রবিবার ০৩ আগস্ট ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | সীতারামের বড় বৈশিষ্ট্য, তাঁর চিন্তা-ভাবনার মধ্যেও ছিল নেহেরুবাদী ভারততত্ত্ব

Kaushik Roy | ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৩ : ৫৬Kaushik Roy

জয়ন্ত ঘোষাল

 

শীতের সকাল। ফোন করছেন কমরেড সীতারাম ইয়েচুরি। ফোন করেই প্রথম কথাটি হল— জয়ন্ত, আমার এক্ষুনি স্বামী বিবেকানন্দ’র লেখা বেশ কিছু বই দরকার। তার মধ্যে একটা হল, 'প্রাচ্য ও পাশ্চাত্য'। আর অন্যটি হল, 'রাজযোগ এবং কর্মযোগ'। আমি বললাম, ওরে বাবা!  

 

 

জেএনইউ থেকে বেরিয়ে কমিউনিস্ট সীতারাম ইয়েচুরি লন্ডন থেকে এখন দিল্লিতে। তখন অবশ্য তিনি সাধারণ সম্পাদক হননি। তবে পলিটব্যুরোর সদস্য তো বটেই। তা এহেন সীতারাম ইয়েচুরি হঠাৎ স্বামী বিবেকানন্দ’র বই কেন পড়তে চাইছেন? সময়টা মনে রাখতে হবে। ২০১৪ সালের অনেক আগে। হয়তো দশ বছর আগে। কাজেই নরেন্দ্র মোদী তখনও ক্ষমতায় শুধু আসেননি তা-ই নয়, নরেন্দ্র মোদী যে প্রধানমন্ত্রী হতে পারেন, সেটাই তখন অজানা ছিল। এমন একটা সময়ের কথা আজ মনে পড়ছে সীতারাম ইয়েচুরিকে নিয়ে কিছু লিখতে গিয়ে।  

 

 

আমি বললাম, দিল্লির গোল মার্কেটে আপনাদের অফিস। সদর দপ্তর থেকে দিল্লির রামকৃষ্ণ মিশন আশ্রম খুব কাছে। ওখানে সমস্ত বই পাওয়া যায়। চাইলে আরও কিছু বইও আমি এনে দিতে পারি। আমি আগে রামকৃষ্ণ মিশন দিল্লি আশ্রমের প্রধান স্বামী গোকুলানন্দজী'র সঙ্গে কথা বলছি। তারপর আপনাকে জানাচ্ছি। এরপর ফোন করলাম দিল্লির মহারাজকে। গোকুলানন্দজী শুনেই বললেন, এ তো বড় আনন্দের কথা যে, সীতারাম ইয়েচুরি স্বামীজি পড়তে চাইছেন। শুধু স্বামীজি কেন, আমি রামকৃষ্ণ দেব ও মা সারদারও কিছু বই দেব ইংরাজি অনুবাদ। তবে ওঁকে কাউকে পাঠাতে হবে না। গোকুলানন্দজী আরও বললেন, আমি নিজেই সিপিএমের সদর দপ্তরে চলে যাচ্ছি। এত কাছে! এ যে হাঁটা পথ প্রায়! নিজেই গিয়ে দেব। সীতারামকে বললাম, স্বামী গোকুলানন্দজী আসছেন পার্টির সদর দপ্তরে। পার্টির সদর দপ্তর, যার নাম একে গোপালন ভবন। সেখানে গোকুলানন্দজী এলেন। দু'হাতে দু'টি ব্যাগে অনেক বই। তাঁর সঙ্গে আমিও গেলাম। এই ঘটনাটা আজও মনে আছে।  

 

 

পরে সীতারামকে জিজ্ঞাসা করেছিলাম, কী হবে ওই বইগুলির? সীতারাম বলেছিলেন, আমার একটা বক্তৃতা দিতে হবে কেরলে গিয়ে। সেই বক্তৃতার জন্য এই বইগুলি লাগবে। সীতারাম তখন বলেছিলেন, আমাদের কমিউনিস্ট পার্টিতে অতীতে আমাদের সম্পর্কে অনেক ভুল ভাবনা ছিল। আমাদের ইএমএস নাম্বুদ্রিপাদ নিজে ‘ভারতীয় দর্শন’, ‘স্বামী বিবেকানন্দের রচনাবলী’— এসব খুব পড়েছিলেন। এমনকি ইএমএস সবসময় বলতেন, গান্ধীবাদের সমালোচনা করতে গেলে গান্ধীবাদ আগে ভাল করে পড়তে হয়। ইএমএস নাম্বুদ্রিপাদ তো ‘গান্ধীবাদ বনাম মার্কসবাদ’ নামে একটা বইও লিখে ফেলেছিলেন। ইএমএস নাম্বুদ্রিপাদ কেরালার উচ্চ বর্ণের ব্রাহ্মণ। তিনি হয়েছিলেন কমিউনিস্ট। কমিউনিস্ট হলে নাস্তিক হব কি হব না, সেটা দীর্ঘ আলোচনার বিষয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, কীভাবে ওঁর বিশ্বাস হল যে, স্বামী বিবেকানন্দকেও পড়তে হবে।  

 

 

শঙ্করাচার্য নিজেই কেরালার মানুষ ছিলেন। শঙ্করাচার্যের মঠ সেখানে সুবিখ্যাত। এরপরও অনেক বার সীতারাম ইয়েচুরিকে যেতে হয়েছে কেরলে। এমনকি শঙ্করাচার্যের যে মঠ, সেই মঠের সঙ্গে যুক্ত যে বিদ্যায়তন, সেখানে স্বামী বিবেকানন্দকে নিয়ে একটা আলোচনা সভায় সীতারাম ইয়েচুরি উপস্থিত হয়েছিলেন। স্বামী বিবেকানন্দের শুধু সমাজতান্ত্রিক মনোভাব নিয়ে পড়াশোনা করা নয়, স্বামী বিবেকানন্দের ভারত দর্শন, রাষ্ট্র ভাবনা— এসব নিয়েও সীতারাম ইয়েচুরি নিয়মিত পড়াশোনা করতেন।  

 

 

এই সীতারাম ইয়েচুরিকে আমরা অনেকে জানি না। সীতারাম ইয়েচুরির সঙ্গে বহু সাংবাদিকেরই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে, সীতারাম ইয়েচুরি খুব মিশুকে মানুষ ছিলেন। তিনি সাংবাদিকদের সঙ্গে গল্প করতে ভালবাসতেন। নানান স্তরে তাঁর সংবাদ মাধ্যমের সঙ্গে যোগাযোগ ছিল। বরং তুলনামূলক ভাবে প্রকাশ কারাট অত বেশি মেলামেশা করতেন না। প্রকাশ কারাট আর সীতারাম ইয়েচুরির মধ্যে যে তফাতটা ছিল, সেটা হচ্ছে, প্রকাশ কারাট দল এবং সংগঠনের মানুষ ছিলেন। তিনি দলের অ্যাম্বাসাডার ছিলেন না। অবশ্য পরে সাধারণ সম্পাদক হয়ে তাঁর টিমে জনসংযোগ কর্মসূচিতে যোগ দেন।  

 

প্রকাশ কারাটের থেকেও তাঁর স্ত্রী আর একজন পলিটব্যুরোর সদস্য বৃন্দা কারাট বরং বেশি সাংবাদিক এবং সামাজিক স্তরে মেলামেশা করতেন। প্রকাশ কারাট একটু নিজের সঙ্গে থাকতে ভালবাসতেন। প্রকাশ এবং সীতারামের মধ্যে মতপার্থক্য অনেক ছিল। অনেক সময় অনেক রাজনৈতিক বিতর্ক এবং সংঘাতও হয়েছে। কিন্তু দু’জনেই দু’জনকে খুব শ্রদ্ধা করতেন। দু’জনের দু’জনের প্রতি ছিল মিউচ্যুয়াল রেসপেক্ট। সীতারাম ইয়েচুরি কট্টরবাদী ছিলেন না। সীতারামের সবথেকে যেটা বড় বৈশিষ্ট্য হল, তাঁর চিন্তা-ভাবনার মধ্যেও খুব বেশি পরিমাণে ছিল নেহেরুবাদী ভারততত্ত্ব, যার মধ্যে বহুত্ববাদ আছে। 

 

 

আমি তখন আনন্দবাজার পত্রিকার দিল্লির সম্পাদক। আনন্দবাজার পত্রিকার সম্পাদক অভীক সরকারের সঙ্গেও সীতারাম ইয়েচুরির খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। একদিন দিল্লির ওবেরয় হোটেলে অভীক বাবু সীতারামকে নৈশভোজে আমন্ত্রণ জানান। সেদিন আমিও ছিলাম। গবীর রাত পর্যন্ত আমাদের আড্ডা হয়েছিল। মূলত আলোচনার বিষয়বস্তুটাই ছিল ভারততত্ত্ব। বিবিসি-র একজন সাংবাদিক ভারতের বিভিন্ন প্রান্ত ঘুরে একটা ভিডিও সিরিয়াল তৈরি করেছিলেন। সেই বইটাও খুব বিখ্যাত। সেটা সীতারামের খুব প্রিয় বই ছিল। তাঁর সঙ্গে আমার যখন আলাপ হয়েছিল, তখন আমি বইটা পড়িনি। সীতারামের সঙ্গে আলোচনা করার পর যেদিন সেই নৈশভোজ হল, তার ঠিক পরের দিনই আমি খান মার্কেটে বাহারিসন্স-এ গিয়ে ওই বইটা প্রথম কিনে ফেললাম।  

 

 

এরপরেও এই বিষয়টা নিয়ে বহু বার সীতারাম ইয়েচুরির সঙ্গে আলাপ-আলোচনা হয়েছে। সীতারাম জ্যোতিবাবুর খুব বেশি ঘনিষ্ঠ ছিলেন। প্রকাশ কারাটের সঙ্গে বরং জ্যোতিবাবুর অনেক ব্যাপারে মতপার্থক্য ছিল। সীতারাম কিন্তু জ্যোতিবাবু এবং সোমনাথ চট্টোপাধ্যায়— এই দু’জনের সঙ্গেই ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করতেন। সীতারাম একজন উদারবাদী বামপন্থী নেতা ছিলেন। সীতারামের স্ত্রী সীমা চিস্তি একসময় বিবিসি-তে উর্দু চ্যানেলের এডিটর ছিলেন। সীমা নিজেও অভিজাত মুসলিম পরিবারের মেয়ে। তিনি পড়াশোনা করতে খুব ভালবাসেন। অনেক সময় ফোন করে হয়তো সীতারামকে পাওয়া যাচ্ছে না, তখন সীমাকে ফোন করতাম। সীমা বলতেন, বাড়িতেই আছেন। সীতারাম কখনওই খুব মোবাইল ফ্রেন্ডলি ছিলেন না। তিনি মোবাইল ব্যবহার করতেন। কিন্তু সারাক্ষণ মোবাইল হাতে নিয়ে টেক্সট দেখা বা সোশ্যাল মিডিয়াতে থাকা— এসব ব্যাপারে সীতারামের কোনও পছন্দের বিষয় ছিল না।  

 

 

সীতারামের কথা লিখতে গিয়ে মনে পড়ছে, চার্ম সিগারেটের কথা। তখন ছোট নীল রঙের চার্ম সিগারেটের প্যাকেট পাওয়া যেত। সেটা এখন পাওয়া যায় কিনা জানি না। চার্ম সিগারেট খেতেন সীতারাম। তবে তিনি সিগারেটটা খুব বেশি খেতেন। তিনি আসলে চেনস স্মোকার ছিলেন। আর তিনি ভোজন রসিক মানুষ ছিলেন। তিনি পাঁচতারা হোটেলে গিয়ে আমন্ত্রণ রক্ষা করতেন। কখনও কোনও নিষেধাজ্ঞার সংস্কৃতি তাঁর মধ্যে ছিল না। একবার তো আমি নিজে পাঁচতারা হোটেলের খানাপিনা নিয়ে ঠাট্টা করেছিলাম।

 

 

তখন সীতারাম আমাকে বলেছিলেন, জ্যোতিবাবুও তো পাঁচতারা হোটেলে যান। সেখানে খাওয়া-দাওয়া করেন। আমাদের কমিউনিজমে কি কোথাও লেখা আছে যে, একজন কমিউনিস্ট, সে কোনও পাঁচতারা হোটেলে খাবার খাবে না? আসলে আমরা তো পাঁচতারা হোটেলের বিরুদ্ধে নই বা পাঁচতারা হোটেলের খাওয়া-দাওয়ার বিরুদ্ধেও নই। আমরা চাই, যাতে সবাই এই খাবারটা খেতে পারে। অর্থাৎ, সেখানে সমাজে কোনও শ্রেণী বিভাজন থাকবে না যে, বড়লোকরাই শুধু এ ধরনের খাবার খাবে। সাধারণ মানুষ, গরীব মানুষরাও সেই সুযোগটা যাতে পায়, তারজন্যই তো মার্কসবাদ।  

 

 

প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গেও সীতারাম ইয়েচুরির দারুণ বন্ধুত্ব ছিল। পুরনো পার্লামেন্টের সেন্ট্রাল হলে আমাদের একটা দারুণ আড্ডার জায়গা ছিল। সেখানে দলমত নির্বিশেষে আড্ডা হত। অরুণ জেটলি, সীতারাম ইয়েচুরি। আবার অন্যদিকে হয়তো কংগ্রেসের নেতা শশী থারুর কিংবা সমাজবাদী পার্টির অমর সিং-ও থাকতেন। জয়া বচ্চন এসে যেতেন সেইসব আড্ডায়। সীতারাম ইয়েচুরি যেহেতু চেনস স্মোকার ছিলেন, তাই রাজ্যসভা চলার সময়ও মাঝে মাঝে তিনি রাজ্যসভা থেকে বেরিয়ে সেন্টাল হলে চলে আসতেন।

 

সেন্ট্রাল হলের লাগোয়া একটা ছোট ঘর স্মোকারস রুম হিসেবে তৈরি করা হয়েছিল। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরেও ওই স্মোকারস রুমটা থেকে গেছিল পুরনো পার্লামেন্টে। এখন অবশ্য পুরনো পার্লামেন্টই বন্ধ হয়ে গেছে। সুতরাং, নতুন পার্লামেন্টে কোনও স্মোকার রুম তৈরি করা হয়নি এখনও। তো, পুরনো পার্লামেন্টের এই স্মোকারস রুমে, সেখানেও যারা স্মোকার, তারা আসতেন। সেখানে সীতারাম ইয়েচুরির সঙ্গে থাকতেন নীলোৎপল বসু। আবার বিজেপির এমপি এবং সংখ্যালঘু মন্ত্রী নাগবি, তিনিও স্মোকার ছিলেন। নাগবি, সীতারাম ইয়েচুরি এবং বিভিন্ন দলের নেতারাও আসতেন সেখানে।  

 

 

বিজেপিতে স্মোকারের সংখ্যা কম। বাম এবং কংগ্রেসে স্মোকারের সংখ্যা ছিল বেশি। সীতারাম ইয়েচুরির সঙ্গে অনেক সময় প্রয়াত সাংবাদিক, রাজ্যসভার সদস্য চন্দন মিত্র— তিনিও খুব সিগারেট খেতেন। এইরকম একটা আড্ডার পরিবেশ তৈরি হত সেন্ট্রাল হলে সীতারাম ইয়েচুরিকে ঘিরে।  প্রণববাবুর সঙ্গে সীতারামের ঘনিষ্ঠ সম্পর্ক অবশ্য একদিনে গড়ে ওঠেনি। হরকিষাণ সিং সুরজিতের সঙ্গে প্রণববাবুর সম্পর্ক ভাল ছিল। আবার হরকিষাণ সিং সুরজিতের মৃত্যুর পর সীতারামই প্রণববাবুর সঙ্গে তথা কংগ্রেসের সঙ্গে যোগাযোগ সূত্র ছিল।

 

 

মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী, তখন পরমাণু চুক্তির তীব্র বিরোধিতা করেছিল বামেরা। পরে তো প্রকাশ কারাটের নেতৃত্বে সিপিএম সমর্থনই প্রত্যাহার করে নিল। সীতারাম ইয়েচুরি কিন্তু পরমাণু চুক্তি রূপায়ণের পক্ষে ছিলেন। এ নিয়ে প্রণববাবুর সঙ্গে দিনের পর দিন আলাপ-আলোচনা হয়েছিল যে, কীভাবে পরমাণু চুক্তিকে বাস্তব করা সম্ভব। সীতারাম ইয়েচুরি একদিন প্রকাশ কারাটকে সঙ্গে নিয়ে গিয়ে প্রণববাবুর সঙ্গে দেখা করিয়েছিলেন। শেষ পর্যন্ত প্রকাশ কারাটকে রাজি করাতে সক্ষম হননি। প্রণববাবু তো শোনেননি। সীতারাম ইয়েচুরিও পারেননি। 

 

 

সীতারাম ইয়েচুরি এইরকমই একজন ব্যক্তিত্ব ছিলেন, যাঁর দর্শনই ছিল— মেলাবেন, তিনি মেলাবেন। আজ কমিউনিস্ট পার্টির ভেতরে আলাপ-আলোচনা করে গণতন্ত্রকে বিকশিত করার জন্য একজন সক্রিয় সেনাপতিকে কমিউনিস্ট পার্টি হারাল।


নানান খবর

বিপর্যয় পিছু ছাড়ছেনা হিমাচলে! বন্ধ ৪০০'র বেশি সড়ক, মৃত একাধিক, ক্ষয়ক্ষতির হিসেব আকাশছোঁয়া 

রাস্তায় দাঁড়িয়ে হাঁ করে দেখল সবাই! আচমকা বুলডোজার পড়ে গেল ৩০০ মিটার খাদে, সিমলায় ভয়াবহ দৃশ্য 

শ্রীনগর বিমানবন্দরে সেনা আধিকারিকের ‘মারাত্মক হামলা’: স্পাইসজেট কর্মীদের উপর আঘাত, একজনের মেরুদণ্ডে চোট, উঠছে নিরাপত্তা প্রশ্ন

তেজস্বীর ভোটার তালিকা বিতর্ক ঘিরে জোর রাজনৈতিক ঝড় : নির্বাচন কমিশনের নোটিস, বিজেপির আক্রমণ, বিরোধীদের বিক্ষোভ

তিন মাস ধরে যৌন নিপীড়ন! সহ্য করতে না পেরে চিঠি লিখল শিশু, আসামে ষষ্ঠ শ্রণীর ছাত্রের সঙ্গে যা করল 'সিনিয়র দাদারা', শুনলে শিউরে উঠবেন 

কখনও নৌকায়, কখনও পায়ে হেঁটে, বন্যার জলে ভিজে একশা হয়ে বিয়ের মণ্ডপে পৌঁছলেন পাত্র, দেখে চোখে জল পাত্রীর

টিভিতে দেখেছিলেন ছেলেকে থানায় বসিয়ে রাখা হয়েছে, এরপর থেকেই ফোন সুইচড অফ, মহারাষ্ট্রে নিখোঁজ বাংলার পরিযায়ী শ্রমিক

বোনের দু'বার বিয়ে, একটিও টেকেনি! লক্ষ লক্ষ টাকা ঢেলেও পরিবারের সুনাম নষ্ট, রাগের মাথায় দাদা যা করল

কলকাতাগামী বিমানে সহযাত্রীকে সপাটে চড়, অভিযুক্তকে নিষিদ্ধ ঘোষণা করল ইন্ডিগো

মোঘল থেকে ব্রিটিশ, পরাক্রমশালী এই দুই শক্তিই ব্যর্থ হয়েছিল ভারতের এই অঞ্চলটি দখলে, জানেন কোনটি?

একটা নয়, দুটো নয়, আটটা! গত পনেরো বছরে আটজন পুরুষকে প্রথমে বিয়ে, তারপর তাঁদের থেকে মোটা অঙ্কের অর্থ দাবি, হাতেনাতে গ্রেপ্তার অভিযুক্ত 

এই এক বছরে এতগুলো ট্রেন দুর্ঘটনা ভারতে!‌ সত্যিটা প্রকাশ করেই দিল ভারতীয় রেল

বিখ্যাত অমরনাথ যাত্রা স্থগিত! প্রবল বৃষ্টির জেরে ৩ অগাস্ট পর্যন্ত বন্ধ সমস্ত রুট, জানুন... 

আর সুইমিং পুল নয়, এবার রাস্তাতেই সাঁতার! গুরুগ্রামে একদল শিশুর ভিডিও ভাইরাল, কী বলছেন নেটিজেনরা?

'ও যখন জন্মায় তখন থেকেই ভালবাসতাম, অপেক্ষা করছিলাম বড় হওয়ার!' পঁচিশ বছর অপেক্ষা করে অবশেষে নাতনিকে বিয়ে করলেন দাদু, ঘটনায় চোক্ষু চড়কগাছ সবার

Exclusive: আর্থ্রাইটিস এক ধরনের নয়, কোনটির কী উপসর্গ? কী চিকিৎসা? আজকাল ডট ইন-এ সরাসরি এসএসকেএম-এর অস্থিরোগ বিশেষজ্ঞ

প্রথমবার জুটি বাঁধলেন ঋষি-রুকমা, রাতের ঘুম উড়িয়ে দিতে আসছে নতুন বাংলা ক্রাইম থ্রিলার!

যেন ম্যাজিক, কয়েক বছরেই পাঁচ হাজার পরিণত হবে আট লাখে! জানুন এই স্কিম সম্পর্কে

এনআরসি আতঙ্ক এবার খাস কলকাতায়! টালিগঞ্জের বাসিন্দার আত্মহত্যা, বিজেপির বিরুদ্ধে সুর চড়াল তৃণমূল

শুধুই ‘ভাল বন্ধু’ সৃজিত-সুস্মিতা? জাভেদ আখতারকে সাক্ষী রেখে শ্রীজাতের কটাক্ষে সরগরম নেটপাড়া!

ক্রেডিট কার্ডে ঋণ কীভাবে পাবেন? জানুন প্রক্রিয়া

মা হতে চলেছেন পরিণীতি চোপড়া? প্রথমবার ‘সুখবর’ দিলেন অভিনেত্রীর স্বামী রাঘব চাড্ডা!

লাঞ্চের আগে ডাকেট, পোপকে সাজঘরে ফেরাল ভারত, পাল্টা আক্রমণে ইংল্যান্ডের হয়ে লড়ছেন রুট-ব্রুক

নারীদের ঘ্রাণশক্তি পুরুষদের তুলনায় বেশি কেন? উঠে এল অবাক করা তথ্য

‘স্পাইডারম্যান ৪’-এ পা রাখল ‘হাল্ক’! মার্ভেলের নতুন মিশনে টম হল্যান্ড-মার্ক রাফালো জুটির সঙ্গে ফিরছে ‘উলভ্যারিন’ও?

স্বাধীনতা দিবসেই শুরু করুন ১৯৪৭ টাকার এসআইপি, আপনার অর্থনৈতিক মুক্তির পথ

পুলিশের ব্যারিকেড ভাঙতে পারল না ইস্টবেঙ্গল, অসহায় আত্মসমর্পণ লাল-হলুদের, মরশুমে দ্বিতীয় হার

গোপনাঙ্গে প্রোস্টেট ক্যানসারের কামড় বুঝতেই পারেন না অধিকাংশ পুরুষ! কীভাবে চিনবেন এই রোগ?

ডিজিটাল ভারতের পথে আরও অগ্রগতি, জুলাই মাসে ইউপিআই লেনদেন শুনলে চোখ কপালে উঠবেই

জাতীয় পুরস্কারে ‘দ্য কেরালা স্টোরি’, ক্ষুব্ধ কেরলের মুখ্যমন্ত্রী! জানতে পেরেই চাঁচাছোলা ভাষায় আক্রমণ পরিচালকের

‘নিজের কবর নিজেই খুঁড়ছি’, অন্ধকার সুড়ঙ্গে হাঁপাচ্ছেন দুর্বল-শীর্ণকায় যুবক, হামাসের ভিডিওতে ভয়-আতঙ্ক

দিল্লি-মুম্বই-বেঙ্গালুরুকে বলে বলে গোল কলকাতার! ভারতের সবচেয়ে বেশি মদ্যপান হয় এই শহরে

‘আর আমরা খেলব না’, লেজেন্ডস চ্যাম্পিয়নশিপে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পরই কান্নাকাটি শুরু পাকিস্তানের

‘চিল চিৎকার’ করেই বিজয়ী? জাতীয় পুরস্কার মঞ্চে কি আদৌ রানির জয় হল না শেফালির প্রতি অবিচার?

ডিভিলিয়ার্সের কাছে লিজেন্ডস লিগে হার, পাকিস্তান জানিয়ে দিল তারা আর খেলবে না

বিশ্বের কোন দেশে লিভ-ইন সম্পর্কের যুগলের সংখ্যা সবচেয়ে বেশি? ভারত তালিকায় কত নম্বরে?

৩৮২ দিন টানা উপোস! ১২৫ কেজি ওজন কমিয়ে বিশ্বরেকর্ড ২০৬ কেজি ওজনের যুবকের

কোহলি-রোহিত নেই, তাতে কী! সিরাজ একাই একশো, নাক উঁচু ইংরেজদের মন জিতে নিয়েছেন হায়দরাবাদি

গিল আর ইতিহাসের মধ্যে বাধা হয়ে দাঁড়াবে না তো বৃষ্টি? আজ কী বলছে ওভালের আবহাওয়া, জানুন বিস্তারিত

সোশ্যাল মিডিয়া