মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Kaushik Roy | ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৫ : ৩৪Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: কয়েক দিনের টানা বৃষ্টি এবং ডিভিসির জল ছাড়ার কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। ইতিমধ্যেই, খানাকুল, উদয়নারায়ণপুরে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী। এবার বন্যায় আক্রান্তদের জন্য একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করলেন তিনি। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বন্যা পরিস্থিতি সামাল দিতে কথা বলেছেন স্থানীয় সাংসদ এবং বিধায়কদের সঙ্গে। সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।
এদিন ফের রাজ্যে বন্যা প্রসঙ্গে তিনি তোপ দাগলেন কেন্দ্রকে। ডিভিসিকে নিশানা করে তিনি বলেন, ‘বাংলার দুর্ভাগ্য যে এখানে এবং আসামে যত বন্যা হয় অন্য কোথাও তত হয় না। ঝাড়খণ্ডে বৃষ্টি হলেই আমাদের চিন্তা বাড়ে। কারণ, নিজেদের বাঁচাতে জল ছেড়ে দেয়। ডিভিসি কেন্দ্রীয় সরকারের অধীনে। কোনও কাজ না করার ফলে লক্ষ লক্ষ মানুষের ঘর ডুবে যাচ্ছে। ভোটের জন্য যে টাকা খরচ করা হয়, তার একাংশ দিলেও বন্যা আটকাতে পারতাম।’ তবে বন্যা পরিস্থিতিতে যাঁদের জমি নষ্ট হয়ে গিয়েছে তাঁদের জন্য শস্যবিমা প্রকল্প থেকে টাকা দেওয়ার ঘোষণা করেছেন তিনি।
জানিয়েছেন, ‘আমি চাষি ভাই-বোনেদের চিন্তা করতে বারণ করব। যাঁদের জমি নষ্ট হয়েছে, তাঁদের জমি মেপে শস্যবিমার টাকা যাতে দ্রুত পান সেই ব্যবস্থা করছি’। বন্যার কারণে নষ্ট হয়েছে একাধিক বাড়ি। ঘরছাড়া হয়েছেন বহু মানুষ। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই কেন্দ্রকে আক্রমণ করে দাবি করেছেন, আবাস যোজনার টাকা আটকে রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই রাজ্য সরকারের তরফেই বাড়ি তৈরি করার কাজে সাহায্য করা হবে।
এদিনও মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ডিসেম্বরে ১১ লক্ষ বাড়ি করার জন্য সরকার টাকা দেবে। পঞ্চায়েত দপ্তরকেও বলা হয়েছে জল কমলেই তারা সমীক্ষার কাজ শেষ করবে। তালিকায় নেই কিন্তু বাড়ি ভেঙেছে তাঁদেরও গুরুত্ব দিয়ে দেখবে রাজ্য সরকার। উল্লেখ্য, এই বন্যাকে ম্যান মেড উল্লেখ করে ইতিমধ্যেই দুবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে চিঠি লিখেছেন মমতা। তাঁর দাবি, রাজ্য সরকারকে না জানিয়েই জল ছেড়েছে ডিভিসি।
নানান খবর
নানান খবর

পড়ে রইল খাবার, পাত্র-পাত্রী দু'পক্ষের মধ্যে তুমুল ইট ছোড়াছুড়ি

মুখ্যমন্ত্রীর আশ্বাসেই বিশ্বাস, রিষড়ার এই স্কুলে যোগ দিলেন চাকরিহারা শিক্ষকরা

নতুন বাইক নিয়ে 'জয়রাইড', সেতু থেকে খালে পড়ে থামল দুরন্ত গতি

বিয়ের তিরিশ বছর পর বধূ নির্যাতন, স্ত্রীকে আগুনে পুড়িয়ে খুন, যাবজ্জীবন কারাদণ্ড বলাগড়ের বৃদ্ধের

জীবনের ঝুঁকি নিয়েই জঙ্গলে প্রবেশ করলেন মৌলেরা, শুরু মধু সংগ্রহের কাজ

ফের ডুয়ার্সের ঘিস নদীর চরে উদ্ধার মর্টার শেল, কোথা থেকে এল? চরম ধোঁয়াশা

মানা হল না নির্দেশ, শোভাযাত্রায় অস্ত্র হাতে সামিল হল আট থেকে আশি

গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য বেলঘরিয়ায়

রাজবংশী ভাষায় প্রকাশিত হল প্রথম রামায়ন

অ্যাম্বুলেন্স চালকের দাদাগিরি, তাতেই হয়রান প্রসূতির জীবন সংকটে

বুনো হাতির আক্রমণে মৃত্যু দুই মহিলার, দিন কাটছে আতঙ্কে, তটস্থ গ্রামবাসীরা

একদিকে শোভাযাত্রা-অন্যদিকে চলছে নমাজ পাঠ, সম্প্রীতির রামনবমীতে হুগলিতে শৃঙ্খলার নজির

শুটিং শেষে মুম্বইয়ের দিকে রওনা দিলেন কার্তিক আরিয়ান, বার্তালাপ করলেন বাংলায়

ভয়াবহ দুর্ঘটনা, গাড়ি পিষে দিল আড়াই বছরের শিশুকে

ওয়াকফ বিল বাতিলের দাবিতে মগরাহাটে রেল অবরোধ, শিয়ালদহ দক্ষিণ শাখায় বন্ধ ট্রেন চলাচল