শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

খেলা | বিদায়ী অধিনায়কের হয়ে সওয়াল, বাবরের হয়ে ব্যাট করতে নামলেন পাকিস্তানের আরেক নেতা

Sampurna Chakraborty | ০২ অক্টোবর ২০২৪ ১৫ : ২৪Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: কয়েক ঘন্টা আগে সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব ছেড়েছেন বাবর আজম। এক বছরে এই নিয়ে দ্বিতীয়বার অধিনায়কের পদ থেকে ইস্তফা দিলেন তিনি। বাবরকে নিয়ে সমালোচনার ঝড় বইছে। সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপ করা হচ্ছে। একাধিক মিম তৈরি হয়েছে। বিতর্কে জর্জরিত বিদায়ী অধিনায়ক। এমন সময় বাবরকে সমর্থন করে বসলেন শান মাসুদ। পাকিস্তানের স্টেস্ট অধিনায়কের দাবি, তিনি মনে করেন না বাবর ফর্মে নেই। পাশাপাশি জানান, তিনিই এখনও দলের সেরা ব্যাটার। কয়েকদিনের মধ্যে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। ৭ অক্টোবর মুলতানে প্রথম টেস্ট। পাকিস্তানের টেস্ট অধিনায়ক মনে করেন, ইংল্যান্ড সিরিজেই রানে ফিরবেন বাবর। শান মাসুদ বলেন, 'বাবর বিশ্বের সেরা ব্যাটারদের মধ্যে অন্যতম। তবে সবাইকেই সময় দিতে হবে। শুধু বাবর নয়, সব প্লেয়ারকেই। আমার মনে হয় না ও ফর্মে নেই। শুরুটা খারাপ করছে না। অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ টেস্টের মধ্যে দশ মাসের একটা লম্বা বিরতি ছিল। এটাই আমাদের ক্ষতি করেছে। চ্যাম্পিয়ন্স কাপে লম্বা ইনিংস খেলেছে। চাপ নিয়েই ভাল খেলেছে। সেটা এবার ওকে টেস্টে সাহায্য করতে পারে। ও এখনও দলের একনম্বর ব্যাটার।' 

শেষ আটটি টেস্টে রান পাননি বাবর। মাত্র ৩১৭ রান করেন। গড় ২১.১৩। একটাও অর্ধশতরান নেই। সর্বোচ্চ রান ৪১। তবে পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স কাপে রান পান বিদায়ী অধিনায়ক। ৫০ ওভারের এই টুর্নামেন্টে চার ম্যাচে ২৩০ রান করেন। গড় ৭৬.৬৬। স্ট্রাইক রেট ৯৯। তারমধ্যে একটি শতরান এবং একটি অর্ধশতরান রয়েছে। সর্বোচ্চ স্কোর ১০৪। টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন। এই পারফরমেন্স ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজে বাবরকে আত্মবিশ্বাস যোগাবে। ঘরের মাঠে বাংলাদেশের কাছে সিরিজ হারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে অষ্টম স্থানে রয়েছে পাকিস্তান। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে নামার আগে চাপে থাকবে শান মাসুদের দল। ২০২১ ফেব্রুয়ারির পর আর ঘরের মাঠে কোনও টেস্ট জেতেনি পাকিস্তান। শেষ দশ টেস্টে শুধুই ব্যর্থতা। ২০২২ সালে ইংল্যান্ডের কাছে ০-৩ এ সিরিজ হারেন বাবররা। 


#Babar Azam#Shan Masood#Pakistan Cricket



বিশেষ খবর

নানান খবর

former-indian-prime-minister-manmohan-singh-passes-away-at-92-gnr

নানান খবর

আলবার্তোর জোড়া গোল, হাফ টাইমে পিছিয়ে পড়েও পাঞ্জাব বধ মোহনবাগানের...

তৈরি হয়েছে বিতর্ক, কাটা গিয়েছে ম্যাচ-ফি, এত কাণ্ডের পরেও মেলবোর্নে নাচছেন কোহলি, ব্যাপারটা কী?...

কনস্টাসের উত্থানের পিছনে রয়েছেন এক বাঙালি কোচ, জেনে নিন খবরের ভিতরের খবর...

বুমরা-সিরাজকে ব্যাট হাতে তুলোধোনা, বাবার এই ভুল কঠিন লড়াইয়ের জন্য তৈরি করে দিয়েছিল কনস্টাসকে...

অভিষেক টেস্টের প্রথম বলেই উইকেট, ইতিহাসের পাতায় নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ...

'আকাশ পথে প্রেম করেছি...', সিন্ধু-ভেঙ্কটের ভালবাসার গল্প হার মানাবে সিনেমাকেও...

বক্সিং ডে টেস্ট কেবল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডেই আয়োজিত হয় কেন? জেনে নিন আসল কারণ ...

মেলবোর্নে কোহলির বড়দিন, অনুষ্কার সঙ্গে ক্যাফেতে, হাঁটলেন ব্যস্ত রাস্তায়, ভিডিও ভাইরাল ...

'একদল নির্বোধ ১৮ বছর বয়সে আমাকে দলে নিয়েছিল', ১৯ বছরের কনস্টাসের অভিষেকের আগে বার্তা কামিন্সের ...

সান্তা সাজে ক্যাপ্টেন কুল, বক্সিং ডে টেস্টের আগে বিরাটরা কী উপহার চাইলেন মাহির কাছে?‌...

দর্শকদের বললেন চুপ থাকতে, মেলবোর্নে ভারতীয় দলের অনুশীলনে অন্য কোহলিকে দেখল অস্ট্রেলিয়া...

কেমন আছেন কাম্বলি?‌ জানুন চিকিৎসক কী বলছেন

'ও তো আমেরিকায় কৃষকদের লিগে খেলে', মেসিকে তীব্র আক্রমণ কিংবদন্তি আর্জেন্টাইন ফুটবলারের ...

অনুশীলনে বলের গ্রিপ নিয়ে রোহিতের পরীক্ষা নিরীক্ষা, মেলবোর্ন টেস্টে কি বল করবেন ভারত অধিনায়ক? ...

পাড়ুকোন ব্যাডমিন্টন স্কুল ও বেঙ্গল ব্যাডমিন্টন অ্যাকাডেমির শীতকালীন ক্যাম্প শেষ হল বানতলায়, উঠতি খেলোয়াড়দের দক্ষতা বাড...



সোশ্যাল মিডিয়া



10 24