মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

খেলা | Mohun Bagan: সমর্থকদের আবেগ, ভালবাসা ট্রফি জেতার খিদে বাড়িয়ে দিয়েছে ম্যাকলারেনের

Sampurna Chakraborty | ৩০ জুলাই ২০২৪ ২২ : ০৪Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: বিশ্বের বিভিন্ন ক্লাবে খেলার পর এবার ভারতীয় ফুটবলে নিজের নাম লেখান জ্যামি ম্যাকলারেন। এমন হাই-প্রোফাইল ফুটবলার সাম্প্রতিককালে কলকাতায় খেলতে আসেনি। মুম্বই এফসি সহ একাধিক ক্লাবের অফার থাকা সত্ত্বেও মোহনবাগানকে বেছে নেন। তার অন্যতম কারণ জেসন কামিন্স, দিমিত্রি পেত্রাতোস। অতীতে দুই দেশওয়ালি ভাইয়ের সঙ্গে খেলার অভিজ্ঞতাই তাঁকে কলকাতায় টেনে আনে। ম্যাকলারেন বলেন, 'আমি আগে কোচের সঙ্গে কাজ করেছি। আমি ট্রফি জিততে চাই। আমি এই দেশের মানুষদের, এখানকার খাবার ভালবাসি। দিমির সঙ্গে আগে খেলেছি। কামিন্সের সঙ্গেও জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে। তারওপর আমি এমন একটা ক্লাবে খেলতে এসেছি যারা আগেই অনেক সাফল্য পেয়েছে। আমি নিজের অভিজ্ঞতা এবং দক্ষতা কাজে লাগাতে চাই। কাজ শুরু হয়ে গিয়েছে। আমি এখানে এসে উত্তেজিত। প্রথম ম্যাচের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছি।' 






আদ্যপান্ত পেশাদার। দ্রুত নিজেকে ভারতীয় ফুটবলে প্রতিষ্ঠিত করতে চান। ক্লাবকে আরও ট্রফি দেওয়ার লক্ষ্য নিয়ে এসেছেন। তবে কলকাতায় পা রাখার পর সেই খিদে আরও বেড়ে গিয়েছে। তার কারণ? সমর্থকদের আবেগ, ভালবাসা। যা তাঁকে মুগ্ধ করেছে। সাপোর্টারদের জন্যই নিজেকে উজাড় করে দিতে চান। ম্যাকলারেন বলেন, 'সমর্থকরা যেভাবে আমাকে স্বাগত জানিয়েছে, তাতে আমি আরও তেতে গিয়েছি। গোল করতে চাই। সাপোর্টারদের আনন্দ দিতে চাই। সামনে অনেক ট্রফি জেতার সুযোগ আছে। বিমানবন্দরে ফ্যানদের উন্মাদনা দেখেছি। একটুও চাপ অনুভব করছি না। বরং ওদের দেখে আমি উত্তেজিত।' মোহনবাগান সম্বন্ধে যাবতীয় হোমওয়ার্ক করে এসেছেন। ডার্বির বিষয়েও অবগত। বড় ম্যাচে নামার জন্য মুখিয়ে আছেন বিশ্বাকাপার। ম্যাকলারেন‌ বলেন, 'আমার অনেক ডার্বি খেলার সৌভাগ্য হয়েছে। আমি শেষ ডার্বি দেখেছি। ৬০ হাজার সমর্থকে ঠাসা স্টেডিয়াম দেখেছি। এয়ারপোর্ট থেকে গাড়িতে হোটেলে আসার সময় সবাই ডার্বি নিয়ে কথা বলছিল। আমি ফ্যানদের মুখে হাসি ফোটানোর জন্য তৈরি। শুধু আমাদের ওপর ভরসা রাখতে হবে।'  






আগের বারের মতো এবারও আন্তোনিও লোপেজ হাবাসের বদলি হিসেবে অভিযান শুরু করবেন হোসে মোলিনা। কলকাতায় দ্বিতীয় ইনিংস শুরু করার জন্য তৈরী আরেক স্প্যানিশ কোচ। মোলিনা বলেন, 'কলকাতায় ফিরতে পেরে খুশি। আমি আগে এখানে কোচিং করিয়েছি। এটিকের কোচ ছিলাম। মোহনবাগান ভারতের অন্যতম বড় ক্লাব। সমর্থকরা আবেগপ্রবণ। আমার কাছে বড় চ্যালেঞ্জ। জানি ফ্যানরা সব ট্রফি জিততে চায়। সব ম্যাচ জিততে চায়। কিন্তু সেটা কঠিন। তবে আমরা কঠোর পরিশ্রম করব। নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।' ডুরান্ড কাপ, লিগ শিল্ড জেতা হয়ে গিয়েছে মোহনবাগানের। আগের মরশুমে এসেছিল আইএসএল। এবার কি পাখির চোখ এএফসি? মোলিনা বলেন, 'আমাদের সব ম্যাচ জেতার চেষ্টা করতে হবে। এটা মোহনবাগান। আইএসএল, ডুরান্ড কাপ, এএফসি, সব প্রতিযোগিতা জেতার চেষ্টা করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ট্রফি জেতা। সেটার জন্য আমরা যানপ্রাণ লড়িয়ে দেব। দলে ভাল ফুটবলার আছে। শক্তিশালী দল। আমরা আগ্রাসী ফুটবল খেলতে চাই।' ৮ আগস্ট ডুরান্ডের ম্যাচ দিয়ে কলকাতায় হাবাসের উত্তরসূরির নতুন ইনিংস শুরু হবে। 


#Jamie McLaren#Jose Molina#Sanjeev Goenka#Mohun Bagan



বিশেষ খবর

নানান খবর

পাঞ্জা নয় আজ মাঞ্জার লড়াই #vishwakarmapuja #happyvishwakarmapuja #vishwakarma #lordvishwakarma #vishwakarmadaywishes  #craftsmen

নানান খবর

রাহুল দ্রাবিড়ের সঙ্গে তুলনা নয়, গম্ভীর এবং নতুন স্টাফ নিয়ে কী বললেন রোহিত? ...

রাহুল দ্রাবিড়ের সঙ্গে তুলনা নয়, গম্ভীর এবং নতুন স্টাফ নিয়ে কী বললেন রোহিত? ...

অনিশ্চিত ম্যাকলারেন-অ্যালবার্তো, এএফসিতে গোল না হজম করাই লক্ষ্য মোলিনার ...

ইস্টবেঙ্গলের পাঁচ গোল, খেতাবের দিকে এগোচ্ছেন আমন-জেসিনরা...

শীঘ্রই আসছে...

পঞ্চম বার এশিয়া সেরা, চিনকে হারিয়ে ইতিহাস গড়ল ভারতীয় হকি দল ...

দেখিয়ে দিলাম আমরা ম্যাচ উপহার দিতে আসিনি, বলেন মহমেডান কোচ...

আলাদিনের 'আশ্চর্য' গোলে অভিষেকে নিশ্চিত পয়েন্ট হাতছাড়া মহমেডানের...

আলাদিনের 'আশ্চর্য' গোলে অভিষেকে নিশ্চিত পয়েন্ট হাতছাড়া মহমেডানের...

একাধিক নজিরের সামনে বিরাট, বাংলাদেশ সিরিজে কোন কোন রেকর্ড ভাঙবেন কিং কোহলি...

সময় নষ্ট নয়, ভারতে এসেই অনুশীলন শুরু করে দিল বাংলাদেশ ...

অনুশীলনে চেন্নাইয়ের পাঁচিল ভেঙে ফেললেন কোহলি! ভাইরাল হল ভিডিও...

বাংলাদেশের বিরুদ্ধে খেলবেন না গিল? ফিরছেন কবে? ...

রবিবাসরীয় দুপুরে বড় চমক! পর্তুগিজ ডিফেন্ডার নুনো রেইজকে সই করাল মোহনবাগান...

সিএবির অনুষ্ঠানে চাঁদের হাট, অস্ট্রেলিয়ার মাটিতে ভারতই ফেভারিট, জানালেন সামি...

চুংনুঙ্গার লালকার্ড, হার দিয়ে আইএসএল শুরু ইস্টবেঙ্গলের...

বাংলাদেশের সাড়ে ছয় ফুটের পেসারকে সামলানোর কী বিশেষ কৌশল নিচ্ছেন রোহিত-বিরাটরা? ...

বাংলাদেশের সাড়ে ছয় ফুটের পেসারকে সামলানোর কী বিশেষ কৌশল নিচ্ছেন রোহিত-বিরাটরা? ...

বিরাট কোহলি নাকি এমএস ধোনি? প্রিয় ক্রিকেটারের নাম জানালেন প্যারা অলিম্পিকে সোনাজয়ী নভদীপ সিং...



সোশ্যাল মিডিয়া



07 24