শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

Painting Exhibition: ‌এভাবেও ঘুরে দাঁড়ানো যায়! চার চার বার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ডান দিকটা অসাড় হয়ে যায় সুদেষ্ণার। ফিজিওথেরাপি করে পা’‌টা সচল হলেও, ডান হাত এখনও অসাড়। অবশ্য এতেও দমে যাননি তিনি। বাঁ হাতেই ছবি আঁকা অভ্যাস করে ছবির একটা প্রদর্শনীয় করে ফেললেন মধ্যবয়সি সুদেষ্ণা। প্রদর্শনী অবশ্য একক নয়, সঙ্গে ছিল ওঁর কিশোরী মেয়ে সম্পূর্ণারও কিছু ছবি। দক্ষিণ কলকাতার আনোয়ারশা রোডে বোহো ট্রাঙ্ক ক্যাফে নামে একটি ক্যাফেতে গত ১০ জুন থেকে ৯ জুলাই হয়ে গেল সুদেষ্ণা ও ওঁর মেয়ে সম্পূর্ণার ছবির প্রদর্শনী। আর উল্লেখযোগ্য হল এই যে, ওঁদের টাঙানো ছবির প্রায় ৮০ ভাগই বিক্রি হয়ে গেছে।

কলকাতা | Painting Exhibition: ‌চারবার ব্রেন স্ট্রোক, সুদেষ্ণা এখন ছবি আঁকেন বাঁহাতে

Riya Patra | ১০ জুলাই ২০২৪ ১৪ : ১৩Riya Patra


সঙ্ঘমিত্রা মুখোপাধ্যায়: এভাবেও ঘুরে দাঁড়ানো যায়! চার চার বার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ডান দিকটা অসাড় হয়ে যায় সুদেষ্ণার। ফিজিওথেরাপি করে পা’‌টা সচল হলেও, ডান হাত এখনও অসাড়। অবশ্য এতেও দমে যাননি তিনি। বাঁ হাতেই ছবি আঁকা অভ্যাস করে ছবির একটা প্রদর্শনীয় করে ফেললেন মধ্যবয়সি সুদেষ্ণা। প্রদর্শনী অবশ্য একক নয়, সঙ্গে ছিল ওঁর কিশোরী মেয়ে সম্পূর্ণারও কিছু ছবি। দক্ষিণ কলকাতার আনোয়ারশা রোডে বোহো ট্রাঙ্ক ক্যাফে নামে একটি ক্যাফেতে গত ১০ জুন থেকে ৯ জুলাই হয়ে গেল সুদেষ্ণা ও ওঁর মেয়ে সম্পূর্ণার ছবির প্রদর্শনী। আর উল্লেখযোগ্য হল এই যে, ওঁদের টাঙানো ছবির প্রায় ৮০ ভাগই বিক্রি হয়ে গেছে। 

ছোটবেলা থেকেই ছবি আঁকাই ছিল সুদেষ্ণার ধ্যানজ্ঞান। সময় পেলেই তুলি-পেনসিল নিয়ে বসে পড়তেন। কত জায়গায় কত পুরস্কার জিতে এসেছেন ছবি এঁকে। ছোটবেলা থেকে নানা জনের কাছে আঁকা শিখেছেন বটে, তবে আঁকা নিয়ে নতুন নতুন পরীক্ষা-নিরীক্ষা করতে ভালবাসেন সুদেষ্ণা। ওঁর মেয়ে সম্পূর্ণার ও আঁকায় হাতেখড়ি মার কাছেই। কিন্তু ২০১০ থেকে ২০২৩–‌এর মধ্যে মোট চারবার সুদেষ্ণার ব্রেন স্ট্রোক হয়ে যায়। গত বছর আগস্টে স্ট্রোকের পর ধরা পড়ে যে, সুদেষ্ণার কানের পাশে ক্যারোটিড আর্টারিতে ব্লকেজ রয়েছে, জানালেন ওঁর মেয়ে সম্পূর্ণা। খুবই খরচসাপেক্ষ এই চিকিৎসা। তাই খরচের টাকা তোলার তাগিদেই প্রদর্শনীর আয়োজন, বলা যায়।

 তবে চতুর্থ স্ট্রোকের পর সুদেষ্ণার এই ক’‌মাসের যাপনটা খুব সহজ ছিল না। খুবই মুষড়ে পড়েছিলেন। ডাক্তার ও পরিবারের সবার সহযোগিতায় আস্তে আস্তে মনোবল ফিরে পেয়েছেন। স্বামী লোকেশ্বরানন্দের বিশেষ স্নেহের পাত্রী ছিলেন সুদেষ্ণা। ওঁকে ছবি আঁকায় খুব উৎসাহ দিতেন স্বামীজি। আঁকা ছাড়তে বারণ করেছিলেন ওঁকে। এসব ভেবেই আবার নতুন করে বাঁ হাতে আঁকা অভ্যাস করেন সুদেষ্ণা। প্রথম প্রথম মোম রং নিয়ে কাগজের ওপর আঁচড় কেটেই আঁকতেন। কখনও বা গাছের পাতায় রঙ নিয়ে ছাপ দিয়েও আঁকতে চেষ্টা করতেন। ট্যারাব্যাঁকা হতে হতে বাঁ হাতের আঁকাও যথেষ্ট আয়ত্তে চলে আসে সুদেষ্ণার কয়েক মাসের মধ্যেই। মনের কষ্ট, যন্ত্রণা সব যেন বেরিয়ে আসে ওঁর আঁকার মধ্য দিয়ে। অ্যাক্রিলিকের আঁকায় ফুটে উঠে কখনও ঝরা ফুলের অব্যক্ত ব্যথা, কখনওবা বিমূর্ত আঁকায় ধরা পড়ে ওঁর ক্ষতবিক্ষত মনের কষ্ট। 

বোহো ক্যাফের মালকিন আকাশলীনার বক্তব্য, সুদেষ্ণাদির উদ্যম অবাক করার মতো। ওর এই জার্নিটাকে কুর্নিশ জানিয়ে আরও কিছু লোককে উৎসাহিত করার জন্যই ওদের ছবির প্রদর্শনী করার জন্য রাজি হয়েছিলাম। তবে ৪/৪, ৬/৬ ইঞ্চি সাইজের ছবির বিক্রি এমন হারে হবে তা ভাবিনি। চেনা–‌পরিচিত অনেকে, আবার ক্যাফেতে সময় কাটাতে আসা অনেক লোকই ভালবেসে ওই ছবিগুলো কিনে নিয়েছেন। দামও ওঁরা খুবই আয়ত্তের মধ্যেই রেখেছিলেন, তাই বিক্রিবাটা বেশ ভাল হয়েছে। সত্যিই, সুদেষ্ণার এই সাহস ও উদ্যম আরও অনেক অনেক সুদেষ্ণাকে উৎসাহিত করুক, এটাই চাওয়া।‌‌




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

আরজি কর কাণ্ডে নয়া মোড়, ধর্ষণ, খুনের মামলায় গ্রেপ্তার সন্দীপ ঘোষ সহ দুই ...

হাতজোড় করে বলছি ভেতরে এসো, বাইরে দাঁড়িয়ে ভিজ না, জুনিয়র ডাক্তারদের প্রতি আবেদন মুখ্যমন্ত্রীর...

পুজোর মুখে বিস্ফোরণে কেঁপে উঠল কলকাতা, কাগজ কুড়োতে গিয়ে হাত উড়ল একজনের...

'দিদি' মুখ্যমন্ত্রীর সঙ্গে বসতে চেয়ে জুনিয়র ডাক্তারদের ই-মেল, কালীঘাটে বৈঠকে ডাকলেন মুখ্যসচিব...

‘মুখ্যমন্ত্রী নয়, দিদি হিসেবে এসেছি’, জুনিয়র চিকিৎসকদের ধর্নামঞ্চে এসে বার্তা মুখ্যমন্ত্রীর...

সঞ্জয় রাজি নয়, তাই নারকো টেষ্টের আবেদন খারিজ করল‌ আদালত ...

‘জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে হামলার ছক’, তৃণমূলকে ভিলেন বানানোর চেষ্টা বলে দাবি করলেন কুণাল...

সরকারি হাসপাতালে বিনা চিকিৎসায় মৃত্যু, ২ লক্ষ টাকা করে অর্থ সাহায্য করবে রাজ্য সরকার ...

বেলঘড়িয়ায় ডেলিভারি সংস্থার কর্মীদের ওপর হামলা , মাথা ফাটল ৩ জনের, গুরুতর আহত আরও ৩ ...

স্কুলের উদ্দেশে বেরিয়েছিল, আচমকা অসুস্থ ৪ বছরের খুদে, হাসপাতালে মৃত ঘোষণা ...

'চেয়ারের ওপর ভরসা আছে',ফের আলোচনার বার্তা দিয়েই নবান্ন ছাড়লেন জুনিয়র চিকিৎসকরা...

রাজনৈতিক অভিভাবককে হারালেন, সীতারাম প্রয়াণে শোকাতুর সৃজন-দীপ্সিতা-প্রতীক উর ...

সুপ্রিম কোর্টে বিষয়টি বিচারাধীন, লাইভ স্ট্রিমিং সম্ভব নয়, অপেক্ষা করে সাংবাদিক বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী...

নবান্ন সভাঘরে অপেক্ষারত মমতা, বাইরে দফায় দফায় আলোচনায় চিকিৎসকরা ...

নবান্নের পথে জুনিয়র চিকিৎসকরা, পাওয়া যাবে কি সমাধান সূত্র?...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



07 24