বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

বিনোদন | Akshay Kumar: একের পর এক ফ্লপ, কমেডি ছবিতে ‘কামব্যাক’ অক্ষয়ের, দেখেছেন ‘খেল খেল মেঁ’-এর মোশন পোস্টার?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ২৩ জুলাই ২০২৪ ১৭ : ২৬Rahul Majumder


সংবাদ সংস্থা মুম্বই: বক্স অফিসে একেবারেই ভাল ফল করেনি অক্ষয় কুমার অভিনীত ছবি 'সরফিরা। যদিও সমালোচকদের থেকে তারিফ কুড়িয়েছে অক্ষয়ের অভিনয়। আপাতত সেসব ভুলে আগামী ছবি ‘খেল খেল মেঁ’। স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে ‘খেল খেল মেঁ’। যাঁরা কমেডি ঘরানার ছবি দেখতে ভালবাসেন, তাঁরা কৌতুক রসের এই ছবিটির অপেক্ষায় রয়েছেন। অক্ষয়ের সঙ্গে জুটি বেঁধেছেন তাপসী পান্নু, বাণী কপূর, ফারদিন খান, অ্যামি ভির্ক প্রমুখ। মঙ্গলবার, ২৩ জুলাই সমাজমাধ্যমে মুক্তি পেল ছবির মোশন পোস্টার।