আজকাল ওয়েবডেস্ক: ঘন কালো ও লম্বা চুল পেতে কে না চায়? কিন্তু সময়ের অভাব ও অযত্নে অকালেই ঝরছে চুল? প্রতিদিনের ব্যবহারের এই উপাদানগুলোয় লুকিয়ে সমাধান। জেনে নিন কীভাবে ঘরোয়া টোটকায় ভাল থাকবে চুলের স্বাস্থ্য।
চুলের সমস্যা দূর করতে পেঁয়াজ ও রসুনকে বিভিন্ন উপায়ে ব্যবহার করতে পারেন। পেঁয়াজ ও রসুন আপনার চুল পড়ার সমস্যা বন্ধ করবে এবং নতুন চুল গজাতেও সাহায্য করবে। পেঁয়াজ ও রসুনের মধ্যে সালফার রয়েছে। এই সালফারই চুলের ফলিকলকে শক্তিশালী করতে এবং চুলের সমস্যা দূর করতে সাহায্য করে।
অল্প জল দিয়ে পেঁয়াজ ও রসুন একসঙ্গে বেটে নিন। এবার এই মিশ্রণটি হেয়ার মাস্ক হিসেবে চুল ও স্ক্যাল্পে মেখে নিন। ১৫-২০ মিনিট রাখুন। এরপর শ্যাম্পু করে ফেলুন। পেঁয়াজ ও রসুনের এই বাটার সঙ্গে নারকেল তেল বা অ্যালোভেরা জেল মিশিয়েও চুলে মাখতে পারেন। এতে চুল হবে আরও মসৃণ। সপ্তাহে তিন দিন ব্যবহার করুন এই মাস্ক এতে চুলের স্বাস্থ্যও ভাল থাকবে আর অল্প দিনেই পাবেন লম্বা কালো চুল।
