সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad : মুর্শিদাবাদে ফার্মাসি ছাত্রের দেহ উদ্ধার, মালদায় অভিযোগ দায়ের

Sumit | ১৭ আগস্ট ২০২৪ ২০ : ৪৩Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক :  মুর্শিদাবাদের  রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মেসিতে প্রথম বর্ষের  কলেজের এক ছাত্রের মৃত্যুর ঘটনায় তার বাবা শনিবার মালদার ইংরেজবাজার থানায় খুনের অভিযোগ দায়ের করলেন। 

 

গত মঙ্গলবার ওই কলেজের একটি বন্ধ ঘরে ডিপ্লোমা ফার্মেসির প্রথম বর্ষের ছাত্র মালদার জেলার বাসিন্দা তৌহিদ করিমের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। শনিবার বিকেলে মালদার ইংরেজবাজার থানায় দায়ের হওয়া লিখিত অভিযোগে মৃত ওই ছাত্রের বাবা রেজাউল করিম অভিযোগ করেছেন তার সন্তানের মৃত্যুর পর রঘুনাথগঞ্জ থানা, কলেজ কর্তৃপক্ষ বা পুলিশ প্রশাসনের কাছ থেকে তারা কোনও সহযোগিতা পাননি। সন্তানের মৃত্যুতে তারা মানসিকভাবে ভেঙে পড়ায় লিখিত অভিযোগ দায়ের করতে দেরি হয়েছে। 

 

জঙ্গিপুর পুলিশ জেলার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন ইংরেজবাজার থানায় এফআইআর দায়েরের খবর তার ইতিমধ্যেই পেয়েছেন। অভিযোগ পত্রটি 'জিরো এফআইআর' হিসেবে গ্রহণ করে রঘুনাথগঞ্জ থানায় একটি খুনের মামলা দায়ের করা হবে। 

 

তবে ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন ইতিমধ্যেই মৃত ছাত্রের দেহের ময়নাতদন্ত করা হয়েছে এবং তার রিপোর্টও পুলিশের হাতে এসেছে । সেই রিপোর্টে ছাত্রের দেহে কোনও আঘাতের উল্লেখ নেই। পুলিশ জানিয়েছে ঘটনার দিন রাতে কলেজ হস্টেলের একটি বন্ধ ঘরের দরজা ভেঙে ওই ছাত্রকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। ছাত্রের দেহ উদ্ধারের ঘটনার সময় তার একাধিক বন্ধু এবং কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে বেশ কয়েকজন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং গোটা ঘটনাটি ভিডিওগ্রাফি করা হয়েছে। 

 

ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃত এই ছাত্রের বাবা রেজাউল করিম জানিয়েছেন, গত ১৩ তারিখ সকাল ৮ টা থেকে তারা তৌহিদকে একাধিকবার ফোন করল কোনও উত্তর পাননি। এরপর ঐদিন রাত সাড়ে আটটা থেকে নটা নাগাদ তিনি নিজেই ওই কলেজে গিয়ে উপস্থিত হন। 

 

লিখিত অভিযোগে রেজাউল জানিয়েছেন, আমি যখন কলেজের পৌঁছায় সেই সময় আমার ছেলের ঘরের রুমমেট, নেজিবুর আমার স্ত্রীকে ফোন করে জানিয়েছিল তৌহিদের দেহ তার পাশের ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। 

 

মৃত ওই ছাত্রের বাবা তার লিখিত অভিযোগে দাবি করেছেন  তার ছেলের মৃত্যুর জন্য কলেজ কর্তৃপক্ষ এবং তার রুমমেটরা সম্পূর্ণভাবে দায়ী। তারা সমস্ত ঘটনা আগে জানা সত্ত্বেও পরিবারকে কিছুই জানায়নি। এমনকি  এই বিষয়ে জানতে চাইলে সেটি উপেক্ষা করে গিয়েছিল। তার দৃঢ় বিশ্বাস তৌহিদকে শারীরিকভাবে আঘাত করে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।

 

যদিও ওই কলেজের সভাপতি দীপক দাস বলেন, 'ছেলেটি ভিডিও কল অন রেখে তার 'প্রেমিকার' সঙ্গে কথা বলতে বলতে আত্মহত্যা করেছে। ঘটনার দিন ওই ছাত্র তার এক বন্ধুকে বলে কিছু কাজের জন্য সে বাইরে যাচ্ছে। ওই দিন কলেজের বাকি ছাত্ররা স্বাধীনতা দিবসের প্রস্তুতি নিয়ে ব্যাস্ত থাকার কারণে সারাদিন তৌহিদ কোথায় রয়েছে তার খোঁজ করেনি। কিন্তু ওই ছাত্রের বাড়ির লোক খোঁজাখুঁজি শুরু করলে আমরাও কলেজ হস্টেলে তৌহিদের খোঁজ শুরু করি। সেই সময় তিনতলার একটি ঘরে তার দেহ উদ্ধার হয়। এরকম ঘটনা আমাদের কলেজের ইতিহাসে আগে হয়নি। "

 


#Murshidabad#Student dead



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

বক্সায় আচমকা উধাও নোটিশ, পর্যটন ব্যবসায়ীদের ক্ষতির কথা ভেবেই কি সিদ্ধান্ত? চুপ বনদপ্তর...

'অমিত শাহের পদত্যাগ করা উচিত', আম্বেদকর কাণ্ডে দাবি তৃণমূল সাংসদ কল্যাণের...

অসম এসটিএফ-এর হাতে কেরল থেকে ধৃত জঙ্গি হরিহরপাড়ার বাসিন্দা, রয়েছে ভোটার তালিকায় নামও...

ময়নাগুড়িতে গরু চড়াতে গিয়ে গন্ডারের হামলার মুখে পড়লেন ব্যক্তি, অবস্থা আশঙ্কাজনক...

৭২ ঘন্টায় রমেশ খুনের কিনারা, ৭০ হাজারের বিনিময়ে ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে খুন স্ত্রীর...

মাত্র ৪ ঘণ্টায় উদ্ধার অপহৃত নাবালিকা, দুষ্কৃতীদের গ্রেপ্তার পুলিশের ...

ছাত্রদের চুলে লাল-নীল রং, কিম্ভূতকিমাকার ছাঁট, প্রতিকারে ক্ষৌরকারদের শরণাপন্ন স্কুল কর্তৃপক্ষ ...

মৌসুনি দ্বীপে আগুন, পুড়ে ছাই বহু কটেজ, কোনও মতে প্রাণে বাঁচলেন পর্যটকেরা...

আচমকাই নেমে এল ধস, সিকিমের পর্যটন নিয়ে বড় খবর ...

পাস্তায় পিরিয়ডিক টেবিল লিখে চমক! ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম কোন্নগরের সৌমদ্বীপের...

রাজ্য-ডিভিসি বিবাদেই কি সঙ্কট! চাষের জল পাচ্ছেন না পূর্ব বর্ধমানের কৃষকরা...

ইএসআই হাসপাতালে চন্দ্রবোড়ার উপদ্রব! আতঙ্কে রোগী এবং রোগীর পরিজন, ডাক পড়ল বিশেষজ্ঞের...

স্ত্রীর সঙ্গে পরিকল্পনা করেই প্রেমিকার খুনের সুপারি দিয়েছিল সেনাকর্মী...

কানের দুল ছিনতাইয়ে বাধা, বৃদ্ধাকে একা পেয়ে কুপিয়ে খুন করল প্রতিবেশী...

হতে পারেন লেপার্ড বা বাইসনের মুখোমুখি, জঙ্গল সাফারিতে নতুন নিয়ম গরুমারায় ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



08 24