সোমবার ২১ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

manik bhattacharya gets bail

কলকাতা | ২৩ মাস পর শর্তাধীন জামিন পেলেন মানিক, নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে হয়েছিলেন গ্রেপ্তার 

Rajat Bose | ১২ সেপ্টেম্বর ২০২৪ ১১ : ১৩Rajat Bose


আজকাল ওয়েবডেস্ক:‌ নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছে। আইনজীবী শুভ্রা ঘোষ তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন।

 


প্রসঙ্গত, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল মানিক ভট্টাচার্যকে। ২০২২ সালে তাঁকে গ্রেপ্তার করে ইডি। সেই থেকে তিনি ছিলেন জেলে। গ্রেপ্তারের প্রায় ২৩ মাস পর জামিন পেলেন তিনি। জামিন চেয়ে এর আগে একাধিকবার জামিনের আবেদন করেছিলেন তিনি। কিন্তু জামিন মেলেনি। এই সংক্রান্ত শুনানি চলাকালীন আদালতে মানিক সম্প্রতি কান্নায় ভেঙে পড়েন। জানা গেছে, ইডির দায়ের করা মামলার প্রেক্ষিতে জামিনের আবেদন করেছিলেন মানিক। অবশেষে বৃহস্পতিবার তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট। 

 


তবে শর্তাধীন জামিন দেওয়া হয়েছে মানিককে। জামিন পেলেও এলাকা ছাড়তে পারবেন না তিনি। হাইকোর্ট জানিয়েছে, তদন্তকারী অফিসারের অনুমতি ছাড়া বাইরে কোথাও যেতে পারবেন না মানিক। এছাড়া হাইকোর্টের নির্দেশ, তাঁকে তদন্তকারী অফিসারকে মোবাইল নম্বর দিতে হবে। নিম্ন আদালতে পাসপোর্ট জমা রাখতে হবে। কোনও সাক্ষীর সঙ্গে যোগাযোগ বা যোগাযোগ করার চেষ্টা করা যাবে না। কোনও সাক্ষীর উপরে প্রভাব খাটানো বা হুমকি দেওয়া যাবে না।


প্রসঙ্গত, সিবিআই মানিককে গ্রেপ্তার করেনি। তাই জামিন পাওয়ায় জেল মুক্তি এখন সময়ের অপেক্ষা। নিয়োগ মামলায় মানিকের পাশাপাশি তাঁর স্ত্রী এবং পুত্রকেও হেফাজতে নেওয়া হয়েছিল। হাইকোর্ট পরে তাঁর স্ত্রী শতরূপা ভট্টাচার্যকে জামিন দেয়। মানিকের পুত্র শৌভিক জামিন পান সুপ্রিম কোর্ট থেকে। এবার মানিক পেলেন জামিন। 

 

 

 


#Aajkaalonline#Manikbhattacharya#Getsbail

নানান খবর

নানান খবর

ভালবাসার নিজস্ব সময় এবং লয় আছে, দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট অভিষেকের

'শুধু মর্নিংওয়াক করলে সারাজীবনেও ভালবাসা হবে না', বিয়ের পরের দিনই স্বমহিমায় দিলীপ

দিলীপ ঘোষের প্রেম, বিয়ে আর ‘এন্ট্রি ফি’! ইকো পার্কে মর্নিং ওয়াক করতে গেলে কত খসাতে হয় জানেন?

প্রতিভার প্রকাশ, চিত্র শিল্পীদের উৎসাহিত করতে গ্যালারি গোল্ড-এ বিশেষ প্রদর্শনী

প্রথম স্ত্রীর অনুমতিতে বিয়ে করেছিলেন বান্ধবীকে, অরুণলাল দিলীপকে বলছেন 'তোয়াক্কা নয়'

‘আমাদের ডাল-ভাত বলেছিলেন, এবার ওঁরও ডাল জুটল’, দিলীপ বিয়েতে শুভেচ্ছা বৈশাখীর

রাজনৈতিক মতাদর্শকে সরিয়ে রেখে সৌজন্যের নজির, দিলীপ ঘোষকে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

কাজের ঢালাও প্রশংসা, কলকাতায় নতুন প্রজন্মের ক্যাডেটদের সংবর্ধনা দিলেন এনসিসি-র ডিরেক্টর জেনারেল

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে লেদার কমপ্লেক্স এলাকায় বাইক দুর্ঘটনা, মৃত্যু যুবকের

শহর কলকাতায় ফের অস্বাভাবিক মৃত্যু, সরশুনায় ঝুলন্ত ব্যক্তির দেহ উদ্ধার!

অটিজম শিশুদের নিয়ে চিন্তা? একাধিক সংগঠনকে সঙ্গে নিয়ে পাশে দাঁড়াল এনআরএস হাসপাতাল

সরকারি-বেসরকারি সম্পত্তি নষ্ট করলে ক্ষতিপূরণ আদায় করতে হবে, কড়া হতে বললেন মমতা

সোশ্যাল মিডিয়া