সোমবার ০৯ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

বিনোদন | Manikbabur Megh: ছবিমুক্তির দিনে সমাজের 'মানিকবাবু'দের ভালবাসার বার্তা চন্দনের, কেন কলকাতার দর্শকের উপর আজও অটুট বিশ্বাস অনির্বাণের?

Rahul Majumder | | Editor: শ্যামশ্রী সাহা ১৪ জুলাই ২০২৪ ২০ : ২২[DELETED]Rahul Majumder


নিজস্ব সংবাদদাতা: বর্ষা শুরু হয়েছে কলকাতায়। প্রায় একইসঙ্গে বড়পর্দায় মুক্তি পেল পরিচালক অভিনন্দন বন্দ্যোপাধ্যায়ের ছবি 'মানিকবাবুর মেঘ'। বিশ্বব্যাপী ৩৮টি ফিল্ম ফেস্টিভ্যাল ঘুরে ১৪টি পুরষ্কার ও নমিনেশন পেয়েছে এই ছবি। প্রিমিয়ার হয়েছে মোট ৫টি মহাদেশে। এবার দেশজুড়ে মুক্তি পেল এই‌ ছবি। সম্প্রতি দক্ষিণ কলকাতার এক নামি‌ প্রেক্ষাগৃহে আয়োজন করা হয়েছিল ছবির প্রিমিয়ার। অনুষ্ঠানে ছবির পরিচালক ছাড়াও হাজির ছিলেন প্রযোজক বৌদ্ধায়ন মুখোপাধ্যায় এবং মোনালিসা মুখোপাধ্যায়। ছিলেন ছবির নিবেদক তথা অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। এছাড়াও ছবি দেখতে হাজির হয়েছিলেন রজতাভ দত্ত,‌ অনিরুদ্ধ রায়চৌধুরীর মতো টলিপাড়ার একাধিক জনপ্রিয় ব্যক্তিত্ব। 

অনুষ্ঠানে ছবির মুখ্য অভিনেতা চন্দন সেনকে আজকাল ডট ইন-এর তরফে‌ প্রশ্ন করা হয়েছিল 'মানিকবাবুর মেঘ'-এর মতো কম সংলাপের অন্য ধারার ছবি সাধারণ মানুষ কতটা গ্রহণ করবে বলে তিনি মনে করেন? "দেখুন, এই ছবি একটি নিটোল প্রেমের গল্প। বিদেশে দু'দশটা পুরস্কার পেয়েছে বলে অনেকে তো মনে করছেন বিরাট ব্যাপার, জটিল বিষয়। বিশ্বাস করুন, সেরকম কিছু নয়। এ ছবি ভালবাসার কথা বলে। সকলের জন্য এই ছবি। আর একটা কথা বলি, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে আমার 'সারথী' ছবিটি দেখতে এসেছিল এক ব্যক্তি যিনি পেশায় টোটো চালক। ইচ্ছে করেই তাঁর পেশাটা বললাম সমাজে অর্থনৈতিক স্তরে তাঁর অবস্থানটা বোঝানোর জন্য। তিনি সেই ছবি দেখে আমাকে জানিয়েছিলেন, আবার দেখবেন সেই ছবি। বোঝাতে চাইছি, অন্য রকম হলেও ভাল ছবি হলে দর্শক কিন্তু তা দেখেন। 'মানিকবাবুর মেঘ'ও সেই গোত্রের ছবি"- সাফ কথা অভিনেতর।

আর মেঘ? 'মানিকবাবু'র মতো ব্যক্তি চন্দন সেনের কাছে তা কতটা গুরুত্বপূর্ণ? জবাব আসে, "ভীষণ স্পেশ্যাল। ছোটবেলায় মেঘ দেখতে ভাল লাগেনি এমন মানুষ বিরল। ছোটবেলায় মেঘের মধ্যে বিভিন্ন পশুপাখি কিংবা মানুষের মুখের আদল আমরা সকলেই করেছি। বড় হয়ে সেই মেঘের রূপের তাৎপর্যটা বদলে যায়"। কথা শেষে তাঁর সংযোজন, "সমাজের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মানিকবাবুদের বলব, আরও একটু ভালবাসুন।‌ চেষ্টা করেই দেখুন না। ভালবাসার থেকে সুন্দর আর কিছুই নেই"।

ছবির পরিচালক অভিনন্দন অল্প কথায় বললেন, " বর্তমানে বিশ্বের দরবারে আদিত্য বিক্রম সেনগুপ্ত, ইন্দ্রনীল রায়চৌধুরীর মতো মতো মাত্র কয়েকজন বাঙালি পরিচালকের ছবি পৌঁছয়, প্রশংসিত হয়। বিদেশের মাটির মতো এ দেশেও যদি 'মানিকবাবুর মেঘ' গৃহীত হয়, তাহলে একটা বার্তা পৌঁছবে এরকম ছবি আরও তৈরি হতে পারে। ফের সাহস পাব এ ধরনের ছবি তৈরি করার। যদি এ ছবি মানুষের ভাল লাগে সেটা আখেরে বাংলা ছবির লাভ। এটুকুই বলার"।

 স্পষ্ট কথায় ছবির নিবেদক তথা অনির্বাণ ভট্টাচার্য বলেন, "দেখুন, আমাদের এখন ছবি নিয়ে বহু কথা বলতে হয় বলেই বলি। একটা ছবির মূল উদ্দেশ্য থাকে একজন দর্শককে অথবা দর্শককুলকে সে ভাবাতে পারল‌ কি না, কোনও অভিজ্ঞতার শরিক কিংবা‌ কোনও মুহূর্ত উপহার দিতে সক্ষম হল কি‌ না।‌ সেটাই একটি ছবির পরীক্ষা। আমি দু'বার 'মানিকবাবুর মেঘ' দেখেছি। এই ছবি কিন্তু আমাকে সেই অভিজ্ঞতায় শামিল করেছে। সেই হিসাবে 'মানিকবাবুর মেঘ' আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ একটি ছবি"। বহু দর্শক, সমালোচকরা বলেছেন,' এ‌ রকম ছবি তৈরি করতে বুকের পাটা লাগে'।‌ কেন? কাটা কাটা ভাষায় অনির্বাণের স্পষ্ট জবাব, "এ কথা উঠছে কারণ আমাদের দেশে আজকাল বেশিরভাগ ক্ষেত্রেই সিনেমাকে অর্থের নিরিখে মাপা হয়। আমার এখনও এই শহরের মানুষের প্রতি বিশ্বাস রয়েছে বাংলা ভাষা বলা মানুষের প্রতি বিশ্বাস রয়েছে যে তাঁরা এই ছবির বিচার করবেন ছবিটা কেমন শুধু তারই নিক্তিতে‌। অর্থের নিরিখে নয়"।

ছবির অন্যতম প্রযোজক বৌদ্ধায়ন মুখোপাধ্যায় এই 'বুকের পাটা'র প্রসঙ্গে হেসে বললেন, "কিচ্ছু না ভেবে এই ছবি বানিয়েছি। যদি ভাবতে বসতাম, তা হলে আর তৈরি করতে পারতাম না। একটা ছবি তৈরি করতে গেলে সেটা যে সব সময় অঙ্ক কষে, হিসেব-নিকেশ করে বানাতে হবে, ব্যবসায়িক বিষয়টিকে মাথায় রেখে বানাতে হবে এমনটি তো সবসময় সম্ভব নয়। কিছু জিনিস হৃদয় দিয়ে তৈরি করতে হয়। এ ছবিও তাই। স্রেফ হৃদয়মথিত ভালবাসা দিয়ে তৈরি"।

কথার একেবারে শেষে দৃঢ় স্বরে তাঁর বক্তব্য, " যদি হৃদয় ছুঁয়ে যায় এমন গল্প নিয়ে কোনও পরিচালক ছবি তৈরির পরিকল্পনা নিয়ে আসেন এবং তাঁর কাজ যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই তাঁর পাশে আমি দাঁড়াব!"




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

অভিনয়ের পাশাপাশি এবার পরিচালনায় রেজওয়ান! অ্যান্টনি ফিরিঙ্গি থেকে পুরনো কলকাতা ছুঁয়ে তৈরি করলেন ‘কালী কথা কলিকাতা’...

‘অ্যানিম্যাল’ নিয়ে রিয়্যালিটি শো-এর প্রতিযোগীর সঙ্গে তর্কে জড়ালেন পরিচালক, কটাক্ষ জাভেদ আখতারকেও!...

মালাইকা নয়, শিল্পা-ই প্রথম পেয়েছিলেন ‘ছাঁইয়া ছাঁইয়া’-য় প্রস্তাব! তবু কেন বাদ পড়লেন বিগ বস-এর এই প্রতিযোগী? ...

মেয়ে দুয়াকে কোলে নিয়ে মুম্বই ফিরলেন দীপিকা, তবে কি শীঘ্রই শুটিং ফ্লোরে রণবীর-ঘরণী?...

চাপে পড়ে নিজের ব্যক্তিত্ব বদলে না ফেলাটাই আমার কাছে শেমলেস-এর সংজ্ঞা: অনুসূয়া...

‘নর্মদা বাঁচাও আন্দোলন’-এর সঙ্গে এক বিন্দুতে মা হারা-কিশোরের যন্ত্রণাকে মেলায় গৌতমের ‘পরিক্রমা’ ...

গ্লোবের পাঁচ টাকার টিকিট, উথালপাথাল প্রেম এবং ‘গডফাদার’...

জন্মদিনে শর্মিলাকে ‘গ্যাংস্টার’ তকমা! শাশুড়ি-বউমার কেমন রসায়ন বোঝাতে চাইলেন করিনা?...

পুষ্পা ২’র বাজিমাত! সব রেকর্ড ভেঙে চুরমার, তৃতীয় দিনে অল্লু অর্জুনের ছবির ঝুলিতে কত আয়? ...

‘আমি বিন্দুমাত্র লজ্জিত নই, দুঃখিত-ও নই! বাংলা ভাষা আমার গর্ব ’, অকপট ইমন চক্রবর্তী ...

ক্ষুরধার বুদ্ধি অথচ ভাল খাবার পেলেই বাকি সব ভুল বিলকুল! কবে পর্দায় আসছে গোয়েন্দা ‘ফেলুবক্সী’?...

‘ছোট্ট মনে কষ্ট চেপে...’, মেয়ের জন্মদিনে আবেগঘন শ্রীলেখা, প্রাক্তন স্বামীকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী? ...

‘রাঙামতি তিরন্দাজ’ থেকে সরলেন মাধুরিমা! এবার বৃন্দা চরিত্রে দেখা যাবে কোন জনপ্রিয় অভিনেত্রীকে?...

মায়ের ‘সমান’ আরাধ্যা! প্রিমিয়ারে মৃত মহিলার পরিবারকে কত টাকা অর্থসাহায্য ‘পুষ্পা’র? ...

কলকাতা চলচ্চিত্র উৎসবে ‘অহনা’, প্রতিযোগিতায় জায়গা করে নিল প্রমিতা ভৌমিকের প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



07 24