শুক্রবার ২২ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ২৩ নভেম্বর ২০২৩ ১১ : ৩৭Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: একদিকে যেমন পার্থ,বালুদের পাশে দাঁড়ানোর বার্তা অন্যদিকে বকেয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক যুদ্ধের প্রস্তুতি। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে দলের মেগাসভা থেকে কার্যত লোকসভা নির্বাচনের ঢাক বাজিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রস্তুতি হিসেবে যেমন নির্দেশ দিলেন রাজ্যের প্রতিটি বুথে আগামী ২ এবং ৩ ডিসেম্বর রাজ্যের বকেয়ার দাবিতে মিছিল করতে সেইসঙ্গে জানিয়ে দিলেন ডিসেম্বরে দিল্লি অভিযানে নিজের সামিল হওয়ার কথা। একইসঙ্গে দলীয় বিধায়কদের প্রতি তাঁর নির্দেশ আগামী ২৮,২৯ ও ৩০ নভেম্বর বিধানসভায় বাবাসাহেব অম্বেদকরের মূর্তির সামনে ১০০ দিনের কাজসহ রাজ্যের অন্যান্য প্রকল্পে কেন্দ্র থেকে পাওনা টাকা আদায়ের দাবিতে দুপুর ৩টে থেকে ৫টা পর্যন্ত দু"ঘন্টা ধর্না দেওয়ার।
এদিন মমতার মুখে আগাগোড়াই ছিল সিপিএম এবং বিজেপির সমালোচনা। দুর্নীতির অভিযোগে এই মুহূর্তে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় ও জ্যোতিপ্রিয় মল্লিকসহ জেলে আছেন অনুব্রত মন্ডল ও মানিক ভট্টাচার্য। মমতার কথায়, "আমি বিশ্বাস করি না বালুরা চোর।" এরপরেই বিরোধীদের প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "ওরা চারজনকে জেলে রাখলে ওদের বিরুদ্ধে যে কেস আছে সেই কেসে আমি আটজনকে জেলে ভরব।"
একইসঙ্গে সিপিএমের প্রতি অভিযোগ করে তিনি বলেন, জয়নগরে তারা পরপর তিন চারটে খুন করেছে। শূন্য থেকে শূন্যে চলে গেছে সিপিএম। মুখে শুধুই বড় বড় কথা। পাশাপাশি ভাঙরের বিধায়ক নৌশাদ সিদ্দিকীর নাম না করে তাঁর অভিযোগ, বিজেপির টাকায় পুষ্ট হয়ে তিনি এবং তাঁর দল সংখ্যালঘুদের ভুল বোঝাচ্ছেন।
এর আগেও তৃণমূলের তরফে অভিযোগ করে বলা হয়েছে কেন্দ্রীয় বঞ্চনার জন্য রাজ্যে আটকে রয়েছে বিভিন্ন উন্নয়নমূলক কাজ। বঞ্চনা সত্ত্বেও তাঁর দল যে গ্রামীণ উন্নয়নে সদর্থক ভূমিকা পালন করবে এদিন সে বিষয়ে জেলার সাংদদের নির্দেশ দিয়ে তিনি বলেন তাঁদের এলাকায় অন্য কিছু করার আগে যেন সাংসদ কোটার টাকায় রাস্তার কাজ করা হয়।
ইতিমধ্যেই দিল্লি রাজনীতি সরগরম হয়েছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে নিয়ে। এদিন মহুয়ার পাশে দাঁড়িয়ে মমতা বলেন, "ওদের পরিকল্পনা মহুয়াকে তাড়িয়ে দেওয়া।"
আগামীদিনে দলের শাখা সংগঠন "বঙ্গ জননী" মিশে যাচ্ছে মহিলা তৃণমূল কংগ্রেসের সঙ্গে। এদিনের সভা থেকে সেই ঘোষণা করে মমতা বলেন, মালা রায় চেয়ারম্যান হবেন এবং চন্দ্রিমা ভট্টাচার্য হবেন সভাপতি। সেই সঙ্গে তাঁর নির্দেশ সুব্রত বক্সির থেকে অনুমতি নিয়ে দলে যারা যোগ দিতে চান তাদেরকে দলে নিয়ে নিন।
এর আগে বকেয়ার দাবিতে দিল্লি অভিযান করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সেই দাবিতে যে দিল্লিতে ফের "অভিযান" করা হবে সে বিষয়ে এদিন মমতা বলেন, "আমি ডিসেম্বরে লোকসভার অধিবেশন চলাকালীন দিল্লি যাব। সমস্ত সাংসদদের নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় চাইব। যদি সময় না দেন তবে রাস্তাই আমাদের রাস্তা দেখাবে।"
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
ফের অগ্নিকাণ্ড শহরে, ভর সন্ধেয় কালো ধোঁয়ায় ঢাকল ভবানীপুর, পুড়ে ছাই ঘর...
লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিশাল ঘোষণা মুখ্যমন্ত্রীর, এ বার আরও লক্ষ-লক্ষ মহিলা হবেন উপকৃত ...
'সিআইএসএফ আর পুলিশের একাংশ টাকা খেয়ে কয়লাচুরি, বালিচুরিতে মদত দিচ্ছে', ব্যবস্থা নিতে বলে কড়া মমতা...
এল চরম দুঃসংবাদ, জেলের মধ্যেই চোখের জলে ভেঙে পড়লেন অর্পিতা, পেলেন প্যারোল...
ভিক্টোরিয়াতে জঙ্গি হামলা, অপহৃত ভিআইপি, সেনা অভিযানে জঙ্গিমুক্ত? আসল কাণ্ড দেখলে চমকে যাবেন...
ইডির মামলায় মিলল জামিন, জেলমুক্তি ঘটবে নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তলের?...
শহরে কতটা কমল পেট্রোলের দাম, ডিজেলের দামেই বা কতটা পরিবর্তন? ...
মঞ্চে প্রায় ৫০০ পড়ুয়া, স্কুলের জন্মদিনের অনুষ্ঠানে তাক লাগাল তারা...
দূষণে জেরবার কলকাতাও, কোথাকার বাতাসে বিষ সর্বোচ্চ? সতর্ক থাকতে জানুন বিস্তারিত...
বাসের বিবাদ গড়াল ভাঙচুরে, খাস কলকাতায় ভাঙা হল পুলিশের কিয়স্ক...
বিরল রোগে আক্রান্ত, এক মাস কোমায় পাঁচ বছরের শিশু, প্রাণ ফেরাল এই হাসপাতাল...
বিশ্বের সবচেয়ে অদ্ভুত পানীয়! পাওয়া যায় শুধুমাত্র কলকাতাতেই, কোথায় যেতে হবে খেতে হলে? ...
এপিজে সাহিত্য উৎসবের এক দশক, তিনদিন ধরে মনোজ্ঞ আলোচনা শহরে...
রাতের শহরে বেপরোয়া গাড়ি, গার্ড রেল পড়ে গিয়ে জখম কর্তব্যরত পুলিশ ...
ফুটপাতে মধ্যরাতে হাজির সাক্ষাৎ যম! কলকাতার রাস্তার সিসিটিভি ফুটেজে ভয়ানক খুনের দৃশ্য...
পাঁচ মাসের মাথায় ফিরল আতঙ্ক, ফের অ্যাক্রোপলিস মলে অগ্নিকাণ্ড ...
ফের অগ্নিকাণ্ড শহরে, সল্টলেকে পুড়ে ছাই একাধিক দোকান...