শনিবার ১২ অক্টোবর ২০২৪

সম্পূর্ণ খবর

কলকাতা | কাজে ফিরুন, মুখ্যমন্ত্রীর পর জুনিয়র চিকিৎসকদের আবেদন মুখ্যসচিবের 

Riya Patra | ০৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮ : ০৬Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: কাজে ফিরুন। পরিষেবা দিন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পর মুখ্যসচিব মনোজ পন্থ এই আবেদন করলেন রাজ‌্যের জুনিয়র ডাক্তারদের প্রতি। জুনিয়র চিকিৎসকদের প্রতি তাঁর আবেদন, 'কাজে ফিরুন।' 

সোমবার আরজি কর মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট রাজ্যের জুনিয়র চিকিৎসকদের মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কাজে ফিরতে বলে। একইসঙ্গে দেশের শীর্ষ আদালত জানিয়ে দেয় চিকিৎসকদের সুরক্ষার জন্য সবকিছু ব্যবস্থা করতে হবে। 

এদিন মুখ্যসচিব বলেন, 'সুপ্রিম কোর্ট কাজে ফিরতে বলেছে। এটাও বলেছে কাজে ফিরলে উপকৃত হবে সকলেই। আগামীকাল ৫টার মধ্যে কাজে ফিরতে আজ মুখ্যমন্ত্রী নিজে অনুরোধ করেছেন। আমরাও সেকথাই বলছি।'  এর পাশাপাশি মুখ্যসচিব জানান, হাসপাতালে নিরাপত্তা আরও বাড়াতে কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে।  কোথায় কী ফাঁকফোকর রয়েছে তা খতিয়ে দেখে ঠিক করা হবে বলে তিনি জানান। উদাহরণ হিসেবে তিনি আলো, সিসিটিভি বা অন্যান্য প্রয়োজনীয় জিনিসের কথা উল্লেখ করেন। এবিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে ১০০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে এবং আগামী সাত দিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে বলেও মুখ্যসচিব জানিয়েছেন। 

উল্লেখ্য, এদিন নিজে মুখ্যমন্ত্রী জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার আবেদন করেন। যদিও এর আগেও তিনি একাধিকবার তাঁদের কাছে কাজে ফেরার আবেদন করেছিলেন। কারণ হিসেবে তুলে ধরেন রাজ্যের সাধারণ মানুষের চিকিৎসার অসুবিধার কথা। এদিনও জুনিয়র চিকিৎসকদের প্রতি তাঁর আবেদন, 'কাজে ফিরুন।' 


গত মাসে আরজি কর হাসপাতালের ঘটনার পর থেকেই কর্মবিরতিতে যোগ দেন জুনিয়র ডাক্তাররা। যার ফলে বড় সমস্যায় পড়েন সাধারণ মানুষ। পরিষেবা না পেয়ে অনেকেই বাধ্য হন বেসরকারি হাসপাতালের পথে পা বাড়াতে। হাসপাতালে এসে চিকিৎসা না পেয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। স্বাভাবিকভাবেই রাজ্যের তরফে বারবার জুনিয়র চিকিৎসকদের কাছে অনুরোধ জানানো হচ্ছে কাজে ফেরার। এদিন মুখ্যসচিব ছাড়াও সাংবাদিক বৈঠকে ছিলেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম,  রাজ্য পুলিশের ডিজি রাজিব কুমার, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল প্রমুখ।


#RG Kar#RG Kar incidents#Doctors Protests# kolkata#Mamata Banerjee#



বিশেষ খবর

নানান খবর

AD

নানান খবর

পুজো প্যান্ডেলের ভেতর দিয়ে দৌড়চ্ছে মেট্রো রেল, গঙ্গার নিচে ঢুকলেই নীল আলো...

ফের উদ্যোগী প্রশাসন, ষষ্ঠীর সন্ধেয় জুনিয়র চিকিৎসকদের বৈঠকে ডাক ...

ষষ্ঠীর দুপুরে আচমকা যানজট ভিআইপি রোডে, কারণ জানলে চমকে যাবেন ...

আগামী বছর এগিয়ে এল পুজো, কবে মহালয়া, দশমী কবে?‌ জানুন ক্লিক করে ...

'বড় কোম্পানির ব্র্য়ান্ডিং, তাই উঠতে অনুরোধ', সিংহী পার্ক বলছে, হাতে লেগে ভুল করে পড়েছে ফুচকার ঝুড়ি...

যৌনপল্লি থেকে পূজা মণ্ডপ, এই আবাসনে সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন উদ্ধার হওয়া মহিলারা...

হাতে 'হাত' মেলাতে এবার বিধাননগরে দুর্গাপূজার আয়োজন করল কংগ্রেস ...

সপ্তমীতেই ৯০% কাজ শেষ হয়ে যাবে, জুনিয়র চিকিৎসকদের মধ্যেই জানালেন মুখ্যসচিব...

৭৫-এ পা দিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগ...

বিশেষভাবে সক্ষম ও সিনিয়র সিটিজেন ফ্রেন্ডলি দুর্গোৎসব পুরস্কার-২০২৪, আয়োজনে এনআইপি এনজিও ...

মহিলা সিভিক ভলেন্টিয়ারের শ্লীলতাহানি, কাঠগড়ায় খোদ পুলিশের সাব ইন্সপেক্টর ...

পুজোর আগেই মিলবে একাদশ দ্বাদশে ট্যাবের টাকা, ঘোষণা করল নবান্ন ...

বর্জ্যকে কী ভাবে পরিবেশবান্ধব করা যায়, দিশা দেখাল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি...

‘মানুষ পুজোর কেনাকাটা করতে যাচ্ছেন ধর্মতলায়, অবস্থান করলে শান্তি বিঘ্নিত হবে’, জুনিয়র ডাক্তারদের ইমেল লালবাজারের...

পুজোর আগে ফের কলকাতায় কমল সোনার দাম, ঘরে নিয়ে আসুন সৌভাগ্যের শ্রী ...

সরকারি হাসপাতালে বিনামূল্যে জন্ম নিল প্রথম টেস্টটিউব বেবি...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



09 24