শনিবার ২১ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

খেলা | India-Srilanka: রুদ্ধশ্বাস ম্যাচে সুপার ওভারে জয়, সিরিজ ৩-০ তে জিতল ভারত

Sampurna Chakraborty | ৩০ জুলাই ২০২৪ ২৩ : ৫৮Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: অবশেষে ক্লিন সুইপ। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩-০ তে টি-২০ সিরিজ জিতল ভারত। গৌতম গম্ভীর-সূর্যকুমার যাদবের জুটিতে লুটি। সুপার ওভারের তিন বলেই খেল খতম। প্রথম বল ওয়াইড। পরের দু'বলে আউট কুশল মেন্ডিস এবং পাথুম নিশাঙ্কা। সিরিজে প্রথম ম্যাচেই বাজিমাত ওয়াশিংটন সুন্দরের। সুপার ওভারের প্রথম তিন বলেই জোড়া উইকেট তুলে নেন ভারতীয় অলরাউন্ডার। জয়ের জন্য সুপার ওভারে ৩ রান প্রয়োজন ছিল ভারতের। প্রথম বলেই চার মেরে খেলা শেষ করে দেন সূর্যকুমার। নিশ্চিত হার থেকে জয়ের সরণিতে। জয় দিয়ে অভিযান শুরু করলেন গৌতম গম্ভীর। আবার ৩০ রানে ৯ উইকেট হারায় শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রান তোলে ভারত। জবাবে ইনিংসের শেষ বলে ৯ উইকেটের বিনিময়ে ১৩৭ রানে পৌঁছয় লঙ্কা। ম্যাচ গড়ায় সুপার ওভারে। তবে শেষ হাসি হাসেন গম্ভীর। আরও একবার জেতা ম্যাচ হাতছাড়া করল শ্রীলঙ্কা। অল্প রান তাড়া করতে নেমে শুরুটা ভাল করেও মাঝপথে খেই হারায় জয়সূর্যর দল। অন্যদিকে শেষ দুই ম্যাচেই খাদের কিনারে থেকে ফেরেন সূর্যরা।

মঙ্গলবার শুরুতেই ব্যাটিং বিপর্যয়। শুভমন গিল ছাড়া টপ অর্ডার ব্যর্থ। মাত্র ৪৮ রানে ৫ উইকেট হারায় ভারত। রান পাননি যশস্বী জয়েসওয়াল (১০), সঞ্জু স্যামসন (০), রিঙ্কু সিং (১) এবং সূর্যকুমার যাদব (৮)। ব্যর্থ শিবম দুবেও (১৩)। একমাত্র উইকেট আঁকড়ে পড়ে থাকেন শুভমন। ৩টি চারের সাহায্যে ৩৭ বলে ৩৯ রান করেন।

সাত এবং আট নম্বরে নেমে গুরুত্বপুর্ণ রান যোগ করেন রিয়ান পরাগ এবং ওয়াশিংটন সুন্দর। ১৮ বলে ২৬ রান করেন পরাগ। সমসংখ্যক বলে ২৫ রান ওয়াশিংটনের। এদিন ব্যাটিং অর্ডারে একাধিক রদবদল হয়। বিশ্রাম দেওয়া হয় ঋষভ পন্থকে। তিন এবং চারে নামেন সঞ্জু এবং রিঙ্কু। কিন্তু ব্যর্থ।

রান তাড়া করতে নেমে শুরুটা আবারও ভাল করে শ্রীলঙ্কা। আগের দুই ম্যাচের মতো টপ অর্ডার রান পায়। প্রথম উইকেটে ৫৮ রান যোগ করেন পাথুম নিশঙ্কা (২৬) এবং কুশল মেন্ডিস (৪৩)। ওয়ান‌ ডাউনে নেমে রান পান কুশল পেরেরাও। তবে একটুর জন্য অর্ধশতরান হাতছাড়া করেন। ৩৪ বলে ৪৬ রানে আউট হন। একটা সময় যেভাবে এগোচ্ছিল শ্রীলঙ্কা, জয়সূচক রানে পৌঁছনো শুধু সময়ের অপেক্ষা ছিল। কিন্তু প্রথম তিন ব্যাটার ছাড়া বাকিরা ব্যর্থ। মিডল অর্ডার ডাহা ফ্লপ। আগের ম্যাচের মতো কেউ দু'অক্ষরের রানে পৌঁছতে পারেনি। সহজ জয় থেকে কষ্টার্জিত ড্র। শেষ বলে ভারতের রান ছুঁয়ে ফেলে শ্রীলঙ্কা। ম্যাচ গড়ায় সুপার ওভারে। তবে তাতেও শেষরক্ষা হয়নি। এদিন বল হাতে দেখা যায় রিঙ্কু সিং এবং সূর্যকুমার যাদবকে। দু'জনেই এক ওভার করে বল করে জোড়া উইকেট নেন। 


#India-Srilanka#Gautam Gambhir#Suryakumar Yadav



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

সীমান্তে স্টেডিয়াম বানানোর অদ্ভুত প্রস্তাব পাক তারকার, তার পরেই ভারত সরকারকে তীব্র কটাক্ষ ...

হেলায় দিল্লি করিল জয়, অভিষেকের ঝোড়ো ১৭০, বিজয় হাজারেতে জিতল বাংলা ...

শচীনের রেকর্ড ভাঙার হাতছানি কোহলির সামনে, পারবেন এমসিজির রাজা হতে? ...

গভীর রাতের এক ফোন কলেই সব বাতিল, বাবার ইচ্ছাও মুহূর্তে শেষ, অশ্বিন বিদায়ের পরে প্রকাশ্যে এল এই কাহিনি ...

কোহলি, স্মিথ কবে অবসর নেবেন? জানিয়ে দিলেন প্রাক্তন ভারতীয় কোচ...

'সবকিছু না জেনে, মন্তব্য করবেন না', সমালোচকদের পাল্টা জবাব পৃথ্বীর...

ভাগ্য বদলাতে ভোল বদলালেন, বক্সিং ডে টেস্টের আগে নতুন লুকে কোহলি ...

ম্যাচটা অন্তত ড্র হওয়া উচিত ছিল, গোয়ার কাছে হেরে ভাগ্যকে দুষলেন মোলিনা...

মাণ্ডবীতে নৌকাডুবি! থামল বিজয়রথ, আইএসএলে দ্বিতীয় হার মোহনবাগানের ...

গোয়ায় থামল বিজয়রথ, আইএসএলে দ্বিতীয় হার মোহনবাগানের ...

চলতি বছর বিসিসিআইয়ের লাভ হয়েছে ৪২০০ কোটি টাকা, বোর্ডের ব্যাঙ্ক ব্যালেন্স কত জানেন?...

বিজয় হাজারের প্রথম ম্যাচে বিশ্রামে সামি, আন্তর্জাতিক প্রত্যাবর্তনের কথা ভেবে আগাম সতর্কতা...

টি-২০ ক্রিকেটে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড ছুঁলেন বাংলার রিচা...

‘বাবাকে ছেড়ে দিন’, অবসর বিতর্কে বাবার মন্তব্য নিয়ে মুখ খুললেন অশ্বিন, সোশ্যাল মিডিয়ায় দিলেন স্পষ্ট বার্তা...

লিগ শিল্ডের ভাবনা দূরে সরিয়ে গোয়া ম্যাচে ফোকাস মোলিনার...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



07 24