শুক্রবার ১৭ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৩ সেপ্টেম্বর ২০২৪ ২১ : ৫৩Sampurna Chakraborty
মোহনবাগান - ৩ (দীপেন্দু, শুভাশিস, কামিন্স)
নর্থ ইস্ট ইউনাইটেড - ২ (বেমামের, আলাদিন)
সম্পূর্ণা চক্রবর্তী: ডুরান্ড কাপের বদলা আইএসএলে। দু'বার পিছিয়েও দেশের একনম্বর লিগে প্রথম জয় পেল সবুজ মেরুন। দুরন্ত কামব্যাক। সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে ৩-২ গোলে হারাল মোহনবাগান। বাগানের গোলদাতা দীপেন্দু বিশ্বাস, শুভাশিস বসু এবং জেসন কামিন্স। নর্থ ইস্টের হয়ে গোল করেন মহম্মদ বেমামের এবং আলাদিন আজারাই। ঘরের মাঠে জন আব্রাহামের দলের কাছে হেরেই ডুরান্ড কাপ হাতছাড়া হয়েছিল। সেদিন দু'গোলে এগিয়ে থেকেও জোড়া গোল হজম করে হোসে মোলিনার দল। এদিন উলট-পুরাণ। দু'বার পিছিয়েও ম্যাচে ফেরে সবুজ মেরুন। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে তিন পয়েন্ট নিশ্চিত করল বাগান। ডুরান্ড, এএফসি মিলিয়ে তিন ম্যাচ পরে জয়। নর্থ ইস্ট কোচ ম্যাচের আগেই জানিয়েছিলেন, প্রতিদিন মিরাকেল হয় না। এদিন তাই হল। প্রথম ম্যাচে মুম্বই সিটির কাছে আটকে গেলেও, ঘরের মাঠে জয়ের খাতা খুলল সবুজ মেরুন। তবে খুব যে বেশি সুযোগ পেয়েছে, সেটা নয়। কিন্তু সুযোগ কাজে লাগিয়ে গোলগুলো তুলে নিতে পেরেছে। দীর্ঘ অপেক্ষার পর সবুজ মেরুন জার্সিতে অভিষেক হয় জেমি ম্যাকলারেনের। শেষ কোয়ার্টারে নামেন। তবে এদিনের পারফরম্যান্সের ভিত্তিতে তাঁকে যাচাই করা যাবে না।
এদিন মোহনবাগানের কাছে বদলার ম্যাচ ছিল। আগের মাসে ঘরের মাঠে নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে হেরে ডুরান্ড কাপে রানার্স তকমাতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল। এদিন আইএসএলের প্রথম জয়ের খোঁজে নামে মোহনবাগান। ৪-২-৩-১ ফরমেশনে দল সাজান হোসে মোলিনা। প্রথম একাদশ থেকে বাদ পড়েন জেসন কামিন্স। আপফ্রন্টে খেলতে দেখা যায় গ্রেগ স্টুয়ার্টকে। একটু পেছন থেকে খেলেন দিমিত্রি। যদিও মাঝেমধ্যেই পজিশন বদলান দুই বিদেশি। ঘটনাবহুল প্রথমার্ধ। দুই দলই গোলের বেশ কয়েকটা সুযোগ পায়। এদিনও শুরুতে দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেয় আলাদিন আজারাই। ম্যাচের ২ মিনিটের মাথায় এগিয়ে যাওয়ার সুযোগ ছিল নর্থ ইস্টের সামনে। কিন্তু আলাদিনের শট পোস্টে লাগে। তবে গোলের জন্য বিশেষ অপেক্ষা করতে হয়নি ডুরান্ড চ্যাম্পিয়নদের। ম্যাচের ৫ মিনিটে মহম্মদ আলি বেমামের গোলে এগিয়ে যায় নর্থ ইস্ট। ঘরের মাঠে পাঁচ মিনিটের মধ্যে সমতা ফেরার মোহনবাগান। দিমিত্রির ফ্রিকিক থেকে হেডে অনবদ্য গোল দীপেন্দু বিশ্বাসের। অ্যালবার্তো চোট পাওয়ায় রক্ষণে আলড্রেডের পাশে খেলছেন তরুণ ডিফেন্ডার। প্রথম আইএসএল অনুযায়ী যথেষ্ট নজর কাড়ছেন।
প্রথমার্ধে ওপেন ফুটবল খেলে দুই দলই। তবে দাপট কিছুটা হলেও বেশি ছিল নর্থ ইস্টের। আলাদিন, জিথিনের জুটি সামলাতে হিমসিম খায় বাগান রক্ষণ। দুই সাইড ব্যাক শুভাশিস এবং আশিস ম্যাড়ম্যাড়ে। তার পূর্ণ ফায়দা তোলেন জুয়ান পেড্রোর দল। ম্যাচের ২৪ মিনিটে আবার এগিয়ে যায় নর্থ ইস্ট। কাউন্টার অ্যাটাক থেকে গোল করেন আলাদিন। মাঝমাঠ থেকে বল নিয়ে ডানদিকে জিথিনকে বাড়ান। আবার আলাদিনকে পাস করেন বিপক্ষের উইঙ্গার। বাঁ পায়ের শটে গোলে রাখেন আলাদিন আজারাই। বিরতির আগেই সমতা ফেরানোর সুযোগ ছিল বাগানের। দিমিত্রির শট গোলকিপার গুরমীতের হাতে লেগে পান মনবীর। তাঁর হেড তালুবন্দি করেন নর্থ ইস্ট কিপার। তার দু'মিনিটের মধ্যে আবার সুযোগ। স্টুয়ার্টের শট গোললাইন থেকে ফেরত পাঠান জাবাকো। প্রথমার্ধের শেষ মিনিটে গোলের সুযোগ ছিল ডুরান্ড চ্যাম্পিয়নদের সামনে। ৪৪ মিনিটে গুইলার্মো হিয়েরোর শট বাঁচান বিশাল কাইত। বাগান কিপারের বুকে লাগার পর তালুবন্দি করেন।
প্রথমার্ধে দুই দলই আক্রমনাত্মক ফুটবল খেলে। দ্বিতীয়ার্ধের শুরুর কয়েক মিনিট বাদ দিলে বাকিটা বাগানের। একনাগাড়ে গোলের মরিয়া চেষ্টা করতে থাকে। যার ফলে ব্যাকফুটে চলে যায় নর্থ ইস্ট। সাহাল, কামিন্স নামার পর ম্যাচের রাশ আরও নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করে। ম্যাচের ৬১ মিনিটে সমতা ফেরে। স্টুয়ার্টের ক্রস হেড করে নামান টম আলড্রেড। সামনে দাঁড়ানো দিমিত্রি মিস করেন। বল তালুবন্দি করতে গিয়ে পড়ে যান বিপক্ষের কিপার গুরমীত। বল নর্থ ইস্ট কিপারের হাতে ছিল। সেখান থেকে বল গোলে ঠেলেন শুভাশিস। ফাউলের দাবি জানায় নর্থ ইস্টের কোচ সহ ফুটবলাররা। কিন্তু কর্ণপাত করেননি রেফারি। গোল দেন। সঙ্গে হলুদ কার্ড দেখানো হয় কোচ জুয়ান পেড্রো বেন আলিকে। এদিন সবুজ মেরুন জার্সিতে অভিষেক হয় জেমি ম্যাকলারেনের। ম্যাচের ৭৭ মিনিটে পেত্রাতোসের পরিবর্তে নামেন বিশ্বকাপার। অভিষেকেই গোলের সুযোগ ছিল। কিন্তু ৮৬ মিনিটে মিস করেন। চলতি আইএসএলে দলকে প্রথম জয় এনে দেন জেসন কামিন্স। ম্যাচের ৮৭ মিনিটে সাহালের মাইনাস থেকে চলন্ত বলে বাঁ পায়ের শটে ৩-২ করেন অজি বিশ্বকাপার।
#Mohun Bagan#North East United FC#Indian Super League
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
ইংল্যান্ড সিরিজের আগেই বড়সড় পদক্ষেপ নিলেন রিঙ্কু সিং, হঠাৎ কী এমন ঘটে গেল তাঁর পরিবারে?...
রেকর্ড চুক্তিতে ২০৩৪ পর্যন্ত ম্যান সিটিতে, সপ্তাহে কত টাকা পাবেন হালান্ড? জানলে চোখ কপালে উঠবে...
কোহলির ঘাড়ে চোট, নিতে হয়েছে ইঞ্জেকশন! রঞ্জিতে অনিশ্চিত, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাড়ালেন চিন্তা...
তারকাদের আলাদা হোটেলে থাকার অনুমতি নিয়ে প্রশ্ন, নিয়ম না মানলে বাদ পড়তে হবে আইপিএল থেকে...
বিজয় হাজারেতে না খেলার কোপ পড়তে পারে তারকা ক্রিকেটারের ওপর...
লন্ডনে সারছেন রিহ্যাব, চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাক ওপেনারকে পাওয়ার বিষয়ে আশাবাদী পিসিবি ...
মিটল সমস্যা, ভিসা পেলেন পাকিস্তান বংশোদ্ভূত ইংল্যান্ডের তারকা...
ইংল্যান্ড সফরের আগে চূড়ান্ত প্রস্তুতি, সিরিজে নামার আগে এই দলের বিরুদ্ধে তিনটি টেস্ট খেলবে ভারত...
বিচ্ছেদ জল্পনা চহাল-ধনশ্রীর! কত টাকা খোরপোশ দিতে হবে তারকা ক্রিকেটারকে? ...
আকাশছোঁয়া গড়, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নির্বাচকদের সমস্যায় ফেলে দিলেন উপেক্ষিত তারকা ...
রেফারির দাক্ষিণ্যে ম্যাচ জিতছে মোহনবাগান! অভিযোগে অসন্তুষ্ট কামিন্স...
তাঁকে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা হয়েছিল, কিন্তু শেষমেশ বাদ পড়তে হল, কেন? ...
পাকিস্তানে জলের দরে বিক্রি হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট, জেনে নিন তাঁর মূল্য ...
ইন্ডিয়া ওপেনে 'লক্ষ্য'চ্যুত প্রণয়-প্রিয়াংশুরা, আশা জাগালেন অনুপমা ...
গম্ভীরকে নিয়োগের প্রক্রিয়া ভুল! রোহিত-কোহলির ওপর অবসরের সিদ্ধান্ত ছেড়ে দেওয়া উচিত, জানালেন কিরমানি...