বুধবার ২০ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৯ নভেম্বর ২০২৩ ০৯ : ২৮Riya Patra
জয়ন্ত আচার্য, ঢাকা: বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ৭১-এ যুদ্ধাপরাধীর দায়ে অভিযুক্ত রাজনৈতিক দল জামায়াত ই ইসলামীর নিবন্ধন অবৈধ বলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াতের করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। এর ফলে জামায়াতের নিবন্ধন বাতিলই থাকবে। অর্থাৎ বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত। ওই আপিলের ওপর শুনানির পর আজ রবিবার বাংলাদেশের আপিল বিভাগ এই রায় বহাল রেখেছে।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ বিচারপতির বেঞ্চ এই আদেশ দিয়েছেন। এই রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট ২০০৯ সালের ২৭ জানুয়ারি রুল জারি করে। ছয় সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়। রুলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত এবং গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০ (বি) (১) (বি) (২) ও ৯০ (সি) অনুচ্ছেদের লঙ্ঘন ঘোষণা করা হবে না- তা জানতে চাওয়া হয়।
জামায়াতের নিবন্ধন নিয়ে রুল জারির পর ওই বছরের ডিসেম্বরে একবার, ২০১০ সালের জুলাই ও নভেম্বরে দুইবার এবং ২০১২ সালের অক্টোবর ও নভেম্বরে দুইবার তাদের গঠনতন্ত্র সংশোধন করে নির্বাচন কমিশনে জমা দেয়। এসব সংশোধনীতে দলের নাম ‘জামায়াতে ইসলামী, বাংলাদেশ’ পরিবর্তন করে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ করা হয়। পরে ২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি আবেদনকারীরা এই রুল শুনানির জন্য বেঞ্চ গঠনের জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন করেন। এ আবেদনের পরিপ্রেক্ষিতে ওই বছরের ৫ মার্চ আবেদনটি বিচারপতি এম মোয়াজ্জাম হোসেনের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়। ১০ মার্চ সাংবিধানিক ও আইনের প্রশ্ন জড়িত থাকায় বৃহত্তর বেঞ্চে শুনানির প্রয়োজনীয়তা উল্লেখ করে আবেদনটি প্রধান বিচারপতির কাছে পাঠানোর আদেশ দেন দ্বৈত বেঞ্চ। ওইদিন প্রধান বিচারপতি তিন বিচারপতির সমন্বয়ে বৃহত্তর বেঞ্চ গঠন করে দেন।
২০১৩ সালের ১২ জুন ওই রুলের শুনানি শেষ হলে যে কোনও দিন রায় দেবেন বলে জানিয়ে অপেক্ষমাণ (সিএভি) রাখেন হাইকোর্টের বৃহত্তর (লার্জার) বেঞ্চ। পরে জামায়াতকে দেওয়া নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন ২০১৩ সালের ১ আগস্ট সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে অবৈধ বলে রায় দেন বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কাজী রেজা-উল-হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বৃহত্তর (লার্জার) বেঞ্চ। পরে একই বছরের ২ নভেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে জামায়াতে ইসলামী আপিল করে। ওই আপিল শুনানিতে উদ্যোগ নেন রিটকারী পক্ষ। সে অনুসারে আপিলটি চলতি বছরের ৩১ জানুয়ারি কার্যতালিকায় ওঠে।
এরপর ৩১ জানুয়ারি তৎকালীন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেওয়া নিবন্ধন অবৈধ বলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের সার সংক্ষেপ প্রস্তুত করতে চূড়ান্তভাবে দুই মাস সময় দেন। পরে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের সারসংক্ষেপ জমা দেয় জামায়াতে ইসলামী।
হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামী করা লিভ টু আপিলের ওপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আজ শুনানির দিন ধার্য ছিল। তারই ধারাবাহিকতায় আজ শুনানির পর আদেশ দেওয়া হল।
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
কাজের চাপ কমাতে ডেটিং করুন, অ্যাপ খুলে দিল কোম্পানি, কোথায় চালু আজব এই নিয়ম...
বসকে বকুনি দেওয়ার লোক এসে গিয়েছে, কোন কোম্পানি চালু করল এই নতুন নিয়ম?...
সাইবার আক্রমণে নতুন হাতিয়ার, সহজেই বোকা হবেন আপনি ...
ক্যান্সারের খরচ জোগাতে লোকের থেকে টাকা তুলেছিলেন, সেই টাকায় কী করলেন যুবক ...
প্রাচীন পৃথিবীর রহস্য উন্মোচিত, অ্যান্টার্কটিকায় কী আবিষ্কার করলেন বিজ্ঞানীরা ...
সমুদ্রের মাঝে মাছ ধরছিলেন মৎস্যজীবীরা, হঠাৎই টান পড়ল জালে, জলের তলা থেকে যা বেরোল.......
হড়বড়িয়ে ইলন মাস্কের এক্স ছাড়ছেন ব্যবহারকারীরা, যোগ দিচ্ছেন ‘রাইভাল’ ব্লুস্কাই-এ, সামনে এল ‘সত্যি কারণ’...
'এটা অফিস, ক্লাব নয়', মিটিংয়ে গরহাজির হতেই বসের কড়া পদক্ষেপ, মাথায় হাত কর্মীদের ...
জি ২০ সম্মেলনে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে ব্রাজিল পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...
গলা ফোলার জন্য চিকিৎসকের কাছে গিয়েছিলেন তরুণী, চিকিৎসা করতে গিয়েই অবাক হয়ে গেলেন চিকিৎসক, তারপর যা বললেন......
ইলন মাস্কের স্বপ্নকে কীভাবে বাস্তবে রূপ দেওয়া হচ্ছে, জানলে অবাক হবেন ...
গুগলকে আরও উন্নত করবে জেমিনি, কতটা সুবিধা হবে ব্যবহারকারীদের ...
পৃথিবীতে সেরা যোদ্ধা ছিল মানুষ, তারপর কী হল
আমেরিকা থেকে ভারত আসতে সময় লাগবে ৩০ মিনিট, আর কী বললেন ইলন মাস্ক ...
বেকারির মালিকের সঙ্গে রোজ আড্ডা, ৫০ বছর পর জানলেন তিনিই মা! ডিএনএ পরীক্ষার পর চমকে গেলেন প্রৌঢ় ...
‘তুমি একটি আবর্জনা, দয়া করে মরো’, গুগুলের জেমিনি এআইয়ের এই মন্তব্যে তোলপাড় গোটা বিশ্ব...