মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ১৬ জুলাই ২০২৪ ১৩ : ৪৭[DELETED]Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: রামানন্দ সাগরের ‘রামায়ণ’ সিরিয়ালটি একসময় বিপুল জনপ্রিয়তা পায়। ১৯৮৭ সালে দূরদর্শনে প্রথম সম্প্রচারিত হয়েছিল সেই 'রামায়ণ'। সে সময় ওই ধারাবাহিক নিয়ে দেশবাসীর উৎসাহ ছিল চোখে পড়ার মতো। রামানন্দ সাগরের রামায়ণ ধারাবাহিকে রামের ভূমিকায় অভিনয় করছিলেন অরুণ গোভিল। সীতার ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেত্রী দীপিকা চিখলিয়াকে এবং লক্ষ্মণ হিসাবে পর্দায় হাজির হয়েছিলেন অভিনেতা সুনীল লাহিড়ী।
এবার সেই 'রামায়ণ'-এর নির্মাতারা অর্থাৎ সাগর পিকচার্স এন্টারটেইনমেন্ট-এর তরফে ঘোষণা করা হল শ্রীকৃষ্ণকে নিয়ে বড় বাজেটের একাধিক ছবি তৈরি করতে চলেছেন তাঁরা। শুধু তাই নয়, ওয়েব সিরিজও তৈরি হবে তাঁকে নিয়ে। মূলতঃ শ্রীমদ্ভগবদ্গীতাকে অনুসরণ করেই লেখা হবে এই ছবি ও ওয়েব সিরিজের চিত্রনাট্য।