বুধবার ০৫ ফেব্রুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Sumit | ১৭ আগস্ট ২০২৪ ২০ : ৪৩Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মেসিতে প্রথম বর্ষের কলেজের এক ছাত্রের মৃত্যুর ঘটনায় তার বাবা শনিবার মালদার ইংরেজবাজার থানায় খুনের অভিযোগ দায়ের করলেন।
গত মঙ্গলবার ওই কলেজের একটি বন্ধ ঘরে ডিপ্লোমা ফার্মেসির প্রথম বর্ষের ছাত্র মালদার জেলার বাসিন্দা তৌহিদ করিমের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। শনিবার বিকেলে মালদার ইংরেজবাজার থানায় দায়ের হওয়া লিখিত অভিযোগে মৃত ওই ছাত্রের বাবা রেজাউল করিম অভিযোগ করেছেন তার সন্তানের মৃত্যুর পর রঘুনাথগঞ্জ থানা, কলেজ কর্তৃপক্ষ বা পুলিশ প্রশাসনের কাছ থেকে তারা কোনও সহযোগিতা পাননি। সন্তানের মৃত্যুতে তারা মানসিকভাবে ভেঙে পড়ায় লিখিত অভিযোগ দায়ের করতে দেরি হয়েছে।
জঙ্গিপুর পুলিশ জেলার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন ইংরেজবাজার থানায় এফআইআর দায়েরের খবর তার ইতিমধ্যেই পেয়েছেন। অভিযোগ পত্রটি 'জিরো এফআইআর' হিসেবে গ্রহণ করে রঘুনাথগঞ্জ থানায় একটি খুনের মামলা দায়ের করা হবে।
তবে ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন ইতিমধ্যেই মৃত ছাত্রের দেহের ময়নাতদন্ত করা হয়েছে এবং তার রিপোর্টও পুলিশের হাতে এসেছে । সেই রিপোর্টে ছাত্রের দেহে কোনও আঘাতের উল্লেখ নেই। পুলিশ জানিয়েছে ঘটনার দিন রাতে কলেজ হস্টেলের একটি বন্ধ ঘরের দরজা ভেঙে ওই ছাত্রকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। ছাত্রের দেহ উদ্ধারের ঘটনার সময় তার একাধিক বন্ধু এবং কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে বেশ কয়েকজন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং গোটা ঘটনাটি ভিডিওগ্রাফি করা হয়েছে।
ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃত এই ছাত্রের বাবা রেজাউল করিম জানিয়েছেন, গত ১৩ তারিখ সকাল ৮ টা থেকে তারা তৌহিদকে একাধিকবার ফোন করল কোনও উত্তর পাননি। এরপর ঐদিন রাত সাড়ে আটটা থেকে নটা নাগাদ তিনি নিজেই ওই কলেজে গিয়ে উপস্থিত হন।
লিখিত অভিযোগে রেজাউল জানিয়েছেন, আমি যখন কলেজের পৌঁছায় সেই সময় আমার ছেলের ঘরের রুমমেট, নেজিবুর আমার স্ত্রীকে ফোন করে জানিয়েছিল তৌহিদের দেহ তার পাশের ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।
মৃত ওই ছাত্রের বাবা তার লিখিত অভিযোগে দাবি করেছেন তার ছেলের মৃত্যুর জন্য কলেজ কর্তৃপক্ষ এবং তার রুমমেটরা সম্পূর্ণভাবে দায়ী। তারা সমস্ত ঘটনা আগে জানা সত্ত্বেও পরিবারকে কিছুই জানায়নি। এমনকি এই বিষয়ে জানতে চাইলে সেটি উপেক্ষা করে গিয়েছিল। তার দৃঢ় বিশ্বাস তৌহিদকে শারীরিকভাবে আঘাত করে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।
যদিও ওই কলেজের সভাপতি দীপক দাস বলেন, 'ছেলেটি ভিডিও কল অন রেখে তার 'প্রেমিকার' সঙ্গে কথা বলতে বলতে আত্মহত্যা করেছে। ঘটনার দিন ওই ছাত্র তার এক বন্ধুকে বলে কিছু কাজের জন্য সে বাইরে যাচ্ছে। ওই দিন কলেজের বাকি ছাত্ররা স্বাধীনতা দিবসের প্রস্তুতি নিয়ে ব্যাস্ত থাকার কারণে সারাদিন তৌহিদ কোথায় রয়েছে তার খোঁজ করেনি। কিন্তু ওই ছাত্রের বাড়ির লোক খোঁজাখুঁজি শুরু করলে আমরাও কলেজ হস্টেলে তৌহিদের খোঁজ শুরু করি। সেই সময় তিনতলার একটি ঘরে তার দেহ উদ্ধার হয়। এরকম ঘটনা আমাদের কলেজের ইতিহাসে আগে হয়নি। "
#Murshidabad#Student dead
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
ভূমিপুজোর মধ্য দিয়ে হল ত্রিবেণী কুম্ভের সূচনা, বিশেষ সতর্কতা জেলা প্রশাসনের...
বাংলাকে ভুলবেন না, বিনিয়োগের জন্য আদর্শ রাজ্য বাংলা, বিজিবিএস-এর মঞ্চ থেকে বললেন মমতা...
জলে ঝাঁপ দেওয়াই হল কাল, হুগলিতে মর্মান্তিক পরিণতি কিশোরের ...
চন্দননগরে কেটে ফেলা হল প্রাচীন বকুল গাছ, সরব পরিবেশপ্রেমীরা...
চীন-বাংলাদেশের নাকের ডগায় সেনাবাহিনীর লাইভ ফায়ার মহড়া, প্রদর্শিত পিনাকা রকেট-সহ বিভিন্ন ক্ষেপনাত্রের বিধ্বংসী ক্ষমতা...
প্রেমে বিচ্ছেদ! ক্ষিপ্ত যুবকের ব্যাগে সিঁদুর নিয়ে প্রাক্তনীকে হত্যার চেষ্টা, শেষে গ্রেপ্তার...
স্বামীর কিডনি বিক্রির টাকা নিয়ে নতুন সংসার পাতলেন স্ত্রী, সাঁকরাইলের ঘটনায় সকলে হতবাক...
শিলিগুড়িতে ছেলের হাতে খুন মা, এলাকায় উত্তেজনা...
বাঙালির ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে তত্ত্ব হাতে ছাত্রদের জন্য অপেক্ষায় ছাত্রীরা, কোন বিশ্ববিদ্যালয়ে এই রীতি?...
বোরোলি, বোয়াল-সহ তিস্তার জলে মরা মাছের ভিড়, বিষ প্রয়োগ না অন্য কারণ?...
লাভপুরে ফের পুলিশের ওপর হামলা, ইটের আঘাতে আহত এক পুলিশকর্মী...
দেগঙ্গায় ফের দুঃসাহসিক ডাকাতি, আলমারি ভেঙে লুঠ সোনার গয়না, লক্ষাধিক নগদ টাকা...
উলুবেড়িয়া কালীবাড়িতে সরস্বতী পুজো ঘিরে বিশৃঙ্খলা, অনুষ্ঠান বন্ধ করল পুলিশ ...
হাতির সঙ্গে জেসিবি নিয়ে লড়াই, গ্রেপ্তার চালক...
গোটা সেদ্ধ তো শুনেছেন, জানেন কী কী থাকে এই খাবারে? কেনইবা সরস্বতী পুজোর পরেরদিন খাওয়া হয়?...