জেটলি স্টেডিয়ামে। ভারতের রান তাড়া করতে নেমে বাংলাদেশ থেমে গেল ৯ উইকেটে ১৩৫ রানে। ৮৬ রানে ম্যাচ জিতে নিল ভারত। টেস্টের পরে টি-টোয়েন্টি সিরিজও খুব সহজেই পকেটস্থ করল ভারত।
বুধবার টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ভারত তোলে ৯ উইকেটে ২২১ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিরুদ্ধে এটাই দ্বিতীয় সর্বোচ্চ রান। সাত বছর আগে বাংলাদেশের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা টাইগারদের বিরুদ্ধে করেছিল ৪ উইকেটে ২২৪ রান। অল্পের জন্য ভারত সেই রান দিল্লিতে টপকাতে পারেনি।
নীতিশ রেড্ডি ও রিংকু সিংয়ের ব্যাট কথা বলে। দুই তরুণ ক্রিকেটারের ব্যাটিং দাপটে ভারত রানের শিখরে পৌঁছয়। তবে ছবিটা যে এমন হবে, তা কিন্তু শুরুতে বোঝা যায়নি।পাওয়ার প্লেতে ভারতের তিন টপ অর্ডার ব্যাটারকে ফিরিয়ে চাপ তৈরি করেছিল বাংলাদেশ। সঞ্জু স্যামসন (১০), অভিষেক শর্মা (১৫) এবং সূর্যকুমার (৮) ব্যর্থ হন। ৪১ রানে তিন উইকেট হারায় ভারত। সেই সময়ে মনে হয়েছিল বাংলাদেশ কিছু একটা করতে তৈরি।
কিন্তু ভারতের দুই তরুণ ক্রিকেটার নীতীশ রেড্ডি আর রিঙ্কু ম্যাচ নিয়ে চলে যান নিজেদের সাজঘরে। বাংলাদেশের বোলারদের আক্রমণের রাস্তা নেন দুই ব্যাটার। চতুর্থ উইকেটে ১০৮ রানের জুটি গড়েন নীতীশ ও রিঙ্কু। মাত্র ২৭ বলে পঞ্চাশ করেন নীতীশ। অন্য দিকে রিঙ্কু সিং ২৬ বলে অর্ধ শতরান করেন।
দুই তারকার বেপরোয়া ব্যাটিংয়ে অসহায় দেখায় বাংলাদেশকে। ৭ থেকে ১৫ ওভারের মধ্যে ভারত তুলে ফেলে ১২০ রান। শেষ ওভারে রিশাদের ৮ রানে ৩ উইকেট নিলেও তাঁদের হয়ে বলার মতো কিছু ছিল না। বাংলাদেশের বোলাররা ব্যাপক প্রহৃত হন। তিন পেসারের ১২ ওভার থেকে এসেছে ১০০ রান। তিন স্পিনারের ৮ ওভার থেকে এসেছে ১১৬ রান।
নীতীশ রেড্ডি একসময়ে ত্রাস হয়ে ধরা দিয়েছিলেন। তাঁর ক্লিন হিটগুলো আছড়ে পড়ছিল গ্যালারিতে। শেষ পর্যন্ত নীতীশ ঝড় থামালেন মুস্তাফিজুর। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। মাত্র ৩৪ বলে ৭৪ রান করেন নীতীশ রেড্ডি। চারটি বাউন্ডারি ও সাতটি ওভার বাউন্ডারি হাঁকান তিনি। তিনি ফিরে যাওয়ার পরে রিঙ্কু সিং মারমুখী ব্যাটিং শুরু করেন। ২৯ বলে ৫৩ রানে রিঙ্কু ফেরেন তাসকিনের বলে। পাঁচটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি ছিল রিঙ্কুর ইনিংসে।
আগের ম্যাচে হার্দিক পাণ্ডিয়ার শট দেখে মুগ্ধ হয়েছিল নেট দুনিয়া। এদিন ১৯ বলে চটজলদি ৩২ রান করেন পাণ্ডিয়া। ভারতের স্কোর কার্ড আরও হৃষ্টপুষ্ট দেখাত। কিন্তু দ্রুত উইকেট হারিয়ে ফেলে ভারত। ৯ উইকেটে ২২১ রান তাড়া করে ম্যাচ বের করতে হলে শুরু থেকেই ঝড় তুলতে হত বাংলাদেশকে।
কিন্তু বাংলাদেশের ব্যাটাররা হয়তো আগেই দেওয়ালিখন পড়ে ফেলেছিলেন। বাংলাদেশের ইনিংসে ভারতের স্পিনাররা মায়াজাল বিছিয়ে দিলেন। টাইগারদের স্পিনারদের বিরুদ্ধে নির্দয় ছিলেন ভারতের ব্যাটাররা। কিন্তু ভারতের স্পিনাররা শুরু থেকেই ভেল্কি দেখিয়েছেন। ইনিংসের শুরু থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাল বাংলাদেশ। গড়ে উঠল না পার্টনারশিপ। বাংলাদেশ ব্যাটারদের মধ্যে মাহমুদুল্লাহ সর্বোচ্চ ৪১ রান করেন। তিনি হারের ব্যবধান কমানোর চেষ্টা করেন। কিন্তু বাংলাদেশ থামল ৯ উইকেটে ১৩৫ রানে।
# #Aajkaalonline##Indvsban##Indiawinst-20series
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
১৩ বছরের বৈভবকে কেন নিল রাজস্থান? আসল কারণ ফাঁস করলেন সঞ্জু ...
ইংরেজি না বলে বিতর্কের জন্ম দিলেন জাদেজা, মেলবোর্নে ভারত-অস্ট্রেলিয়া প্রীতি ম্যাচের বলই গড়াল না...
'এ ভাবে খেললে সেরা ছয়ে থাকব', আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গলের দিমি ...
নিজের গোলে বল ঢুকিয়ে শিরোনামে মহমেডানের বাঙালি গোলকিপার, কেরলকে বড়দিনের উপহার সাদা-কালোর ...
ভারতের রানের পাহাড়ে পিষ্ট ওয়েস্ট ইন্ডিজ, বিশাল ব্যবধানে জয় হরমনপ্রীতদের ...
ফর্মে ফেরার মন্ত্র রোহিতকে, এই প্রাক্তনের পরামর্শ শুনলে রানে ফিরবেনই হিটম্যান ...
'হায়দরাবাদের বিরুদ্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলব', জামশেদপুরকে হারিয়ে হুঙ্কার অস্কারের...
সন্তোষে চতুর্থ ম্যাচে এসে থেমে গেল বাংলার জয়ের ধারা, মণিপুরের সঙ্গে ড্র সঞ্জয়ের ছেলেদের ...
আক্রমণাত্মক ফুটবলই অস্ত্র, জামশেদপুরকে হারিয়ে দশে উঠে এল ইস্টবেঙ্গল...
চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচ কবে? ভারত-পাক দ্বৈরথই বা কবে? জানা গেল সম্ভাব্য সূচি ...
'সবকিছু না জেনে, মন্তব্য করবেন না', সমালোচকদের পাল্টা জবাব পৃথ্বীর...
ভাগ্য বদলাতে ভোল বদলালেন, বক্সিং ডে টেস্টের আগে নতুন লুকে কোহলি ...
ম্যাচটা অন্তত ড্র হওয়া উচিত ছিল, গোয়ার কাছে হেরে ভাগ্যকে দুষলেন মোলিনা...
মাণ্ডবীতে নৌকাডুবি! থামল বিজয়রথ, আইএসএলে দ্বিতীয় হার মোহনবাগানের ...
গোয়ায় থামল বিজয়রথ, আইএসএলে দ্বিতীয় হার মোহনবাগানের ...