সোমবার ০৯ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

খেলা | বেঙ্গালুরুর বিরুদ্ধেও নেই অ্যালবার্তো, সূচি নিয়ে অসন্তুষ্ট মোলিনা

Sampurna Chakraborty | ২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৩ : ৫৯Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: আইএসএলে জয়ের খাতা খুলেছে মোহনবাগান। মুম্বই সিটির কাছে আটকে যাওয়ার পর নর্থ ইস্ট ইউনাইটেডকে হারায় হোসে মোলিনার দল। ঘরের মাঠে জোড়া ম্যাচের পর এবারের আইএসএলের প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে শুক্রবার বেঙ্গালুরু উড়ে যাচ্ছেন দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিন্সরা।‌ শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে সুনীল ছেত্রীদের মুখোমুখি হবে মোহনবাগান। এই ম্যাচেও সম্ভবত পাওয়া যাবে না অ্যালবার্তো রডরিগেজকে। এখনও দলের সঙ্গে অনুশীলন শুরু করেননি তিনি। তাই বেঙ্গালুরুর বিরুদ্ধে গত ম্যাচের রক্ষণভাগই খেলবে। তবে শুক্রবার প্র্যাকটিসের পর অ্যালবার্তোকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান মোলিনা। নুনো রেইস দলের সঙ্গে যোগ দিলেও, আপাতত তাঁকে আইএসএলের জন্য নথিভুক্ত করানোর ভাবনা নেই। কেউ চোট পেয়ে পুরো মরশুম থেকে ছিটকে গেলে, তখন ভাবা হবে। বর্তমানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের জন্যই পর্তুগিজ ডিফেন্ডারকে আনা হয়েছে।

আগের ম্যাচে সবুজ মেরুন জার্সিতে অভিষেক হয় জেমি ম্যাকলারেনের। শেষ ১৫ মিনিট মতো খেলেন। বেঙ্গালুরুর বিরুদ্ধে কি তাঁকে আরও বেশি সময়ের জন্য মাঠে দেখা যাবে? মোলিনা জানিয়ে দিলেন, প্রথম একাদশে থাকার সম্ভাবনা নেই বিশ্বকাপারের।‌ এখনও সম্পূর্ণ ফিট নন। তবে পরিবর্ত ফুটবলার হিসেবে নামবেন তিনি। এই প্রসঙ্গে মোলিনা বলেন, 'ম্যাকলারেন প্রতিদিন উন্নতি করছে। নিজেকে ১০০ শতাংশ ফিট করে তোলার চেষ্টা চালাচ্ছে। ও গ্রেট প্লেয়ার। তবে মোহনবাগানের অ্যাটাকিং লাইন আপে জায়গা পাওয়া সহজ নয়। দলে ভাল ফুটবলার রয়েছে। আমরা সেরা একাদশ নামানোর চেষ্টা করব। আগের ম্যাচে পরিবর্ত হিসেবে নেমে গোলের সুযোগ পেয়েছিল জেমি এবং জেসন। কামিন্সের গোলে আমরা জিতি। আমাদের দলে এমন প্লেয়ার আছে যারা শেষ মুহূর্তে নেমে গোল করে দলকে জেতাতে পারে। এটাই দরকার।' 

এবার বেঙ্গালুরু দলে বেশ কিছু পরিবর্তন হয়েছে। জোড়া ম্যাচ জিতে দারুণ শুরু করেছে সুনীল ছেত্রীরা। ডুরান্ড কাপে হারলেও কান্তিরাভায় বেঙ্গালুরুকে হারানো সহজ নয়। তবে বাগান কোচ জানিয়ে দিলেন, হোম হোক বা অ্যাওয়ে, তাঁদের লক্ষ্য তিন পয়েন্ট। মোলিনা বলেন, 'বেঙ্গালুরু শক্তিশালী দল। ওদের বিরুদ্ধে ডুরান্ড কাপে খেলেছি। আমরা তিন পয়েন্ট পাওয়ার চেষ্টা করব। হোম হোক বা অ্যাওয়ে, আমাদের মনোভাব একই থাকবে। আমি চাইব দল একইভাবে খেলুক। প্রতিপক্ষ এবং প্রতিযোগিতা যাই হোক না কেন, একটা লক্ষ্য নিয়ে খেলা উচিত। অবশ্যই সমর্থকদের সামনে খেলার প্রেরণা আলাদা। তবে মাঠের মধ্যে এগারোর বিরুদ্ধে এগারোকেই খেলতে হবে।' ২ অক্টোবর ইরানে ট্রাক্টর এফসির বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ রয়েছে মোহনবাগানের। ফিরেই ৫ অক্টোবর মহমেডানের বিরুদ্ধে মিনি ডার্বি। বিনা প্রস্তুতিতে নামতে হবে। সঙ্গে থাকবে যাত্রার ধকল। আইএসএলের সূচি নিয়ে বিরক্তি প্রকাশ বাগান কোচের। মোলিনা বলেন, 'সূচি আমাদের সাহায্য করছে না। ইরান থেকে ৪ অক্টোবর ফিরেই পরের দিন খেলতে হবে। কলকাতায় প্রস্তুতির জন্য একদিনও পাব না। আইএসএল কর্তৃপক্ষের বিষয়টা নিয়ে ভাবা উচিত ছিল। যেই দলগুলো আন্তর্জাতিক মঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করছে, তাঁদের সাহায্য করতে হবে। ভারতীয় ফুটবল নিয়ে ভাবা উচিত।' 

মোলিনার সঙ্গে সুর মেলালেন দিমিত্রি পেত্রাতোস। জানিয়ে দিলেন, বেঙ্গালুরু থেকে তিন পয়েন্ট নিয়ে ফেরাই লক্ষ্য। চলতি মরশুমে এখনও সেরা ছন্দে পাওয়া যায়নি অজি তারকাকে। নিজের পারফরমেন্স নিয়ে কতটা খুশি তিনি? দিমিত্রি বলেন, 'সবে মরশুম শুরু হয়েছে। মাত্র দুটো ম্যাচ হয়েছে। ফুটবলার হিসেবে আমি প্রতিনিয়ত উন্নতি করতে চাই। তবে দিনের শেষে এটা টিমগেম। তবে আমি কঠোর পরিশ্রম করে যাব। গোল করার, গোল করতে সাহায্য করার চেষ্টা করব। আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। ড্র দিয়ে শুরু করায় আমরা অবশ্যই হতাশ। তবে দেখতে গেলে, মরশুমের শুরুতে এটা খারাপ রেজাল্ট নয়।' এর আগে একাধিক ম্যাচে জেমির সঙ্গে জুটি বেঁধে খেলেছেন। কিন্তু ভারতে এখনও সেই সুযোগ হয়নি। দিমি মনে করছেন, দ্রুত সেই আশা পূরণ হবে। 


#Mohun Bagan#Jose Molina#Indian Super League



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

ক্রিকেটের পাশাপাশি লেখাপড়াতেও সমান ঝোঁক, কেকেআরের এই ক্রিকেটার করছেন পিএইচডি...

অ্যাডিলেডে বিতর্কের কেন্দ্রে সিরাজ, তারকা বোলারের পাশে দাঁড়াচ্ছেন হেডের সতীর্থ ...

'সিরাজকে কেন শাস্তি দিচ্ছে না আইসিসি', বিস্মিত প্রাক্তন অজি অধিনায়কের প্রশ্ন ...

অ্যাডিলেডে অশান্তি! আইসিসির শাস্তির কবলে পড়তে পারেন দুই তারকা ক্রিকেটার...

আর একটা ম্যাচ জিতলেই ফাইনালে প্রোটিয়ারা, ভারতের কী হবে?‌ ...

এই কারণেই অ্যাডিলেডে হারতে হল ভারতকে, সাংবাদিক বৈঠকে জানালেন রোহিত ...

আলাদিনের আশ্চর্য প্রদীপ নেভাল মোহনবাগান, নর্থইস্টকে হারিয়ে শীর্ষে সবুজ-মেরুন ...

অ্যাডিলেডে ব্যর্থ কোহলি, ম্যাচ শেষ হতেই চলে গেলেন এই জায়গায়...

রান নেই রোহিতের ব্যাটে, নেতৃত্বের উপরে কি প্রভাব ফেলবে? হিটম্যানের পাশে দাঁড়িয়ে ভাজ্জি বললেন......

ব্যর্থতার রবিবার! বৈভবদের আত্মসমর্পণ, এশিয়াসেরা বাংলাদেশ ...

কিংবদন্তি প্রশাসক প্রদ্যুৎ দত্তকে স্মরণ জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাবের মিলন উৎসবে...

'নেতৃত্ব ছাড়ার সময় এসেছে আপনার',ভারতের আত্মসমর্পণের পরে কাঠগড়ায় রোহিত...

অ্যাডিলেডে চালকের আসনে অস্ট্রেলিয়া, কোথায় ভুল হল ভারতের, জানালেন পূজারা ...

যত কাণ্ড অ্যাডিলেডে,আম্পায়ারের সঙ্গে বিতর্কে জড়ালেন কোহলি ...

ফিটনেস ছাড়পত্র এল বলে, অস্ট্রেলিয়ার পথে ক্রিকেট কিট, সামিকে নিয়ে পাওয়া গেল বড় আপডেট...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



09 24