বুধবার ১১ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | Stree 2: 'স্ত্রী ২' তৈরির সময় থেকেই কোন বিষয়ে একেবারে নিশ্চিত ছিলেন রাজকুমার? কলকাতায় এসে জানালেন আজকাল ডট ইনকে

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১২ আগস্ট ২০২৪ ১৬ : ১৫Snigdha Dey


নিজস্ব সংবাদদাতা: আগামী ১৫ আগস্ট মুক্তি পাচ্ছে 'স্ত্রী ২'। তার আগে কলকাতায় ছবির প্রচারে হাজির রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর। কলকাতায় এসেই সন্দেশ দিয়ে মিষ্টি মুখ করলেন শ্রদ্ধা। সেই ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করলেন অভিনেত্রী।


আজকাল ডট ইন প্রশ্ন রেখেছিল, 'স্ত্রী'-এর সিক্যুয়েলে অভিনয় করার সময় প্রথম কোন ভাবনাটা মাথায় এসেছিল রাজকুমারের? উত্তরে অভিনেতা বলেন, "স্ত্রী যেভাবে আমাদের সাফল্যের পথ দেখিয়েছিল, আমরা প্রত্যেকে এই ছবির সিক্যুয়েলে খুব সচেতন ছিলাম। যাতে আগেরবারের রেশ দর্শকের মধ্যে থাকে। এই ছবির শুটিংয়ে আমরা প্রত্যেকে চেষ্টা করেছি, যাতে 'স্ত্রী'-এর থেকে এই সিক্যুয়েল আরও বেশি দর্শকের মনোরঞ্জন করতে পারে প্রতিটি দৃশ্যে অভিনয় করার সময় মাথায় চলছিল যাতে কোনও সময় দর্শক আগ্রহ না হারিয়ে ফেলেন।"


ছবির শ্রদ্ধার শক্তি তাঁর বিনুনিতে। বাস্তবে সুযোগ পেলে তিনি কোন বিশেষ ক্ষমতার অধিকারী হতে চাইতেন? শ্রদ্ধার কথায়, "যদি বিশেষ মুহূর্তকে আরও বেশিক্ষণ ধরে রাখতে পারতাম, তাহলে ভাল হতো। আমার এই বিশেষ ক্ষমতা থাকলে খুব খুশি হতাম।"


এই ছবিতে অভিনয় করতে গিয়ে কী কোনও ভৌতিক অভিজ্ঞতা হয়েছে নায়ক-নায়িকার? রাজকুমারের কথায়, "ছবিটা খুব মজা করে তৈরি হয়েছে। ছবির বিশেষ আকর্ষণ হল কমেডি। আর যেখানে হাসি,মজা রয়েছে সেখানে ভুতের ভয় একেবারেই ছিল না।"


বাঙালি জামাই রাজকুমারকে এদিন বাংলায় কথা বলতেও শোনা গেল। তাঁর সঙ্গে ভাঙা বাংলায় সুর মেলালেন শ্রদ্ধাও। এদিন কলকাতায় প্রচারের মঞ্চে নাচের তালে পা মেলাতেও দেখা গেল শ্রদ্ধা ও রাজকুমারকে।


#shraddha kapoor#rajkumar rao#bollywood#tollywood#stree 2#entertainment news



বিশেষ খবর

নানান খবর