সোমবার ১৭ মার্চ ২০২৫
সম্পূর্ণ খবর

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৩ অক্টোবর ২০২৪ ১৩ : ৪৭Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ভারতের প্রথম 'সুপারহিরো' তিনি। একসময় সুপারহিরোধর্মী ধারাবাহিক 'শক্তিমান'-এ নামভূমিকায় অভিনয় করে যতটা জনপ্রিয় হয়েছিলেন বর্তমানে ঠিক ততটাই বিতর্কিত অভিনেতা মুকেশ খান্না। 'বিতর্কের রাজা' বললেও অত্যুক্তি করা হবে না। সুযোগ পেলেই বিভিন্ন বলি-তারকার স্বভাব, ব্যবহারে কোথায় গাফিলতি আছে তা উল্লেখ করে কড়া ভাষায় তাঁদের নিন্দা করেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানালেন কেন 'বিগ বস'-এর ঘরে অথবা কপিল শর্মার জনপ্রিয় কমেডি শো-এর অথিতি হিসাবে তিনি যান না।
স্পষ্ট ভাষায় এই বর্ষীয়ান অভিনেতা জানান, এই দু'টি শো-এর একটিও তাঁর পছন্দের নয়। যদিও 'এন্টারটেইনার' হিসাবে কপিলকে ফুল মার্ক্স্ দিয়েছেন তিনি। মুকেশের কথায়, "দু'টি ঘটনার কথা বলছি তাহলেই বুঝবেন কেন কপিলের শো-তে আমি হাজির হয় না। তার মানে এই নয় যে কপিলকে আমি ঘৃণা করি। একবার একটি কমেডি শো-এ ক্রুষ্ণা অভিষেকের সঙ্গে 'শক্তিমান' সেজে হাজির হয়েছিলেন কপিল। তার সামনে একটি মেয়ে ছিল। মঞ্চের একপাশে একটি খাটও ছিল! সেই কৌতুক অভিনয় আমার এতটুকুও ভাল লাগেনি। অত্যন্ত বিরক্ত হয়েছিলাম। ওই কৌতুকাভিনয়ে দেখানো হচ্ছিল 'শক্তিমান' তখন বড্ড ব্যস্ত তাই ওই মেয়েটির বিপদের সময় হাজির হতে পাচ্ছে না। নইলে সময় হাতে থাকলে মেয়েটির রসালাপ করতে তুরন্ত হাজির হয়ে যেত! ডেকে এত রাগ হয়েছিল...মানেটা কি এসবের? এ তো নোংরামো করছে! 'শক্তিমান'-এর মতো একটি দৃঢ় চরিত্র যাকে অত্যন্ত যত্ন করে তৈরি করেছিলাম তাঁকে নিয়ে এসব নোংরামো...কী বলব! ক্রুষ্ণাকে ফোন করে নিজের বিরক্তির কথা আমি জানিয়েওছিলাম।"
কপিলের সঙ্গে তাঁর সেই মোলাকাতের বর্ণনা দিয়ে মুকেশ খান্না বলেন, " বহু বছর আগে একটি ফিল্মি অ্যাওয়ার্ডের অনুষ্ঠান ছিল। সেখানে আমন্ত্রিত অতিথি হিসাবে গিয়েছিলাম। হঠাৎ দেখলাম কোত্থেকে তড়িঘড়ি করে ছুটে আসে আমার পাশে এসে বসল কপিল। তখনও আমি ওঁকে সেভাবে চিনি না। সদ্য নাম করা শুরু করেছে কপিল। হয়তো ও আমাকে চিনত না। কিন্তু হাই-হ্যালো তো করতেই পারত। কেমন আছেন... এইটুকু জিজ্ঞেস তো করতেই পারত ও। এটাই তো আমাদের এখানকার শিষ্টাচার, রীতিনীতি। কিন্তু কপিল এসবের কিছুই করেনি। এত বিরক্ত লেগেছিল যে মনে হয়েছিল, আসনে না বসে জলে ডুবে যা! এক নম্বরের অসভ্য কপিলটা..."
সাক্ষাৎকারে শেষে মুকেশ খান্না অবশ্য এও বলেন,"...হতে পারে মানুষ হিসাবে যথেষ্ট ভাল কপিল কিন্তু এসব দেখার পর ওঁর সঙ্গ আমি উপভোগ করব না। এইজন্যেই ওকে অশিক্ষিত বলেছিলাম। ওঁর সঙ্গে জমিয়ে সময় কাটাতে অপারগ হব আমি।"
নানান খবর

নানান খবর

শাহরুখের সঙ্গে নতুন ছবির পরিকল্পনা ‘পুষ্পা ২’ পরিচালকের? অ্যাকশন না কি ডার্ক-থ্রিলার?

'যাঁকে চেনেই না তাঁর মৃত্যুদিবসে পোস্ট করার এত তাড়াহুড়ো কীসের?' ভুল ছবি পোস্ট প্রসঙ্গে আজকাল ডট ইন-কে আর কী বললেন রাহুল?

শাহরুখ, আমিরের পর এবার সলমনের ‘গৌরী’? কবে মুক্তি পাবে ‘ওয়ার ২’?

ক্রিকেটের বাইশ গজে এবার বরুণ-শ্রদ্ধা? কবে কলকাতায় আসছেন দুই বলি তারকা?

হাসপাতালে ভর্তি মানসী সেনগুপ্ত, সুখবরের মাঝেও কেন কেঁদে ফেললেন হবু মা?

নাগার শেষ চিহ্নটুকুও মুছে ফেললেন সামান্থা! প্রাক্তন স্বামীকে নিয়ে বড় সিদ্ধান্ত অভিনেত্রীর

রাকেশ রোশন নয়, কে পরিচালনা করবেন ‘কৃষ ৪’? প্রযোজনাতেও বড় বদল!

দোলে রং মাখানোর নামে অশ্লীল আচরণ! সহ-অভিনেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নায়িকার

শুটিং সেটে ভয় পেতে হবে! সৌরভ শুক্লকে নির্দেশ ছিল সলমনের সহকারীর, শুনেই কী করেছিলেন ‘টাইগার’?

'নায়ক' বদল 'গৃহপ্রবেশ'-এ! অন্যদিকে, 'ধ্রুব-জোনাকি'র সংসারে আসছে নতুন সদস্য! আর কী চমক থাকছে সপ্তাহভর?

বড় ক্ষতি সায়ন্ত মোদকের! কিরণ, দেবচন্দ্রিমা-সহ তিন প্রাক্তন প্রেমিকার অভিযোগের পরেই মহাসংকটে অভিনেতা

শ্রীলেখার ঘর গোছাচ্ছেন মুনমুন সেন, দাঁড়িয়ে দেখছেন নায়িকা! সুচিত্রা কন্যার কাণ্ড দেখে তাজ্জব নেটপাড়া

নাক নিয়ে কটাক্ষ উড়ে এল পাকিস্তান থেকে! পাল্টা জবাবে নিন্দুককে কী হুমকি দিলেন ইব্রাহিম?

সহ-অভিনেতাকে রক্তাক্ত অবস্থায় শুটিং ফ্লোরে রেখেই পালিয়েছিলেন সলমন! ফাঁস 'ভাইজান'-এর 'অমানবিক' কীর্তি

বক্স অফিসের ব্যর্থতায় অভিনয় ছাড়তে চেয়েছিলেন অভিষেক! কার কথায় হয়েছিল মত বদল?