সোমবার ১৮ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

খেলা | Durand Cup: ডুরান্ড ডার্বির টিকিট এবার পাওয়া যাবে অফলাইনেও

Sampurna Chakraborty | ২৫ জুলাই ২০২৪ ২২ : ৩২Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: ডুরান্ড কাপের টিকিট এবার অনলাইনের পাশাপাশি পাওয়া যাবে অফলাইনেও। দুই ক্লাব থেকে বিক্রি হবে টিকিট। আগের বার ডুরান্ড ডার্বিকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড হয়েছিল। ডার্বি হাউজফুল হলেও প্রচুর সমর্থক খেলা দেখা থেকে বঞ্চিত হয়। গতবছর থেকে শিক্ষা নিয়ে এবার ময়দান থেকে টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে ডুরান্ড কর্তৃপক্ষ। ডার্বিতে দুই ক্লাবকে ৫০০০ করে ফ্রি টিকিট দেওয়া হবে। মহমেডান স্পোর্টিং‌কে দেওয়া হবে ২৫০ টিকিট। আইএফএকে ১২০০ টিকিট দেওয়া হবে। অন্যান্য ম্যাচেও মোহনবাগান, ইস্টবেঙ্গলকে ৫০০০ করে ফ্রি টিকিট দেওয়া হবে। আইএফএকে ম্যাচ প্রতি ১২০০ টিকিট দেওয়া হবে। কলকাতায় যুবভারতী ক্রীড়াঙ্গন এবং কিশোর ভারতীতে হবে ডুরান্ডের ম্যাচগুলো। কিশোর ভারতী স্টেডিয়ামের ম্যাচে মোহনবাগান, ইস্টবেঙ্গলকে ২০০০ করে ফ্রি টিকিট দেওয়া হবে। মহমেডানের ম্যাচ থাকলে তাঁদেরও ২০০০ করে ফ্রি টিকিট দেওয়া হবে। আইএফএকে দেওয়া হবে ৫০০ টিকিট। প্রিয় দলের খেলা দেখার জন্য অনলাইন এবং অফলাইনে টিকিট কাটতে পারবেন সমর্থকরা। ডুরান্ড কাপের ঢাকে কাঠি আগেই পড়ে গিয়েছিল। বৃহস্পতিবার বিকেলে ফোর্ট উইলিয়ামে আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলন হয়। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ক্রীড়া রাষ্ট্রমন্ত্রী মনোজ তিওয়ারি। এছাড়াও উপস্থিত ছিলেন ডুরান্ড কাপ অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল আর সি শ্রীকান্ত, ভিএসএম, ডুরান্ড কাপ অর্গানাইজিং কমিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল আর এ মোগে, ভিএসএম এবং ক্রীড়া দপ্তরের প্রধান সচিব শ্রী রাজেশ সিনহা। অরূপ বিশ্বাস বলেন, 'গত পাঁচ বছর ধরে কলকাতায় ডুরান্ড অনুষ্ঠিত হচ্ছে। আমরা আর্মির সঙ্গে যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজন করছি। ম্যাচের পর সবরকম যানবাহনের ব্যবস্থা করছে রাজ্য সরকার। আশা করছি এশিয়ার সবচেয়ে পুরোনো টুর্নামেন্ট দেখতে মাঠ ভরাবে সমর্থকরা। এবার খুব ভাল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে টিকিটিগুলো দাম দিয়ে বিক্রি হবে, তার একটা অংশ অনালাইনে বিক্রি করা হবে, বাকি অংশ যে দলের ম্যাচ খাকবে সেই ক্লাবের কাউন্টার থেকে বিক্রি হবে। অর্থাৎ মোহনবাগানের ম্যাচ হলে মোহনবাগান ক্লাব থেকে, ইস্টবেঙ্গল বা মহমেডানের খেলা থাকলে সেই ক্লাব থেকেই বিক্রি হবে টিকিট। আমরা চাই সব দলের সমর্খকরা মাঠে আসুন।'

কলকাতা ছাড়াও কোকরাঝাড়,‌ শিলং এবং জামশেদপুরে হবে ডুরান্ড কাপের ম্যাচগুলো। ২৭ জুলাই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নামবে মোহনবাগান। গতবারের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ কাশ্মীরের ডাউনটাউন হিরোজ এফসি। যুবভারতীতে সন্ধে‌ ছ'টা থেকে ম্যাচ। তার আগে হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। পরের দিন অভিযান শুরু মহমেডানের।‌ ইন্টার কাশির বিরুদ্ধে সাদা কালো ব্রিগেডের প্রথম ম্যাচ। কিশোর ভারতীতে খেলা শুরু সন্ধে সাতটায়। ২৯ জুলাই ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ। টুর্নামেন্টের ৪৩টি ম্যাচ সোনি স্পোর্টসে সম্প্রচারিত হবে। এছাড়াও সোনি লিভ ওটিটি প্লাটফর্মে লাইভ স্ট্রিমিং হবে। 




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

বর্ডার গাভাসকার ট্রফি, পার্থে থাকছেন না রোহিত, প্রথম একাদশে থাকতে পারে একাধিক চমক...

সবকিছুতে উন্নতি দরকার, মালয়েশিয়া ম্যাচ ফ্রেন্ডলি নয়, এশিয়ান কোয়ালিফায়ারের প্রস্তুতি হিসেবেই দেখছেন মানোলো...

রেখে দেওয়া হচ্ছে পাড়িক্কলকে, পারথে অভিষেক হতে পারে নাইট পেসারের ...

নিয়ম ভেঙে ক্লাব বিশ্বকাপে মেসির ইন্টার মায়ামি, ফিফার সিদ্ধান্ত নিয়ে তীব্র বিতর্ক...

'ভারতের যত চিন্তা গম্ভীরকে নিয়ে', প্রাক্তন অজি অধিনায়ক পেইন আক্রমণ করলেন ভারতের হেডস্যরকে...

চলে গেলেন ইউকেএসসি-র গোলকিপিং কোচ প্রশান্ত দে, শোকের ছায়া ময়দানে...

মেসি কো গুসসা কিঁউ আতা হ্যায়, ক্ষুব্ধ আর্জেন্টাইন তেড়ে গেলেন রেফারির দিকে, কী বললেন? ...

পারথ টেস্টের আগে ভারতীয় শিবিরের চাপ বাড়ল, প্রথম টেস্ট থেকে ছিটকেই গেলেন তারকা ক্রিকেটার...

জনসনের তেজে ঝলসে গেল পাকিস্তান, আইপিএল নিলামে নাইটদের নজরে অজি তারকা, লড়াইয়ে আরও দুই ফ্র্যাঞ্চাইজি ...

রোহিতের বাবা হওয়ার দিন চিন্তা বাড়ল টিম ইন্ডিয়ার, পারথে নতুন অধিনায়ক, নতুন ওপেনিং জুটি...

তিলক, স্যামসনের তুফান দেখল জোহানেসবার্গ! দক্ষিণ আফ্রিকায় একদিনে কী কী রেকর্ড গড়ল ভারতের ইয়ং ব্রিগেড?...

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুর! এক নির্দেশে পিসিবির ভাবনায় জল ঢেলে দিল আইসিসি...

৩৯ বছরের ইতিহাসে প্রথমবার! রঞ্জি ট্রফির ইতিহাসে আর এক অনিল কুম্বলেকে পেল ভারত...

আবির্ভাবেই বাজিমাত, এক ম্যাচ বাকি থাকতেই প্রিমিয়ারে ইউকেএসসি...

রিংয়ে ফেরার আগেই কষিয়ে থাপ্পড়! জেক পলকে সামনে পেয়ে এ কী করে বসলেন টাইসন?...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



07 24