বুধবার ২২ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | রাতের রাস্তায় ল-ক্লার্কের শ্লীলতাহানি, ভরতপুরে তিন যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের

Pallabi Ghosh | ০৭ অক্টোবর ২০২৪ ১১ : ৩৯Pallabi Ghosh


আজকাল: কান্দি আদালতের এক সিনিয়র অ্যাডভোকেটের বাড়ি থেকে কাজ সেরে বাড়ি ফেরার পথে এক মহিলা ল ক্লার্কের শ্লীলতাহানি করার অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে মুর্শিদাবাদের ভরতপুর থানার ক্যানাল পাড় এলাকায়। আক্রান্ত মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ভরতপুর থানার পুলিশ। তবে এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। 

 

গত দু'বছর ধরে কান্দি আদালতে ল -ক্লার্ক হিসেবে কর্মরত ওই মহিলা রবিবার কিছু জরুরি কাজের জন্য তাঁর সিনিয়র অ্যাডভোকেটের বাড়িতে গিয়েছিলেন। সেখানে কাজ সেরে সন্ধে সাতটা নাগাদ ওই মহিলা সাইকেল করে নিজের বাড়িতে ফিরছিলেন। তিনি যখন ক্যানেল পাড় এলাকায় ছিলেন, অভিযোগ সেই সময় তিন যুবক তাঁর পথ আটকে শ্লীলতাহানি করে। 

 

নির্যাতিতা ওই মহিলা বলেন, 'কান্দি ব্লক অফিসের কাছে একটি গ্যারেজ থেকে সাইকেল নিয়ে আমি বাড়িতে ফিরছিলাম। আমি যখন ক্যানাল পাড় এলাকার কাছাকাছি ছিলাম সেই সময় তিন যুবক আমার পথ আটকে দাঁড়ায়। এর আগেও ওই তিন যুবক আমাকে রাস্তায় একা পেয়ে কুপ্রস্তাব দিয়েছে এবং উত্তক্ত করেছে।' 

 

ওই মহিলা বলেন, 'গতকাল সন্ধে নাগাদ ফাঁকা রাস্তায় আমাকে একা পেয়ে ওই তিন যুবক পথ আটকে দাঁড়ায় এবং আমাকে ধর্ষণ করার চেষ্টা করে। আমি বাধা দিলে তারা আমার শ্লীলতাহানি করে এবং একটি টর্চ দিয়ে আমার মাথায় মারে। এছাড়াও ওই তিন যুবক একাধিকবার আমাকে চড় -থাপ্পড় মারে। আমার পরনের জামা কাপড় ছিঁড়ে দেয়। সৌভাগ্যবশত এই ঘটনার সময় ওই পথ দিয়ে একটি চার চাকা গাড়ি আসছিল। সেই গাড়ির হেডলাইটের আলো দেখে তিন যুবক আমাকে ছেড়ে গ্রামের পথ ধরে পালিয়ে যায়। ওই চার চাকা গাড়িতে থাকা লোকেরাই এরপর আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।' 

 

সূত্রের খবর -চিকিৎসার জন্য ওই মহিলাকে প্রথমে ভরতপুর হাসপাতালে গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাকে কান্দি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। ওই মহিলা জানিয়েছেন, 'শ্লীলতাহানির ঘটনায় যুক্ত যুবকদেরকে আমি এর আগে তালগ্রামে দেখেছি। কিন্তু তাদের নাম আমি জানি না। ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে আমি পুলিশে অভিযোগ জানিয়েছি।' 


#Murshidabad# Crime News# West Bengal



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

ভরদুপুরে ব্যারাকপুরে শুটআউট, গুলিবিদ্ধ যুবক ...

বাড়িতে ডেকে এনে জোর করে কিশোরীকে বিয়ে প্রৌঢ়ের, পুলিশ আসার আগেই বেপাত্তা ...

আবাস যোজনার সুবিধা পাইয়ে দিতে কাটমানি চাওয়ার অভিযোগ, মমতার হুঁশিয়ারির পর মুর্শিদাবাদে থানায় অভিযোগ দায়ের...

১০০ ঘণ্টা বন্ধ বালি ব্রিজ, বাতিল ২২ জোড়া লোকাল ট্রেন ও একাধিক এক্সপ্রেস ...

৮৭ বছর আগে সভা করেছিলেন, মুর্শিদাবাদের পাঁচথুপিবাসীর হৃদয়ে নেতাজির স্মৃতি আজও অমলিন...

আলিপুরদুয়ারে পৌঁছলেন মুখ্যমন্ত্রী, বুধ-বৃহস্পতিতে প্রশাসনিক বৈঠক থেকে সরকারি সুবিধা প্রদানের অনুষ্ঠান ...

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া দিতে জোর তৎপরতা, জমি নিয়ে প্রশাসনিক বৈঠক বিএসএফ ও স্থানীয় প্রশাসনের ...

কোচবিহারের চ্যাংরাবান্ধা স্থলবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্ক ছড়াল এলাকায় ...

পরপর মুণ্ডহীন মহিলার দেহ, পিছনে তন্ত্র সাধনা নাকি অন্যকিছু? সন্ধান চালাচ্ছে পুলিশ ...

সরকারি আধিকারিকের সই-সিল জাল করে মাদ্রাসায় শিক্ষক নিয়োগে প্রতারণার অভিযোগ, দায়ের এফআইআর...

বাড়ি ফিরছেন খো খো বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য সুমন, আনন্দ যেন থমকে শুধু চুঁচুড়াতেই...

রেলের পরিত্যক্ত গুদামে অগ্নিকাণ্ড, ছড়াল চাঞ্চল্য ...

অভাব সক্রিয় সদস্যের, কোচবিহারে বুথ কমিটি গড়তে সমস্যায় বিজেপি ...

পেনশন না পেয়ে অবস্থান বিক্ষোভ পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের...

১২ দিন নিখোঁজ থাকার পর নাবালিকার দেহ উদ্ধারে তুমুল চাঞ্চল্য বাসন্তীতে ...



সোশ্যাল মিডিয়া



10 24