শনিবার ১২ অক্টোবর ২০২৪

সম্পূর্ণ খবর

কলকাতা | মমতা দেখিয়ে দিচ্ছেন তিনি কে ও কী, মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে বিরোধীদের চরম কটাক্ষ কবীর সুমনের

Riya Patra | ২২ সেপ্টেম্বর ২০২৪ ১৬ : ৫৮Riya Patra


 

আজকাল ওয়েবডেস্ক : এই প্রথম নয়, এর আগেও তিনি বারবার সরব হয়েছেন। নানা পরিস্থিতিতে কার্যত পক্ষ নিয়েছেন এবং জানিয়েছেন তিনি মমতার পাশেই রয়েছেন। আরও একবার সমাজমাধ্যমে সেটাই লিখেছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী কবীর সুমন। 

 

আরজি কর কাণ্ড নিয়ে আন্দোলন, বিদ্রোহের মাঝে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন বার্তা দিয়েছেন বারবার, তিনি দোষীদের সর্বোচ্চ সাজার পক্ষে। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন সমস্যা সমাধানে, ঠিক তেমনই ছুটে গিয়েছেন বন্যাদুর্গত এলাকায়।  তবুও বারবার লক্ষণীয়, লাগাতার ব্যক্তি আক্রমণ এসেছে তাঁর প্রতি। আর সেইসব প্রসঙ্গ তুলে ধরেই সুমন লিখেছেন, ' শ্রীমতী মমতা দেখিয়ে দিচ্ছেন তিনি কে ও কী।' একহাত নিয়েছেন বিরোধীদের। 

 

 সমাজমাধ্যমে লম্বা পোস্ট দিয়েছেন তিনি। তাতে বেশকিছু প্রশ্ন তুলে ধরেছেন তিনি। কবীর সুমন লিখেছেন, 'কদিন আগেও যারা সদলে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছিল, চটিপিসি শকুনপিসি চটিবুড়ি কালীঘাটের ময়না বলে অনর্গল চ্যাঁচাচ্ছিল এই মুহূর্তে তারা কোথায়। এই রাজ্যের কোন বন্যাদুর্গত এলাকায় গিয়ে তারা মানুষের পাশে দাঁড়াচ্ছে। মার্ক্সিস্ট আর হিন্দুত্ববাদীদের চটিপিসি কিন্তু চটি খুলে খালি পায়ে এক হাঁটু বন্যার পানিতে গ্রামে গ্রামে দেখে বেড়াচ্ছেন ক্ষতির বহর। সতর্ক করে দিচ্ছেন গ্রামবাসীদের - জল আরও বাড়তে পারে।'

 

তিনি আরও লেখেন, 'এই শহরের স্মার্ট ইংলিস বলা প্রসাধনঘষা পপুলার ব্যক্তিত্বরা কোথায় গেল। কোথায় গেল বিদ্রোহীরা। বন্যাদুর্গত এলাকায় এলাকায় তারা কেউ নেই কেন।' বামেদের একহাত নিয়ে লেখেন, 'আমার বন্ধুস্থানীয় দু একজন উচ্চশিক্ষিত ব্যক্তিকে ফেসবুকে লিখতে দেখেছি - মমতা রাক্ষুসী। এরা নিজেদের পরিচয় দেয় মার্ক্সবাদী ব'লে, CPIM সমর্থক ব'লে। গা ঘিন ঘিন করে।'

 

তারপরেই লিখেছেন, 'শ্রীমতি মমতা দেখিয়ে দিচ্ছেন তিনি কে ও কী। '

 

লম্বা পোস্টে উঠে এসেছে বামফ্রন্ট বিরোধী গণ আন্দোলন, মহাশ্বেতা দেবী প্রসঙ্গ। বিশিষ্ট সঙ্গীতশিল্পী লিখেছেন, 'এই বুড়ো বয়সে আমি কারুর কোনও কাজে লাগতে পারব না। শরীরটাও গিয়েছে। কিন্তু এটা জেনে মরব যে এক সাধারণ-অসাধারণ বাঙালি মহিলাকে দেখেছিলাম যিনি নানান বৈপরীত্যে, কন্ট্রাডিকশনে ভরা রক্তমাংসের এক নেতা, সাধারণ জনতার বন্ধু অভিভাবক। বামফ্রন্টবিরোধী গণ আন্দোলনের নেতা মহাশ্বেতা দেবী আমায় সেই সময়ে বলেছিলেন - "কবীর রে, মমতার বুকে মাথা রেখে কাঁদা যায়।"

 

একেবারে শেষে তিনি লেখেন, 'আমি জানি অনেক প্রগতিশীল উচ্চশিক্ষিত বাঙালি আমার নামে শুধু গালাগালি দেয়, দিয়ে যাবে। ওটাই তাদের স্বধর্ম। কিন্তু আমার মৃত্যুর অনেক পরেও আমার রেখে যাওয়া কথাসুরতালছন্দের চিহ্নগুলো থেকে যাবে। তাদের পড়ে থাকবে বড়জোর ক্রমশ বিবর্ণ হতে থাকা ছবি, ছাই, হাড়গোড়। জয় বাংলা! জয় বাংলা ভাষা!'


#Kabir Suman# Mamata Banerjee# Flood# RG Kar Incident#



বিশেষ খবর

নানান খবর

AD

নানান খবর

পুজো প্যান্ডেলের ভেতর দিয়ে দৌড়চ্ছে মেট্রো রেল, গঙ্গার নিচে ঢুকলেই নীল আলো...

ফের উদ্যোগী প্রশাসন, ষষ্ঠীর সন্ধেয় জুনিয়র চিকিৎসকদের বৈঠকে ডাক ...

ষষ্ঠীর দুপুরে আচমকা যানজট ভিআইপি রোডে, কারণ জানলে চমকে যাবেন ...

আগামী বছর এগিয়ে এল পুজো, কবে মহালয়া, দশমী কবে?‌ জানুন ক্লিক করে ...

'বড় কোম্পানির ব্র্য়ান্ডিং, তাই উঠতে অনুরোধ', সিংহী পার্ক বলছে, হাতে লেগে ভুল করে পড়েছে ফুচকার ঝুড়ি...

যৌনপল্লি থেকে পূজা মণ্ডপ, এই আবাসনে সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন উদ্ধার হওয়া মহিলারা...

হাতে 'হাত' মেলাতে এবার বিধাননগরে দুর্গাপূজার আয়োজন করল কংগ্রেস ...

সপ্তমীতেই ৯০% কাজ শেষ হয়ে যাবে, জুনিয়র চিকিৎসকদের মধ্যেই জানালেন মুখ্যসচিব...

৭৫-এ পা দিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগ...

বিশেষভাবে সক্ষম ও সিনিয়র সিটিজেন ফ্রেন্ডলি দুর্গোৎসব পুরস্কার-২০২৪, আয়োজনে এনআইপি এনজিও ...

মহিলা সিভিক ভলেন্টিয়ারের শ্লীলতাহানি, কাঠগড়ায় খোদ পুলিশের সাব ইন্সপেক্টর ...

পুজোর আগেই মিলবে একাদশ দ্বাদশে ট্যাবের টাকা, ঘোষণা করল নবান্ন ...

বর্জ্যকে কী ভাবে পরিবেশবান্ধব করা যায়, দিশা দেখাল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি...

‘মানুষ পুজোর কেনাকাটা করতে যাচ্ছেন ধর্মতলায়, অবস্থান করলে শান্তি বিঘ্নিত হবে’, জুনিয়র ডাক্তারদের ইমেল লালবাজারের...

পুজোর আগে ফের কলকাতায় কমল সোনার দাম, ঘরে নিয়ে আসুন সৌভাগ্যের শ্রী ...

সরকারি হাসপাতালে বিনামূল্যে জন্ম নিল প্রথম টেস্টটিউব বেবি...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



09 24