বুধবার ০৫ ফেব্রুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২৪ জুলাই ২০২৪ ১৫ : ৩৭Rajat Bose
মিল্টন সেন, হুগলি: পুকুর ভরাটের অভিযোগ পেয়েছিলেন। বিলম্ব করেননি। বুধবার পুর পারিষদ সদস্যকে সঙ্গে নিয়ে হাজির হলেন ঘটনাস্থলে। নিজে দাঁড়িয়ে থেকে বোজানো পুকুর খোঁড়ার কাজ শুরু করেন। বাসিন্দাদের আশ্বস্ত করেন অচিরেই আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে পুকুরকে। বছর চারেক আগে বৈদ্যবাটি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে পীরতলা এলাকায় পুকুর ভরাট করার অভিযোগ উঠেছিল। প্রাক্তন কাউন্সিলর শঙ্কর দাসের অভিযোগের ভিত্তিতে তৎকালীন পুর কর্তৃপক্ষ দাঁড়িয়ে থেকে সেই পুকুরটি খনন করার কাজ করে।
সম্প্রতি প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে আবার সেই পুকুর বোঝানোর কাজ পুনরায় শুরু হয়। এই নিয়ে একাধিকবার পুর কর্তৃপক্ষকে অভিযোগ জানান স্থানীয়রা। অবশেষে খবর পৌঁছয় চেয়ারম্যানের কানে। এদিন বৈদ্যবাটির পুরপ্রধান পিন্টু মাহাতো পূর্ত দপ্তরের পুর পারিষদ সুবীর ঘোষকে নিয়ে উপস্থিত হন। শুরু হয় পুকুর খননের কাজ। অন্যদিকে কুড়ি নম্বর ওয়ার্ডের রাধা গোবিন্দ কলোনি এলাকায় দীর্ঘদিন ধরে একটি পুকুর বোজানো চলছিল। স্থানীয় পুর সদস্য বিষয়টি পুরসভার নজরে আনেন। পুকুর বোজানোর ফলে বন জঙ্গলে ভরেছে এলাকা। পোকামাকড়, মশার উৎপাত বেড়েছে। দূষণ ছড়াচ্ছে এলাকায়। অভিযোগ স্থানীয়দের। তাদের দাবি অবিলম্বে এই পুকুরকে আগের অবস্থায় ফেরাতে হবে। তাতে সাধারণ মানুষদের সুবিধা হবে এবং এলাকা দূষণমুক্ত হবে। স্থানীয়দের দাবি অনুযায়ী, এদিন ওই পুকুরও খননের কাজ শুরু হয়। প্রসঙ্গত, সম্প্রতি পুর প্রতিনিধিদের নিয়ে প্রশাসনিক বৈঠকে জলাশয় বুজিয়ে বেআইনি আবাসন তৈরি হওয়ার ফলে সরকারি জমি বেদখল হয়ে যাওয়া নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। এরপরই আরও সক্রিয়তা বাড়ে। বেআইনি দখলদারী উচ্ছেদের পাশাপাশি বৈদ্যবাটি পুরসভা এলাকায় বুজিয়ে ফেলা পুকুরকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার কাজ শুরু হয়। বৈদ্যবাটি পুরসভার ১৭ নম্বর ওয়ার্ড এন সি ব্যানার্জি রোড এলাকায় একটি ১৭ শতক পুকুর ভরাট হয়ে গিয়েছিল। হাইকোর্ট ও মৎস্য দপ্তর থেকে পুরসভাকে নির্দেশ দেওয়া হয়েছিল পুকুরকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে। ২০১৭ সালের পর থেকে টালবাহানা চলতে থাকে। পুরসভার কাছে ওই পুকুর খননের টাকা নেই বলে জানানো হয়। ফলে সেই পুকুর এখনও বোঝানো অবস্থাতেই পরে রয়েছে।
বৈদ্যবাটি পুরসভার পুরপ্রধান পিন্টু মাহাতো বলেন, পুকুর বোজানোর খবর পেয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। সাধারণ মানুষ অনেক সময় অভিযোগ করেন না। সেক্ষেত্রে কাউন্সিলরদের বলেছি তারা যেন অভিযোগ করেন। মুখ্যমন্ত্রী বারবার বলছেন এ ধরনের অসামাজিক কাজ বরদাস্ত করা যাবে না।
ছবি: পার্থ রাহা
##Baidyabati##Ponddigging ##Chairman
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
ফের মাওবাদী পোস্টার ঘিরে চাঞ্চল্য খড়দায়, তদন্তে গোয়েন্দা আধিকারিকরা ...
প্রায় ১৮ ঘণ্টা নির্জলা থাকবে হাওড়া পুরসভা, পরিষেবা স্বাভাবিক হবে কবে?...
আর ফিরবে না শীত, গরম নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস...
মধ্যরাতে ভয়াবহ আগুন আলিপুরদুয়ারে, পুড়ে ছাই আটটি দোকান, আতঙ্কিত এলাকাবাসী...
চলন্ত নাগরদোলা থেকে পড়ে গিয়ে তরুণীর মৃত্যু গোসাবায়, এলাকায় শোকের ছায়া...
প্রেমে বিচ্ছেদ! ক্ষিপ্ত যুবকের ব্যাগে সিঁদুর নিয়ে প্রাক্তনীকে হত্যার চেষ্টা, শেষে গ্রেপ্তার...
স্বামীর কিডনি বিক্রির টাকা নিয়ে নতুন সংসার পাতলেন স্ত্রী, সাঁকরাইলের ঘটনায় সকলে হতবাক...
শিলিগুড়িতে ছেলের হাতে খুন মা, এলাকায় উত্তেজনা...
বাঙালির ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে তত্ত্ব হাতে ছাত্রদের জন্য অপেক্ষায় ছাত্রীরা, কোন বিশ্ববিদ্যালয়ে এই রীতি?...
বোরোলি, বোয়াল-সহ তিস্তার জলে মরা মাছের ভিড়, বিষ প্রয়োগ না অন্য কারণ?...
লাভপুরে ফের পুলিশের ওপর হামলা, ইটের আঘাতে আহত এক পুলিশকর্মী...
দেগঙ্গায় ফের দুঃসাহসিক ডাকাতি, আলমারি ভেঙে লুঠ সোনার গয়না, লক্ষাধিক নগদ টাকা...
উলুবেড়িয়া কালীবাড়িতে সরস্বতী পুজো ঘিরে বিশৃঙ্খলা, অনুষ্ঠান বন্ধ করল পুলিশ ...
হাতির সঙ্গে জেসিবি নিয়ে লড়াই, গ্রেপ্তার চালক...
গোটা সেদ্ধ তো শুনেছেন, জানেন কী কী থাকে এই খাবারে? কেনইবা সরস্বতী পুজোর পরেরদিন খাওয়া হয়?...