মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

বিনোদন | Naseeruddin Shah: ‘থোবড়া দেখানোর জন্য এইসব করেন…’ বলি-তারকাদের উপর কেন চটলেন নাসির? ফাঁস করলেন কোন গোপন কথা?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ২৯ আগস্ট ২০২৪ ১৩ : ৫৯Rahul Majumder


সংবাদ সংস্থা মুম্বই: ১৯৯৯ সালের ২৪ ডিসেম্বর মোট ছয় পাকিস্তানি জঙ্গি কাঠমাণ্ডু থেকে দিল্লিগামী আইসি-৮১৪ বিমান অপহরণ করেন। এই হাড় হিম করা সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে IC ৮১৪: দ্য কান্দাহার হাইজ্যাক ওয়েব সিরিজ। নেটফ্লিক্সে এই নয়া সিরিজের অভিনেতাদের তালিকাও দেখার মত। রয়েছেন নাসিরুদ্দিন শাহ, পঙ্কজ কাপুরের মতো দেশের অন্যতম দক্ষ অভিনেতারা।

 

সম্প্রতি, এই সিরিজের অভিনেতারা একটি গোল টেবিল বৈঠকে বসেছিলেন সিরিজ ও বলিপাড়ার নানা বিষয় নিয়ে আড্ডা-আলোচনা করতে। সেই আলোচনাতেই উঠে এল ইদানিং যেকোনও ছবি অথবা ওয়েব সিরিজের মুক্তি পাওয়ার আগে যে হারে সেটির প্রচার সারা হয় নির্মাতা ও তারকাদের তরফে, সেই বিষয়ে। পঙ্কজ কাপুর সামান্য প্রচারের দিকে সামান্য সমর্থন জানালেও চাঁছাছোলা ভাষায় প্রচারবিষয়টিকে এবং এই বিষয়ে বলি-তারকাদের ভূমিকা নিয়ে সমালোচনায় মুখর হলে নাসিরুদ্দিন শাহ।

 

 

পঙ্কজ কাপুর যেমন জানালেন একটা পর্যায় পর্যন্ত তাঁর অভিনীত ছবি কিংবা সিরিজের জন্য তাঁর প্রচার সারতে কোনও আপত্তি নেই। কিন্তু ওই যে, একটা পর্যায় পর্যন্ত। তারপর আর নয়। অন্যদিকে, নাসিরুদ্দিন শাহ কিন্তু কড়া ভাষায় বলে উঠলেন, “আমার ব্যক্তিগত মতামত, এইসব প্রচারে কিস্যু লাভ হয় না! কোনও ছবি কিংবা ওয়েব সিরিজ যতই বড় করে নিজেদের প্রচার করুক না কেন আখেরে তাতে লাভ শূন্য! দর্শক ঠিক বুঝে যান কোন ছবিটি তাঁরা দেখতে ইচ্ছুক কিংবা ইচ্ছুক নয়। আসলে, এইসব প্রচার সারার পিছনের মূল কারণ তারকা, অভিনেতা-অভিনেত্রীরা নিজেদের থোবড়া দেখাতে চান!  বর্ষীয়ান অভিনেতার কথা থেকেই স্পষ্ট বলি-অভিনেতা, অভিনেত্রীরা স্রেফ প্রচারের আলোয় থাকার জন্য, এইসব ছবি, সিরিজের প্রচারে মেতে ওঠেন, এত আগ্রহ দেখান। এর বাইরে আর কোনও কারণ নেই। আরও বলেন, “আমরা তখন খানিক ছোট। দিলীপ কুমার তখন দু'বছরে মাত্র একটি ছবি করে। আমরা বন্ধুরা কিন্তু দু'বছর আগেই পরিকল্পনা এঁটে রাখতাম ওই ছবিটি মুক্তি পাওয়ার পর কবে, কখন ওই ছবিটি দেখতে যাব। বোঝাতে চাইছি, দর্শক যদি ঠিক করেন কোনও ছবি দেখবেন তো দেখবেন

 

প্রসঙ্গত, মাসুদ আজহার আলভি-সহ তিন কুখ্যাত জঙ্গিনেতার মুক্তির দাবিতেই এই আইসি-৮১৪ বিমানটি অপহরণ করা হয়। এই বিমানে মোট ১৭৯ জন যাত্রী এবং ১১ জন বিমান কর্মী ছিলেন। অমৃতসর, লাহৌর এবং দুবাই হয়ে অবশেষে বিমানটি আফগানিস্তানের কন্দহরে থামানো হয়। জঙ্গিরা রুপিন কাটিয়াল নামে এক যাত্রীকে নির্মম ভাবে হত্যাও করে। বাকি যাত্রীদের প্রাণের বিনিময়ে অবশেষে মাসুদ-সহ তিন জঙ্গিনেতাকে মুক্তি দেওয়া হয়।

 




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

পর্দার জন্য নয়, বাস্তবে বিয়ের পিঁড়িতে বসছেন 'মেম বউ' সিরিয়ালের অভিনেত্রী বিনীতা চট্টোপাধ্যায় ...

'আমার সামনে দাঁড়াতেই...', অমিতাভকে দেখে বদলে গিয়েছিল রেখার নাচ! কোন গোপন কথা ফাঁস করলেন 'উমরাও জান'?...

অন্তর্বাস না পরা থেকে পাজামা খুলে যাওয়া, ‘জগন’-এর কথা বলতে গিয়ে আবেগে ভেসে আর কী বললেন সুব্রত?...

অভিনয়ের পাশাপাশি এবার পরিচালনায় রেজওয়ান! অ্যান্টনি ফিরিঙ্গি থেকে পুরনো কলকাতা ছুঁয়ে তৈরি করলেন ‘কালী কথা কলিকাতা’...

‘অ্যানিম্যাল’ নিয়ে রিয়্যালিটি শো-এর প্রতিযোগীর সঙ্গে তর্কে জড়ালেন পরিচালক, কটাক্ষ জাভেদ আখতারকেও!...

‘নর্মদা বাঁচাও আন্দোলন’-এর সঙ্গে এক বিন্দুতে মা হারা-কিশোরের যন্ত্রণাকে মেলায় গৌতমের ‘পরিক্রমা’ ...

গ্লোবের পাঁচ টাকার টিকিট, উথালপাথাল প্রেম এবং ‘গডফাদার’...

জন্মদিনে শর্মিলাকে ‘গ্যাংস্টার’ তকমা! শাশুড়ি-বউমার কেমন রসায়ন বোঝাতে চাইলেন করিনা?...

পুষ্পা ২’র বাজিমাত! সব রেকর্ড ভেঙে চুরমার, তৃতীয় দিনে অল্লু অর্জুনের ছবির ঝুলিতে কত আয়? ...

‘আমি বিন্দুমাত্র লজ্জিত নই, দুঃখিত-ও নই! বাংলা ভাষা আমার গর্ব ’, অকপট ইমন চক্রবর্তী ...

ক্ষুরধার বুদ্ধি অথচ ভাল খাবার পেলেই বাকি সব ভুল বিলকুল! কবে পর্দায় আসছে গোয়েন্দা ‘ফেলুবক্সী’?...

‘ছোট্ট মনে কষ্ট চেপে...’, মেয়ের জন্মদিনে আবেগঘন শ্রীলেখা, প্রাক্তন স্বামীকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী? ...

‘রাঙামতি তিরন্দাজ’ থেকে সরলেন মাধুরিমা! এবার বৃন্দা চরিত্রে দেখা যাবে কোন জনপ্রিয় অভিনেত্রীকে?...

মায়ের ‘সমান’ আরাধ্যা! প্রিমিয়ারে মৃত মহিলার পরিবারকে কত টাকা অর্থসাহায্য ‘পুষ্পা’র? ...

কলকাতা চলচ্চিত্র উৎসবে ‘অহনা’, প্রতিযোগিতায় জায়গা করে নিল প্রমিতা ভৌমিকের প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি...



সোশ্যাল মিডিয়া



08 24