বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ০৩ আগস্ট ২০২৪ ১৫ : ১৫Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: টিআরপিতে এক নম্বরে নিজের জায়গা ধরে রেখেছে জি বাংলার 'নিম ফুলের মধু'। শুরুর দিন থেকেই এই ধারাবাহিককে পছন্দের তালিকায় জায়গা দিয়েছেন দর্শক। আর সেই কদরের মান রেখেছে 'সৃজন'-'পর্ণা'।
ধারাবাহিকের একের পর এক মোড় প্রতি সপ্তাহে নজর কাড়ে দর্শকের। এই মুহূর্তে 'পর্ণা'র স্মৃতি ফেরানোর চেষ্টায় দিনরাত এক করছে 'সৃজন'। কিন্তু এর মধ্যেও তার সঙ্গে ষড়যন্ত্র হয়েই চলেছে।
'নিম ফুলের মধু'র আগামী পর্বে কী হবে? জেনে নিন।
বর্ষা মঙ্গল উৎসবে পাড়ার সব মহিলারা দু'জন করে জুটি বাঁধে। 'মৌমিতা'-'সুইটি', 'রুচি'-'ললিতা' জুটি বাঁধার পর, দামি উপহার পাওয়ার লোভে 'পর্ণা'র সঙ্গে জুটি বাঁধতে বাধ্য হয় 'কৃষ্ণা'।