বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৪ আগস্ট ২০২৪ ২২ : ২৮Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: দ্বিতীয় একদিনের ম্যাচেও ব্যাটিং বিপর্যয়ের কারণে ভুগতে হল ভারতকে। 32 রানে রোহিত শর্মার দলকে হারাল শ্রীলঙ্কা। ২৪০ রান ডিফেন্ড করতে গিয়ে ভারতীয় ব্যাটিংকে একাই ডোবালেন শ্রীলঙ্কান স্পিনার ভ্যান্ডারসে। 10 ওভারে 33 রান দিয়ে ছয় উইকেট নিয়েছেন তিনি। তিন উইকেট নিয়েছেন অধিনায়ক চরিথ আসালঙ্কা।
এদিন টসে জিতে ফের একবার ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন লঙ্কান অধিনায়ক। রান বেশি ওঠেনি 50 ওভারে। এদিনের পিচও ছিল স্পিন সহায়ক। ব্যাট করা সহজ ছিল না। প্রথম বলেই পাথুম নিসাঙ্কাকে ছিটকে দেন সিরাজ। ভারতীয় বোলিংয়ের দাপটে বড় রান কেউই করতে পারেননি। অভিষ্কা ফার্নান্দো এবং কামিন্দু মেন্ডিস 40 রান করেন। 39 রান করেন ওয়েলালাগে। ভারতের হয়ে তিন উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। দুই উইকেট নেন কুলদীপ। ব্যাট করতে নেমে প্রথম ম্যাচের মতই ঝোড়ো শুরু করেন রোহিত।