শুক্রবার ২২ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

দেশ | Telangana Election: বিআরএস‌–বিজেপি গোপন সমঝোতার অভিযোগ‌ খাড়গের, তেলেঙ্গানায় ইস্তাহার প্রকাশ কংগ্রেসের

Rajat Bose | ১৮ নভেম্বর ২০২৩ ০৫ : ০১Rajat Bose


আবু হায়াত বিশ্বাস, দিল্লি:‌ তেলেঙ্গানায় বিজেপি–বিআরএসের মধ্যে গোপন সমঝোতা হয়েছে। নির্বাচনী জনসভায় এমনই দাবি করলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। তেলেঙ্গানায় ভোটে জিততে একগুচ্ছ প্রতিশ্রুতি নিয়ে ময়দানে কংগ্রেস। শুক্রবার দলের ইস্তাহার প্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। ৬ গ্যারান্টির ঘোষণা করেন তিনি। এদিন ৪২ পাতার ‘‌অভয় হস্তম’ প্রকাশ করে খাড়গে দাবি করেন, তেলেঙ্গানার জনগণ পরিবর্তনের জন্য মুখিয়ে আছেন। যে কোনও মূল্যে বিআরএস সরকারকে হঠাতে চায় তারা। কংগ্রেস জোর দিয়েছে, শিক্ষা, কর্মসংস্থান, জনকল্যাণে। ইস্তাহারে জোর দেওয়া হয়েছে ধর্মীয় অধিকার ও সংস্কৃতির সুরক্ষার বিষয়েও। বলা হয়েছে, সরকার গঠনের ছয় মাসের মধ্যে জাতিশুমারি করা হবে। সরকারি চাকরি, শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘু ও ওবিসিদের ন্যায্য সংরক্ষণ নিশ্চিত করা হবে। কংগ্রেস সভাপতি এদিন দাবি করেন, কর্ণাটক, হিমাচলে যে প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস, তা বাস্তবায়ন করেছে। ক্ষমতায় এলে তেলেঙ্গানাতেও ৬ গ্যারান্টি বাস্তবায়ন করা হবে। খাড়গে বলেন, এই নির্বাচনী ইস্তাহার তাদের কাছে গীতা, কুরআন এবং বাইবেলের মতো। প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। তেলেঙ্গানায় ক্ষমতায় এলে প্রথম মন্ত্রিসভার বৈঠকে ছয় গ্যারান্টি অনুমোদন দেওয়া হবে।

 তেলেঙ্গানা দখলে কংগ্রেসের প্রতিশ্রুতি, সরকার গঠনের পরেই ২ লক্ষ কর্মসংস্থানের বন্দোবস্ত করবে সরকার। তেলেঙ্গানায় পরিবারের মহিলা প্রধানদের আড়াই হাজার টাকা দেওয়া হবে। ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার। নিখরচায় বাস যাত্রা। কৃষকদের বছরে ১৫ হাজার টাকা। ধানে প্রতি কুইন্টালে ৫০০ টাকা বোনাস। কৃষি শ্রমিকদের ১২ হাজার টাকা। ২০০ ইউনিট বিদ্যুৎ ফ্রি। একটি বাড়ি তৈরির জন্য ৫ লক্ষ টাকা সাহায্য। তেলেঙ্গানা আন্দোলনের সঙ্গে যুক্তদের ২৫০ বর্গ গজ জমি দেওয়া হবে। বার্ধক্য ভাতা ৪ হাজার। ১০ লক্ষ টাকার স্বাস্থ্যবীমা। পড়ুয়াদের জন্য ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তা এবং ইংরেজি মাধ্যম স্কুল তৈরির মতো প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। খাড়গে মনে করিয়ে দিচ্ছেন,‘‌কর্ণাটকে কংগ্রেস যে প্রতিশ্রুতি দিয়েছিল ভোটের আগে, সরকার গড়ে সেই প্রতিশ্রুতি পূরণ করেছে। কংগ্রেস যা বলে, তাই করে। সোনিয়া গান্ধী তেলেঙ্গানা রাজ্য গঠনের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তা পূরণ করেছেন। নরেন্দ্র মোদি এবং কেসিআর যতই চেষ্টা করুক না কেন, তারা ক্ষমতায় আসতে পারবে না। রাজ্যে কংগ্রেস আসবে। কারণ জনগণ তাদের কেলেঙ্কারি ধরে ফেলেছে। কেসিআরের অবসরের দিন চলে এসেছে।’‌

 আগামী ৩০ নভেম্বর তেলেঙ্গানার ১১৯ আসনে ভোট। তেলেঙ্গানায় মূল লড়াই কংগ্রেস এবং বিআরএসের মধ্যে। বিজেপির সংগঠন শক্তপোক্ত নয়। কংগ্রেসের পালে ভাল হাওয়া রয়েছে এই রাজ্যে। গত কয়েক মাসে বিজেপির বেশ কয়েকজন নেতা কংগ্রেসে যোগ দিয়েছেন। প্রাক্তন মন্ত্রী তথা পাঁচ বারের বিজেপি বিধায়ক এ চন্দ্রশেখর, প্রাক্তন সাংসদ কে রাজাগোপাল রেড্ডি, বিধানসভা ভোটে বিজেপির ইস্তাহার কমিটির চেয়ারম্যান তথা প্রাক্তন সাংসদ জি বিবেকানন্দ বেঙ্কটস্বামী ওরফে বিবেক রয়েছেন সেই তালিকায়।‌




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

ভারত-কানাডার কূটনৈতিক উত্তেজনা চড়ছে, এরপর কী হবে...

কোন দেশে পাসপোর্ট বানাতে খরচ সবচেয়ে বেশি? ভারতেই বা খরচ কত? দেখুন হিসাব...

ধাক্কা সামলে ফের নজরে আদানি, রক্তক্ষরণ কাটিয়ে ঘুরে দাঁড়াল সেনসেক্সও...

বায়ুদূষণের মধ্যে নতুন রোগ ভয় ধরাচ্ছে দিল্লিতে, চিন্তিত চিকিৎসকরা...

দাহ করার আগেই নড়ে উঠল মৃতদেহ, তারপর কী হল

নেপালের এই ব্যক্তি গাইতে পারেন ১৬০টি দেশের জাতীয় সঙ্গীত, শুনলে চমকে যেতে হবে...

সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে ওড়াল আদানি গ্রুপ, বিজেপি বলছে খামোখা মোদিকে বদনামের চেষ্টা...

একসঙ্গে ১৭,০০০ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করল কেন্দ্র, আপনার অ্যাকাউন্ট বিপদে নেই তো? জানুন বিস্তারিত…...

আদিবাসী তরুণীর মুখে মানুষের মল ঢুকিয়ে হেনস্থা, মধ্যযুগীয় নির্মম অত্যাচারের সাক্ষী থাকল ওড়িশা ...

পিকনিকে হুল্লোড়ের মাঝেই ঘটল বিপত্তি, ঘুরতে গিয়ে ডুবে মৃত্যু তিন পড়ুয়ার ...

ঝাড়খণ্ডে ফিরছেন হেমন্তই? নাকি বাজিমাত হিমন্তের কৌশলে? দু' দফার ভোট শেষে সমীক্ষা বলছে বড় কথা...

আগামী পাঁচ বছর মহারাষ্ট্র কার? ফিরছেন উদ্ধব? হাইভোল্টেজ ভোট শেষে বড় ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়...

দিল্লির মতোই ভয়াবহ হচ্ছে পরিস্থিতি, রাজস্থানের জেলায় জেলায় আতঙ্ক, বড় সিদ্ধান্ত পড়ুয়াদের জন্য...

সিনেমাই এবার বাস্তবে, হারিয়ে যাওয়া বাবাকে কীভাবে খুঁজে পেলেন মেয়েরা শুনলে চমকে উঠবেন...

ভারতের সবথেকে ধীরগতির ট্রেন কোনটি, এই ট্রেনে চড়েছেন আপনিও...



সোশ্যাল মিডিয়া



11 23