রবিবার ১৩ অক্টোবর ২০২৪
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৩ সেপ্টেম্বর ২০২৪ ১৫ : ১৫Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল পেশ করেছে। রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক ‘দি অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড(ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল লজ অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৪ পেশ করেন এদিন বিধানসভায়। বিলকে পূর্ণ সমর্থন করেও, একগুচ্ছ বিষয়ে বক্তব্য রাখেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বক্তব্যের শেষে বিধানসভার মধ্যেই ‘দাবি এক দফা এক’ স্লোগানও উঠে। বিজেপির পক্ষ থেকে গত কয়েকদিন ধরেই এই এক দাবি এবং দফার কথা উঠে এসেছে। দাবি রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ। মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী বিল পেশের পর বক্তব্য পেশ করলেন। শুভেন্দু অধিকারীর বক্তব্যের জবাব দিলেন এবং বিজেপি শাসিত রাজ্যে নারীদের উপর ক্রমাগত অত্যাচারের হার তুলে ধরে বললেন, যদি পদত্যাগ করতেই হয়, তাহলে পদত্যাগ করুন দেশের প্রধানমন্ত্রী। পদত্যাগ করুন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। মমতা বললেন, প্রীতিলতা, মাতঙ্গিনীর বাংলায় নারী অত্যাচারে দোষীদের কোনও জায়গা নেই।
৯ আগস্ট আরজি করে কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে। রাজ্যের মুখ্যমন্ত্রী ঘটনার পরেই দোষীদের ফাঁসি চেয়ে পথে নেমেছিলেন। জানিয়েছিলেন বিধানসভায় ধর্ষণ বিরোধী কড়া বিল আনবেন। মঙ্গলবার রাজ্য বিধানসভায় ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল পেশ এবং পাশ হয়।
বিল পেশ এবং পাশের মাঝেই বক্তব্য রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বক্তব্যে বারবার বলেন, নারী নির্যাতনে তিনি সবসময় দোষীদের কঠোর শাস্তির পক্ষে। মমতা বলেন, ‘ধর্ষণ মানবতার বিরুদ্ধে অভিশাপ। যে সমাজে মেয়েরা ভাল থাকে না, মানুষ ভাল থাকে না।‘ বিরোধী দলনেতার বক্তব্যের পর মমতা তথ্য তুলে বলেন, দেশের মধ্যে বাংলা ফাস্ট ট্র্যাক রিপোর্টে সংখ্যায় তৃতীয়। জানান, ৮৮টি ফাস্ট ট্র্যাক কোর্টের টাকা কেন্দ্র বহন করত, ২০১৩ থেকে তা বন্ধ, তার পরেও রাজ্যে৮৮টি ফাস্ট ট্র্যাক কোর্ট রয়েছে। মহিলাদের জন্য ৫২টি ডেজিগনেটেট কোর্ট আছে, যাতে মহিলাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের মামলাগুলির দ্রুত বিচার হয়। এগুলিতে এখনও পর্যন্ত মোট ৩ লক্ষ ৯২ হাজার ৬২০টি মামলা দায়ের হয়েছে। ৩ লক্ষ ১১ হাজার ৪৭৯ মালার নিষ্পত্তি হয়েছে। কামদুনি মামলার প্রসঙ্গ নিয়েও এদিন তথ্য তুলে ধরেন মমতা। জানিয়ে দেন, ২০১৩-এর ৭ জুন যে ঘটনা ঘটে, তার তিন সপ্তাহের মধ্যেই চার্জশিট দেয় সিআইডি। ১০ জুলাই সাপ্লিমেন্টারি জাজমেন্ট দেওয়া হয়। রাজ্য সরকার এই মামলায় কী চেয়েছিল আর আদালত কী রায় দেয়, তাও তথ্য তুলে জানান তিনি।
শুধু শুভেন্দুর প্রশ্নের উত্তর দিলেন মমতা তাই নয়, তথ্য তুলে কাঠগড়ায় দাঁড় করালেন বিজেপিকে। একে একে তুলে ধরলেও ২০১৭-এর নাবালিকা ধর্ষণ প্রসঙ্গ, উন্নাও-এর পর হাথরাস, উত্তরপ্রদেশ থেকে রাজস্থান, শিশু-নাবালিকা-ছাত্রী-নার্স-বৃদ্ধা, বারবার অত্যাচারের শিকার নারীরা নানা রাজ্যে। তথ্য পরিসংখ্যান তুলে ‘ফ্যাক্ট’ বললেন মমতা। বললেন, দেশে প্রতিদিন প্রায় ৯০টি ধর্ষণের ঘটনা ঘটে। বলেন, ‘উত্তরপ্রদেশের ঝাঁসিতে চলন্ত গাড়িতে ১৭ বছরের মেয়ে ধর্ষিতা, বারবাতিতে ৯ বছরের মেয়েকে ধর্ষণ, শাহজাহানপুরে মহিলা ধর্ষণের শিকার, বুলন্দে ৬ বছরের মেয়ে ধর্ষণের শিকার। উত্তরাখণ্ডে নার্সকে ধর্ষণ, ওড়িশায় ধর্ষণ রোগীকে, মহারাষ্ট্রের বদলাপুরের নার্সারি পড়ুয়া যৌন নির্যাতন, মুম্বইয়ে ১৩ বছরের মেয়েকে ধর্ষণ, অসমে গণধর্ষণ, রাজস্থানে ঢোলপুরে গণধর্ষণ, যোধপুরে ধর্ষণ, এই মানসিকতা দেখলে ঘৃণা লাগে।‘
মমতা বলেন, ‘ধর্ষণের বিরুদ্ধে প্রয়োজন সমাজ সংস্কারের। মানুষের জাগরনের প্রয়োজন।‘ ব্যাধিকে সারানো আসু-প্রয়োজন। বারবার ধর্ষণের ঘটনা ঘটলেই, প্রশ্ন উঠে, কী করে এই সাহস পায় দোষী? এদিন এই প্রশ্ন তুলেই মমতা বললেন, দেশে ধর্ষণের ঘটনায় সাজার হার খুব কম। ক্রাইম ইন ইন্ডিয়া ২০২২-এর তথ্য তুলে ধরেন তিনি। গড়ে ৭৬ শতাংশ ক্ষেত্রে পুলিশ তদন্ত শেষ করলেও, অপরাধী দোষী সাব্যস্ত হয়েছে মাত্র ২.৫৬ শতাংশ ঘটনায়। কলকাতা সবচেয়ে নিরাপদ শহর, এদিন সেকথাও উল্লেখ করেন মমতা।
মমতা বলেন, বিল আইনে পাশ হলে, ইতিহাস হবে, আগামিদিন সব রাজ্য মডেল করবে। প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ করে বলেন, ‘প্রধানমন্ত্রী আপনি মেয়েদের নিরাপত্তা দিতে পারেন না, তাই আপনার পদত্যাগ দাবি করছি।‘
#Mamata Banerjee#Narendra Modi#Suvendu Adhikari#BJP#TMC# RG Kar#
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
বাঙালির শ্রেষ্ঠ উৎসব, রংবেরঙের আলোয় সেজে উঠেছে কলকাতা স্টেশন...
পুজো প্যান্ডেলের ভেতর দিয়ে দৌড়চ্ছে মেট্রো রেল, গঙ্গার নিচে ঢুকলেই নীল আলো...
ফের উদ্যোগী প্রশাসন, ষষ্ঠীর সন্ধেয় জুনিয়র চিকিৎসকদের বৈঠকে ডাক ...
ষষ্ঠীর দুপুরে আচমকা যানজট ভিআইপি রোডে, কারণ জানলে চমকে যাবেন ...
আগামী বছর এগিয়ে এল পুজো, কবে মহালয়া, দশমী কবে? জানুন ক্লিক করে ...
'বড় কোম্পানির ব্র্য়ান্ডিং, তাই উঠতে অনুরোধ', সিংহী পার্ক বলছে, হাতে লেগে ভুল করে পড়েছে ফুচকার ঝুড়ি...
যৌনপল্লি থেকে পূজা মণ্ডপ, এই আবাসনে সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন উদ্ধার হওয়া মহিলারা...
হাতে 'হাত' মেলাতে এবার বিধাননগরে দুর্গাপূজার আয়োজন করল কংগ্রেস ...
সপ্তমীতেই ৯০% কাজ শেষ হয়ে যাবে, জুনিয়র চিকিৎসকদের মধ্যেই জানালেন মুখ্যসচিব...
৭৫-এ পা দিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগ...