বৃহস্পতিবার ০২ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ৩১ আগস্ট ২০২৪ ১৯ : ১১Riya Patra
জয়ন্ত ঘোষাল: মোঘল আমলে সম্রাটকে সিংহাসনচ্যুত করার জন্য ষড়যন্ত্র হত। কখনও পুত্র, কখনও ভ্রাতা, কখনও আমির ওমরাহ, সেনাপতি। ষড়যন্ত্রের কুনাট্য রচিত হত। সেই স্ক্রিপ্ট অনুসরণ করে ফাঁদে ফেলা হত সম্রাটকে। ভারতের রাজনীতিতে মোঘল আমলের সেই ষড়যন্ত্রের পরম্পরা আজও ঘটে চলেছে।
আর জি করের হাসপাতালে একটি ভয়াবহ ধর্ষণ এবং হত্যাকান্ড হয়েছে। সেই ঘটনা নিয়ে আজ শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশ জুড়ে বিজেপি এবং তার অনুগত সোশ্যাল মিডিয়া জোরদার প্রচার অভিযান শুরু করেছে। আসলে আর জি করের ঘটনাটা যখন ঘটে, তার কিছুদিন আগেই বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। সংরক্ষণের বিষয়কে সামনে রেখে আসলে তাঁকে ক্ষমতাচ্যুত করার জন্য বিদেশী শক্তি থেকে শুরু করে দেশের ভিতরের দক্ষিণ পন্থী মৌলবাদীরা সক্রিয় হয়েছিলেন। শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে ভারতে চলে আসতে হয়েছিল।
এই ঘটনায় আমাদের রাজ্যের বিভিন্ন নেতারা উৎসাহিত বোধ করেন। তাঁদের মনে হয়েছিল, ঠিক একইভাবে এখানে কেন এই ইস্যুটাকে মূলধন করে মমতা ব্যানার্জিকে ইস্তফা দিতে বাধ্য করা যাবে না? এর ফলে, যে আন্দোলনটা ছিল স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, যে নাগরিক সমাজের দুঃখ-বেদনা, তার মধ্যে পরতে পরতে মিশে গেল রাজনৈতিক ষড়যন্ত্র করে মমতাকে হটানোর একটি কুনাট্য।
এখন তো অনেক দিন হয়ে গেল। এখন পিছন ফিরে তাকালে দেখা যায়, ঘটনায় ধর্ষককে কিন্তু দু’দিনের মধ্যেই মমতা ব্যানার্জির পুলিস গ্রেপ্তার করেছে। এখন সিবিআই এতদিন ধরে তদন্ত করার পর জানিয়েছে, সেই ধর্ষকই একমাত্র ব্যক্তি। এখানে কোনও গ্যাংরেপ হয়নি। এমনকি ধর্ষকের ডিএনএ পর্যন্ত পাওয়া গেছে। তাহলে সাতকান্ড রামায়ণ পড়ে সীতার পরিচয় কী, সে প্রশ্ন কেন উঠছে?
এরপর মমতা ব্যানার্জি জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি সমর্থন জ্ঞাপন করেছেন। তাদের দাবিগুলি মেনে নিয়েছেন। সবরকম ব্যবস্থাও নেওয়া হচ্ছে এবং সিবিআই-এর হাতে তদন্তটি সমর্পণ করে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট নিজে থেকে মামলার দায়িত্ব নিয়ে শুনানি শুরু করেছে। তাহলে আন্দোলনকারীরা যখন বলছেন, বিচার চাই, তাহলে সেটা রাজ্য সরকারের কাছে কেন? এই বিচার তো চাওয়া উচিত কেন্দ্রের কাছ থেকে।
আজ এতদিন হয়ে যাওয়ার পর, কেন সব দাবি মেনে নেওয়ার পরেও জুনিয়র ডাক্তাররা আন্দোলন প্রত্যাহার করছেন না? সর্বভারতীয় চিকিৎসক সংগঠনের ওপর বিজেপির প্রভাব-প্রতিপত্তি সুবিদিত। সেই সংগঠন জুনিয়র ডাক্তারদের বলছে, তোমরা চালিয়ে যাও। থেমো না। এদিকে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে সাধারণ মানুষের যে দুঃখ-দুর্দশা, অসুস্থতা, মুমূর্ষু রুগি চিকিৎসা পাচ্ছে না। কত রুগি মারা যাচ্ছে। পরিসংখ্যান বলে দিচ্ছে যে, আগে কতজন দেখাতে আসত ওপিডি-তে, এমারজেন্সি-তে, বিভিন্ন সরকারি হাসপাতালে, আর এখন কতজন দেখাতে আসছেন।
এই জুনিয়র ডাক্তারদের আন্দোলন কি এখনও চালিয়ে যাওয়া উচিত? সুপ্রিম কোর্ট যখন তাদের বলেছে, এটার বিচার হবে। আন্দোলন তুলে নেওয়া উচিত। সুপ্রিম কোর্ট বলেছে, বিচারের জন্য সুপ্রিম কোর্টের বিচারকরা তো সুপ্রিম কোর্টের বাইরে ধর্নায় বসতে পারে না।
এরপরেও মমতা ব্যানার্জি যখন বলেছেন, এইবার আন্দোলন প্রত্যাহার করে নেওয়া উচিত। তিনি অনুরোধ করেছেন। তার পরেও কেন এই আন্দোলন প্রত্যাহার হয় না? অথচ এক একজন ছাত্রকে চিকিৎসক করার পেছনে রাজ্য সরকারেরও কোটি কোটি টাকা খরচ হয়। তারা লেখাপড়া শিখে সুচিকিৎসক হয়। সে কারণে রাষ্ট্রও তাদের সহায়তা দেয়। তাই সেই রাষ্ট্রের কাছে একটা বৃহৎ দায়িত্বও কি এই চিকিৎসকদের নেই?
ধর্ষণ এবং হত্যাকে কেউ সমর্থন করছে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য সবরকম তৎপরতা চলছে। অভাগিনীর বাবা-মায়ের প্রতি সমবেদনা রয়েছে আমাদের সকলের। আবেগ জড়িয়ে রয়েছে আমাদের এই প্রতিবাদ মিছিলে। এতদিন হয়ে যাওয়ার পর আজ পরিস্থিতির বিচার করে ডাক্তারদের আন্দোলন প্রত্যাহার করে নেওয়াটাই কি উচিত নয়?
#Mamata Banerjee# RG Kar incident# Doctors Protest# TMC# BJP#
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
গানের আওয়াজে বোঝা গেলনা হাতির উপস্থিতি, পিকনিক স্পটে আচমকাই গজরাজের আক্রমণ ...
সিদ্ধান্ত নেওয়া হবে শীঘ্রই, রেল কর্তৃপক্ষের আশ্বাসের পর বন্ধ প্রতিবাদ আন্দোলন...
মুখ্যমন্ত্রীর ভর্ৎসনা, তারপরেই অ্যাকশন মুডে মালদার পুলিশ, ধরা পড়ল কতজন? ...
আকাশ ছুঁতে চাইলে পরিশ্রমই মূল মন্ত্র, পড়ুয়াদের উপদেশ সাংসদ রচনার...
হারিয়ে যাওয়া ঐতিহ্যের সাক্ষী কোচবিহার রাজবাড়ি, এই শীতে দেখে আসতে পারেন এই হেরিটেজ স্থাপত্য ...
বছরের প্রথম বিকেলে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত তিন...
সারি সারি কমলালেবুর গাছ থেকে ঝুলছে কমলা, অশোকনগর কি দার্জিলিং? বছরের প্রথমদিন উপচে পড়া ভিড় ...
১১৩ বছর বয়সে মৃত্যু কোচবিহারের রাজ আমলের রাঁধুনির...
কম্বল নিতে হুড়োহুড়ি, ভিড়ের চাপে দেওয়াল ভেঙে আহত সাত...
অনুব্রত নয়, মিলনমেলায় রাজমুকুট উঠলো কাজল শেখের মাথায় ...
'স্যার, গুলি খেয়ে মরব তবু ধরা দেব না', অভিযুক্তকে ধরতে নাকানি-চোবানি পুলিশের! ফিরল খালি হাতেই ...
ভয়াবহ পথ দুর্ঘটনা দীঘায়, প্রাণ গেল এক শিশু সহ দুইজনের...
বিজেপিকে 'কুঁজো' ও 'গামছা' -র সঙ্গে তুলনা কুণালের, তীব্র আক্রমণ শুভেন্দুকেও...
নওদা থেকে জঙ্গি সন্দেহে ধৃত যুবকরা মহিলাদেরও 'রিক্রুট' করার চেষ্টায় ছিল, তদন্তে এসটিএফ ...
স্বামীর মৃত্যুর পর নিজের বাড়ির অধিকার পেতে ধর্নায় বসলেন বৃদ্ধা...