বুধবার ১৮ সেপ্টেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ৩১ জুলাই ২০২৪ ১৬ : ০৬Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: বোমাবাজির ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের ডোমকল পুরসভার ২ নম্বর ওয়ার্ডের জিৎপুর-নতুনপাড়া এলাকা। একটি জমি ঘেরাকে কেন্দ্র করে বিবাদের জেরে ওই এলাকায় 'পুলিশের সামনে' বোমাবাজি হয় বলে অভিযোগ। তবে এই ঘটনায় এখনও পুলিশে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি এবং কেউ গ্রেপ্তার হয়নি বলেই ডোমকল থানা সূত্রে জানা গেছে।
জিৎপুর - নতুনপাড়া এলাকায় একটি চাষের জমির মধ্য দিয়ে চলে যাওয়া আলের রাস্তা ঘেরাকে কেন্দ্র করে ডোমকল টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি কামরুজ্জামান এবং তাঁর কিছু অনুগামীদের সাথে ওই গ্রামের কিছু বাসিন্দার গত কয়েকদিন ধরে বিবাদ চলছিল। অভিযোগ তৃণমূল কংগ্রেস সভাপতি গায়ের জোরে গ্রামের কয়েকজন ব্যক্তির চাষের জমির মধ্যে দিয়ে চলে যাওয়া রাস্তার উপর বাঁশের বেড়া তৈরি করে দেন।
দিলরুবা বিবি, সাগরা বিবি নামে ওই গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, 'স্থানীয় তৃণমূল নেতা কামরুজ্জামান তাঁর অনুগামীদেরকে নিয়ে আমাদের জমির মধ্যে চলে যাওয়া রাস্তার উপর বেড়া দিয়ে যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছেন। আগে আমরা তৃণমূল কংগ্রেস করতাম। কিন্তু এই অন্যায় কাজের জন্য আমরা আর কোনও রাজনৈতিক দল করি না। আজ সকালে কামরুজ্জামানের নেতৃত্বে রফিক, সান্টু সহ আরও বেশ কিছু দুষ্কৃতী এলাকাতে বোমাবাজি করে।'
তাঁদের অভিযোগ, 'ঘটনার সময় আমাদের পরিবারের সদস্যরা মাঠে পাট কাটার কাজ করছিল। কামরুজ্জামানের লোকজন আমাদের পরিবারের সদস্যদেরকে মাঠ থেকে পাট কাটতে দিতে রাজি নয়।' এই অভিযোগ উড়িয়ে দিয়ে স্থানীয় বাসিন্দা সানারুল ইসলাম বলেন, 'গ্রামেরই কিছু দুষ্কৃতী আমাদের চাষের জমি ১৫ বছর ধরে জোর করে রেখেছিল। সম্প্রতি প্রশাসনের সহযোগিতায় আমরা নিজেদের জমির দখল ফিরে পেয়েছি। আমাদের পরিবারের লোকেরা ওই জমি থেকে পাট কাটতে গেলে বিরোধী পক্ষের লোকজন বাধা দেন।'
ওই ব্যক্তির দাবি, 'গ্রামে বোমাবাজির খবর পাওয়ার পর ডোমকল থানার বিশাল পুলিশ বাহিনী এলাকাতে এসেছিল। দু'পক্ষকে বুঝিয়ে তারা এলাকা ছাড়তেই বিরোধী গোষ্ঠীর লোকেরা গ্রামে ব্যাপক বোমাবাজি করে।'
তবে ডোমকল থানার এক আধিকারিক জানিয়েছেন- পুলিশ গ্রামে পৌঁছে কোথাও বোমাবাজির চিহ্ন খুঁজে পায়নি। সংঘর্ষের ঘটনা নিয়ে কোনও গ্রামবাসী পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেঞনি। তার ফলে এই ঘটনাতে এখনও কেউ গ্রেপ্তার হয়নি।
#Murshidabad #Crime news #Bombing #Bombing in murshidabad
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
টানা বর্ষণে বন্যা পরিস্থিতি, ত্রাণ শিবিরে যাওয়ার পথেই কি ডুবে গেল নাবালিকা? মর্মান্তিক পরিণতি...
নীলকন্ঠের দেখা মিলল চাঁদখালিতে
শুঁড় উঁচিয়ে আশীর্বাদ করল গজরাজ, বিশ্বকর্মা আরাধনার দিনেই বিশেষ পুজো পেল কাবেরী, ফুলমতিরা...
প্রেমে প্রত্যাখান, চলন্ত বাসে কুপিয়ে খুন নাবালিকাকে...
সাহাগঞ্জের গণপ্রহারের ঘটনায় গ্রেপ্তার তিন
জাস্টিস ফর আরজি কর কর্মসূচিতে তরুণীর সঙ্গে আলাপ ও বন্ধুত্ব, সেই সুযোগ কাজে লাগিয়েই তরুণীকে ধর্ষণের অভিযোগ ‘প্রতিবাদী’...
শ্রমিকদের হাতে খুন সুপারভাইজার, উত্তেজনা জুপিটার কারখানায়...
নারী নিরাপত্তাই মূল উদ্দেশ্য, মহিলা টহল ভ্যান চালু করল কোচবিহার জেলা পুলিশ...
৩০০ বছর ধরে এই জমিদার বাড়িতে চলছে দুর্গাপুজো, মা দুর্গার সঙ্গে পূজিত হচ্ছেন রাম-সীতাও...
বজ্রপাতে নষ্ট ট্রলারের ওয়্যারলেস, নিখোঁজ ৪৯ জন মৎস্যজীবী-সহ তিনটি ট্রলার...
ধূপগুড়িতে দেশী বাজনার প্রতিযোগিতা, তুলে ধরা হল রাজবংশী সম্প্রদায়ের সংস্কৃতি...
রবিবারেও ভাসছে বাংলা, সোমবার থেকে আবহাওয়ার উন্নতি দক্ষিণবঙ্গে...
মাকে বাঁচিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোর ছেলের মৃত্যু ...
বিজেপির বড়সড় ভাঙন মথুরাপুরে! শতাধিক কর্মী যোগ দিলেন তৃণমূলে...
উর্বরতার উৎসবে সাতদিনের ব্রত, ডায়না-জলঢাকায় বিসর্জন করম পূজার...