রবিবার ০৮ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

কলকাতা | Mamata Banerjee About Durga Puja: পুজোয় অনুদান নিয়ে বিশাল ঘোষণা মমতার, আগের থেকে বেড়ে ক্লাব পিছু অনুদান কত, দেখে নিন

UB | ২৩ জুলাই ২০২৪ ১৬ : ৫০Uddalak Bhattacharya


আজকাল ওয়েবডেস্ক: এ বারে দুর্গাপুজো উপলক্ষে ক্লাবগুলিকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি এ দিন নেতাজি ইন্ডোরের বৈঠক থেকে ঘোষণা করে বলেন, এ বারে ক্লাবগুলিকে মোট ৮৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হবে। আর তাতেই আনন্দে ফেটে পড়লেন আয়োজকরা। উল্লেখ্য, এর আগের বছর এই আর্থিক সাহায্যের পরিমাণ ছিল ৭০ হাজার টাকা, আর এ বারে সেটি অনেকটাই বেড়ে গেল। স্বভাবতই এই ঘোষণায় খুশি পুজোর আয়োজকরা।

জেলার পুজোগুলো টক্কর দিচ্ছে। জেলার পুজো এখন শহরের পুজোকে টক্কর দিচ্ছে। জেলায়-জেলায় পুজোর প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ দিন তিনি বললেন, 'এখন তো মহালয়ার দিন থেকে পুজোর উদ্বোধন শুরু করে দি। মা মহালয়ার সময় থেকেই বাংলার পুজোয় চলে আসেন। আমরা দুর্গাপুজোকে এক বিভিন্ন ধর্মের সমন্বয় হিসাবে পালন করি। আপনারা মহিলা ও ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসাবে কাজে নিন। ওদের কাজে লাগান। তবে পুজোর জন্য, সাধারণ মানুষের সমস্যা করা যাবে না। ভিআইপিরা গাড়ি হাঁকিয়ে চলে যাবেন, আর সাধারণ মানুষ ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকবেন, সেটা আমি পছন্দ করি না। এত ভিড়ের মধ্যে ভিআইপি মুভমেন্টের কারণে যেন কোনও অসুবিধা না হয়। দেখতে হবে, কোনও ভাবে পায়ে চাপা পড়ার মতো পরিস্থিতি না হয়। এটা নিয়ে কথা বলে, আলোচনা করতে হবে। দেখতে হবে, থিম এমন কিছু করবেন না, যাতে অসুবিধা হয়। স্থানীয় পুলিশের সঙ্গে কথা বলুন, তাদের বলুন, যাতে প্রস্তুতি নিতে পারে প্রশাসন। বাসস্ট্যান্ড , ফেরিঘাট, রেলস্টেশন-সহ সমস্ত জায়গাগুলো ভাল করে কভার করতে, যাতে মানুষের কোনও অসুবিধা না হয়।'

এ ছাড়া, মুখ্যমন্ত্রী এ দিন বলেন, এ বারের পুজোয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই কারণেও প্রশাসন যাতে সতর্ক থাকে, সে দিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি, তিনি সমস্ত ধর্মের সাধারণ মানুষকে এই উৎসবে মিলিত হতে বলেন। সব শেষে তিনি ঘোষণা করেন, এ বারের পুজোয় কত টাকা করে ক্লাবগুলিকে অনুদান দেওয়া হবে। তিনি বলেন, বিদ্যুতের ছাড় এ বার দেওয়া হবে, আগের বার ছিল ৬৬ শতাংশ, সেটা বেড়ে হবে ৭৫ শতাংশ। তার পরে মমতা বলেন, এ বারে ক্লাবগুলিকে দেওয়া হবে ৮৫ হাজার টাকা করে। ১৫ তারিখ কার্নিভাল হবে, এ দিন বৈঠক থেকে এটিও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।




বিশেষ খবর

নানান খবর

সংগ্রহ করুন... #aajkaalonline #pujovibes #durgapuja #DurgaPuja2024

নানান খবর

কলকাতায় তামিলনাড়ুর আদিযোগী শিব মূর্তি, জানুন কোথায় গেলে মিলবে দর্শন...

গণেশের বিয়ের আয়োজনে 'সবাই', কী করলেন দুই স্ত্রী!...

Sandip Ghosh: সন্দীপ ঘোষকে শোকজ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল, তালিকায় নাম রয়েছে বিরূপাক্ষ, অভীকেরও...

RG Kar Incident: আরজি করের ঘটনায় প্রধান অভিযুক্তকে আদালতে পেশ, সিবিআই আইনজীবী কোথায়? প্রশ্ন তৃণমূলের...

শীঘ্রই আসছে...

Kumortuli: আরজি করের ঘটনার প্রভাব? পুজোর আগে খাঁ খাঁ করছে কুমোরটুলি, চিন্তায় মৃৎশিল্পীরা...

তবে কি জামিন দিয়ে দেব? আরজি কর মামলায় ক্ষুব্ধ বিচারকের প্রশ্ন...

RECLAIM THE NIGHT: মাস পেরিয়ে আবার রাত দখলের ডাক, সুপ্রিম কোর্টে শুনানির আগের দিন সুবিচার চাইতে আন্দোলন ...

ডিউটিতে পরিবর্তন, সরকারি হাসপাতালে রবিবারও হাজির থাকতে হচ্ছে সিনিয়র চিকিৎসকদের ...

বিরূপাক্ষকে সাসপেন্ড করল স্বাস্থ্যভবন, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত যোগ দিতে পারবেন না কাজে ...

সাগর দত্তে ধুন্ধুমার, কাউন্সিলরের বৈঠক চলাকালীন জোর করে ভেতরে ঢোকার চেষ্টা ...

আশা করছি কেন্দ্রীয় স্তরে এরকম কিছু ঘটলে পুরস্কার ফেরত দেবেন, রাজ্য সরকারের পুরস্কার ফেরত দেওয়া শিল্পীদের উদ্দেশ্যে ব্র...

তৎপর মমতা, বিজেপি শাসিত হরিয়ানায় খুন পরিযায়ী শ্রমিকের স্ত্রীকে চাকরি দিল বাংলার সরকার  ...

বৃহস্পতিবার বসছে না প্রধান বিচারপতির বেঞ্চ! আগামিকাল নাও হতে পারে আরজি কর মামলার শুনানি ...

সিঁথির মোড়ে আবাসনের তলায় মুখ থুবড়ে পড়ে দেহ, রক্তাক্ত যুবককে ঘিরে আতঙ্ক...

Kolkata Hotel: শহরের পাঁচতারা হোটেলে শ্লীলতাহানির শিকার দুই বোন! ঘটনায় গ্রেপ্তার ২...

Kolkata: ফের মা উড়ালপুলে দুর্ঘটনা, বাইক থেকে ছিটকে ফ্লাইওভারের নীচে পড়লেন আরোহী, ভর্তি হাসপাতালে ...



রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



07 24