শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Rajat Bose | ১৮ নভেম্বর ২০২৩ ০৫ : ০১Rajat Bose
আবু হায়াত বিশ্বাস, দিল্লি: তেলেঙ্গানায় বিজেপি–বিআরএসের মধ্যে গোপন সমঝোতা হয়েছে। নির্বাচনী জনসভায় এমনই দাবি করলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। তেলেঙ্গানায় ভোটে জিততে একগুচ্ছ প্রতিশ্রুতি নিয়ে ময়দানে কংগ্রেস। শুক্রবার দলের ইস্তাহার প্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। ৬ গ্যারান্টির ঘোষণা করেন তিনি। এদিন ৪২ পাতার ‘অভয় হস্তম’ প্রকাশ করে খাড়গে দাবি করেন, তেলেঙ্গানার জনগণ পরিবর্তনের জন্য মুখিয়ে আছেন। যে কোনও মূল্যে বিআরএস সরকারকে হঠাতে চায় তারা। কংগ্রেস জোর দিয়েছে, শিক্ষা, কর্মসংস্থান, জনকল্যাণে। ইস্তাহারে জোর দেওয়া হয়েছে ধর্মীয় অধিকার ও সংস্কৃতির সুরক্ষার বিষয়েও। বলা হয়েছে, সরকার গঠনের ছয় মাসের মধ্যে জাতিশুমারি করা হবে। সরকারি চাকরি, শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘু ও ওবিসিদের ন্যায্য সংরক্ষণ নিশ্চিত করা হবে। কংগ্রেস সভাপতি এদিন দাবি করেন, কর্ণাটক, হিমাচলে যে প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস, তা বাস্তবায়ন করেছে। ক্ষমতায় এলে তেলেঙ্গানাতেও ৬ গ্যারান্টি বাস্তবায়ন করা হবে। খাড়গে বলেন, এই নির্বাচনী ইস্তাহার তাদের কাছে গীতা, কুরআন এবং বাইবেলের মতো। প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। তেলেঙ্গানায় ক্ষমতায় এলে প্রথম মন্ত্রিসভার বৈঠকে ছয় গ্যারান্টি অনুমোদন দেওয়া হবে।
তেলেঙ্গানা দখলে কংগ্রেসের প্রতিশ্রুতি, সরকার গঠনের পরেই ২ লক্ষ কর্মসংস্থানের বন্দোবস্ত করবে সরকার। তেলেঙ্গানায় পরিবারের মহিলা প্রধানদের আড়াই হাজার টাকা দেওয়া হবে। ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার। নিখরচায় বাস যাত্রা। কৃষকদের বছরে ১৫ হাজার টাকা। ধানে প্রতি কুইন্টালে ৫০০ টাকা বোনাস। কৃষি শ্রমিকদের ১২ হাজার টাকা। ২০০ ইউনিট বিদ্যুৎ ফ্রি। একটি বাড়ি তৈরির জন্য ৫ লক্ষ টাকা সাহায্য। তেলেঙ্গানা আন্দোলনের সঙ্গে যুক্তদের ২৫০ বর্গ গজ জমি দেওয়া হবে। বার্ধক্য ভাতা ৪ হাজার। ১০ লক্ষ টাকার স্বাস্থ্যবীমা। পড়ুয়াদের জন্য ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তা এবং ইংরেজি মাধ্যম স্কুল তৈরির মতো প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। খাড়গে মনে করিয়ে দিচ্ছেন,‘কর্ণাটকে কংগ্রেস যে প্রতিশ্রুতি দিয়েছিল ভোটের আগে, সরকার গড়ে সেই প্রতিশ্রুতি পূরণ করেছে। কংগ্রেস যা বলে, তাই করে। সোনিয়া গান্ধী তেলেঙ্গানা রাজ্য গঠনের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তা পূরণ করেছেন। নরেন্দ্র মোদি এবং কেসিআর যতই চেষ্টা করুক না কেন, তারা ক্ষমতায় আসতে পারবে না। রাজ্যে কংগ্রেস আসবে। কারণ জনগণ তাদের কেলেঙ্কারি ধরে ফেলেছে। কেসিআরের অবসরের দিন চলে এসেছে।’
আগামী ৩০ নভেম্বর তেলেঙ্গানার ১১৯ আসনে ভোট। তেলেঙ্গানায় মূল লড়াই কংগ্রেস এবং বিআরএসের মধ্যে। বিজেপির সংগঠন শক্তপোক্ত নয়। কংগ্রেসের পালে ভাল হাওয়া রয়েছে এই রাজ্যে। গত কয়েক মাসে বিজেপির বেশ কয়েকজন নেতা কংগ্রেসে যোগ দিয়েছেন। প্রাক্তন মন্ত্রী তথা পাঁচ বারের বিজেপি বিধায়ক এ চন্দ্রশেখর, প্রাক্তন সাংসদ কে রাজাগোপাল রেড্ডি, বিধানসভা ভোটে বিজেপির ইস্তাহার কমিটির চেয়ারম্যান তথা প্রাক্তন সাংসদ জি বিবেকানন্দ বেঙ্কটস্বামী ওরফে বিবেক রয়েছেন সেই তালিকায়।
নানান খবর
নানান খবর

রাজধানীতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চারতলা বাড়ি, মৃত অন্তত চার

এটিই ভারতের সবচেয়ে সস্তা বাতানুকূল ট্রেন, গতিতে রাজধানী এক্সপ্রেসের প্রতিদ্বন্দ্বী! জানেন কোন ট্রেন?

গোটা গ্রামের খালি পা! দেখেই তাজ্জব উপমুখ্যমন্ত্রী, এরপরই সকল গ্রামবাসীকে জুতো উপহার পবন কল্যাণের

বাচ্চা দেখেই ঘেউ ঘেউ করার শাস্তি, পোষ্য কুকুরকে গাড়িতে বেঁধে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হল ১২ কিমি!

ছত্তিশগড়ে একসঙ্গে ২২ মাওবাদীর আত্মসমর্পণ, এদের মাথার দাম ছিল ৪০.৫ লক্ষ টাকা

কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক রদবদল: রাজস্ব সচিব হিসেবে নিযুক্ত হলেন অরবিন্দ শ্রীবাস্তব

ওয়াকফ সংশোধনী আইনকে স্বাগত, মোদির সঙ্গে দেখা করে জানালেন দাউদি বোহরার প্রতিনিধিদল

২৫ বছর বাদ গ্রাহাম স্টেইনসের হত্যাকারীর মুক্তি, মালা পরিয়ে সংবর্ধনা, ওড়িশা সরকারের পদক্ষেপে বিতর্ক

ভিক্ষুকের হাতে মার খেলেন যুবক! কারণ জানলে অবাক হবেন আপনিও

কাশ্মীর নিয়ে 'উস্কানিমূলক' মন্তব্যে পাক সেনা-প্রধানের, পাল্টা কড়া জবাব নয়াদিল্লির

ছুটির দিনে মহিলা কর্মচারীকে দোকানে ডাকলেন ম্যানেজার, তারপর...

চাকরি পেতে গিয়ে এ কী কাণ্ড ঘটালো স্ত্রী, হাতে নাতে ধরে ফেলল স্বামী

উমিয়াম-জোরাবাট এক্সপ্রেসওয়েতে ১০০ দিনে ২৫টি প্রাণহানি স্পিডিং ও মদ্যপ চালকদের দৌরাত্ম্যে বাড়ছে দুর্ঘটনা

তরুণীর এক ভেল্কিতেই জব্দ সাইবার প্রতারক, জানলে চক্ষু চড়কগাছ হয়ে যাবে

৫ বছরের শিশুকে একি করতে বললেন চিকিৎসক! ভিডিও ভাইরাল, তদন্তে স্বাস্থ্য বিভাগ

হিন্দু বোর্ডে মুসলমানদের রাখবেন?: ওয়াকফ (সংশোধনী) আইন নিয়ে কেন্দ্রকে খোঁচা শীর্ষ আদালতের