শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০২ অক্টোবর ২০২৪ ১৫ : ২৪Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: কয়েক ঘন্টা আগে সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব ছেড়েছেন বাবর আজম। এক বছরে এই নিয়ে দ্বিতীয়বার অধিনায়কের পদ থেকে ইস্তফা দিলেন তিনি। বাবরকে নিয়ে সমালোচনার ঝড় বইছে। সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপ করা হচ্ছে। একাধিক মিম তৈরি হয়েছে। বিতর্কে জর্জরিত বিদায়ী অধিনায়ক। এমন সময় বাবরকে সমর্থন করে বসলেন শান মাসুদ। পাকিস্তানের স্টেস্ট অধিনায়কের দাবি, তিনি মনে করেন না বাবর ফর্মে নেই। পাশাপাশি জানান, তিনিই এখনও দলের সেরা ব্যাটার। কয়েকদিনের মধ্যে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। ৭ অক্টোবর মুলতানে প্রথম টেস্ট। পাকিস্তানের টেস্ট অধিনায়ক মনে করেন, ইংল্যান্ড সিরিজেই রানে ফিরবেন বাবর। শান মাসুদ বলেন, 'বাবর বিশ্বের সেরা ব্যাটারদের মধ্যে অন্যতম। তবে সবাইকেই সময় দিতে হবে। শুধু বাবর নয়, সব প্লেয়ারকেই। আমার মনে হয় না ও ফর্মে নেই। শুরুটা খারাপ করছে না। অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ টেস্টের মধ্যে দশ মাসের একটা লম্বা বিরতি ছিল। এটাই আমাদের ক্ষতি করেছে। চ্যাম্পিয়ন্স কাপে লম্বা ইনিংস খেলেছে। চাপ নিয়েই ভাল খেলেছে। সেটা এবার ওকে টেস্টে সাহায্য করতে পারে। ও এখনও দলের একনম্বর ব্যাটার।'
শেষ আটটি টেস্টে রান পাননি বাবর। মাত্র ৩১৭ রান করেন। গড় ২১.১৩। একটাও অর্ধশতরান নেই। সর্বোচ্চ রান ৪১। তবে পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স কাপে রান পান বিদায়ী অধিনায়ক। ৫০ ওভারের এই টুর্নামেন্টে চার ম্যাচে ২৩০ রান করেন। গড় ৭৬.৬৬। স্ট্রাইক রেট ৯৯। তারমধ্যে একটি শতরান এবং একটি অর্ধশতরান রয়েছে। সর্বোচ্চ স্কোর ১০৪। টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন। এই পারফরমেন্স ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজে বাবরকে আত্মবিশ্বাস যোগাবে। ঘরের মাঠে বাংলাদেশের কাছে সিরিজ হারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে অষ্টম স্থানে রয়েছে পাকিস্তান। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে নামার আগে চাপে থাকবে শান মাসুদের দল। ২০২১ ফেব্রুয়ারির পর আর ঘরের মাঠে কোনও টেস্ট জেতেনি পাকিস্তান। শেষ দশ টেস্টে শুধুই ব্যর্থতা। ২০২২ সালে ইংল্যান্ডের কাছে ০-৩ এ সিরিজ হারেন বাবররা।
নানান খবর
নানান খবর

বোর্ডের চুক্তিতে প্রমোশন হচ্ছে এই দুই ক্রিকেটারের, কারা তাঁরা?

আইপিএলের মাঝপথেই দেশে ফিরছেন কামিন্স? স্ত্রীর পোস্টে শুরু জল্পনা

রোহিত কবে রান পাবেন? একেবারে দিন জানিয়ে দিলেন এই প্রাক্তন ক্রিকেটার

স্বামীর সঙ্গে স্ত্রীও যখন ফুটবল কোচ, বিদেশে ভবিষ্যতের 'গুরবিন্দর' তৈরির সাধনায় ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকা

দ্রাবিড়ের সঙ্গে ঝামেলা শুরু স্যামসনের! ভিডিও ঘিরে জোর বিতর্ক

নায়ার শুধুই বলির পাঁঠা, ভারতীয় দলে অন্তর্দ্বন্দ্বের গন্ধ

বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, চন্দননগরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির সৌরভ

লিভারপুলই শেষ কথা, সাত বছর পূর্ণ হওয়ার দিনেই চুক্তি বাড়ালেন ভ্যান ডাইক, কতদিন থাকছেন ক্লাবে?

রোনাল্ডো, বেঞ্জিমা নয়, প্রত্যাবর্তনের ম্যাচে রিয়ালের রক্ষাকর্তা হতে পারতেন একজনই, জানেন তাঁর নাম?

রিয়াল পর্বের অবসান? আর্সেনালের কাছে হারের অ্যান্সেলত্তির ভবিষ্যৎ কী? জবাব দিলেন কার্লো নিজেই

এবারের আইপিএলে প্রথম সুপার ওভার, রক্তের গতি বাড়িয়ে দেওয়া ম্যাচে রাজস্থানকে হারাল দিল্লি

টেস্টে রোহিতের ভবিষ্যৎ কী? আইপিএলের মধ্যেই তাঁকে নিয়ে জল্পনা দূর করলেন হিটম্যান

রহস্য মৃত্যু ফুটবলারের, এগারো তলা থেকে পড়ে প্রাণ হারালেন গ্যাবন জাতীয় দলের স্ট্রাইকার

কেকেআর-পাঞ্জাব ম্যাচে অদ্ভুত ঘটনা, ভেঙ্কটেশ আইয়ার নিলেন এক রান, স্কোরবোর্ডে যোগ হল পাঁচ রান, কিন্তু কেন?

একই দলের হয়ে এবার খেলবেন মেসি ও রোনাল্ডো, কোন ক্লাবের জার্সিতে দেখা যাবে দুই মহাতারকাকে?