রবিবার ০৬ অক্টোবর ২০২৪

সম্পূর্ণ খবর

কলকাতা | K‌avach: ‌মায়ের ব্যস্ততায় বাড়ছে জলে ডুবে শিশু মৃত্যু, আটকাতে গ্রামে লড়ছে ‌‘‌কবচ’‌

Rajat Bose | ০৮ জুলাই ২০২৪ ১৬ : ১৭Rajat Bose


বিভাস ভট্টাচার্য:‌ একটু চোখের আড়াল। তাতেই ঘটে যায় সর্বনাশ। পুকুরে বা জলে ডুবে যায় আদরের বাছা। হা, হুতাশ, কান্না। ভারী হয় বাতাস। কিন্তু আর কিছুই করার থাকে না। একটা ঘটনা নয়। দিনের পর দিন বা মাসের পর মাস গ্রামবাংলায় এটাই ঘটে আসছে। সাময়িক সতর্কতা। তারপর আবার যে কে সেই। 
দেখা গিয়েছে বাড়ি থেকে মাত্র ৫০ মিটার দূরত্বের মধ্যে এই জলে ডোবার ঘটনাগুলি ঘটছে। রাজ্যে এই নিয়ে তথ্য অনুসন্ধান করা বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন চাইল্ড ইন নিড ইনস্টিটিউট বা সিনি’‌র অনুসন্ধানে উঠে এসেছে এই তথ্য। তারা গত কয়েক বছর ধরেই এই বিষয়ে অনুসন্ধান এবং দুর্ঘটনা আটকাতে কাজ করে যাচ্ছে। সংগঠনের ন্যাশনাল অ্যাডভোকেসি অফিসার সুজয় রায় জানান, ‘‌শিশুদের এই জলে ডোবার সময়টা হল সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্ত। কারণ, এই সময়ে তাদের মায়েরা খুব ব্যস্ত থাকেন। রান্না বা ঘরের কাজের জন্য তাঁদের অনেকটাই সময় দিতে হয়।’‌ 
বিষয়টির গোড়ায় পৌঁছতে সংগঠনের তরফে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এলাকায় অনুসন্ধান শুরু হয়। এর মধ্যে রয়েছে ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলা, আলিপুর স্বাস্থ্য জেলা এবং বসিরহাট স্বাস্থ্য জেলা। আশা ও অঙ্গনওয়ারি কর্মীদের থেকে সংগ্রহ করা হয় তথ্য। দেখা যায় পুকুর বা ডোবার পাশাপাশি হামাগুড়ি দেওয়া বাচ্চা বাড়িতে রাখা বালতির জলে ডুবেও মারা গিয়েছে। সিনির তরফে যোগাযোগ করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘‌হু’‌র সঙ্গে। কীভাবে এটা আটকানো যায় সেই বিষয়ে পরামর্শ দেওয়া ছাড়াও সহযোগিতার আশ্বাস দেয় হু। আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে আসে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর। কাজ শুরু হয় কুলতলি, কাকদ্বীপ ও পাথরপ্রতিমায়। তৈরি হয় ‘‌কবচ’‌ নামে সেন্টার। যেখানে দিনের যে সময়টা মায়েরা ব্যস্ত থাকেন সেইসময় বাচ্চাদের রাখার ব্যবস্থা করা হয়। সুজয় রায় জানান, ‘‌সেন্টারগুলিতে ২০ জন করে শিশু রাখা যায়। এদের বয়স ১ বছরের উর্ধ্বে কিন্তু ৫ বছরের নিচে। এই শিশুদের দেখাশোনা করে স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। একজন করে মহিলা প্রতি ৬ জন শিশুর দেখাশোনা করেন। স্থানীয় পঞ্চায়েত বিষয়টি খেয়াল বা ‘‌মনিটরিং’‌ করে।’‌ 
এর পাশাপাশি যেখানে যেখানে বাড়ির পাশে জলাশয় আছে সেই জলাশয়গুলিতে বেড়া দেওয়ার কাজ শুরু হয়। সিনি জানিয়েছে, এই ব্যবস্থা নেওয়ার পর উল্লেখযোগ্যভাবে ওই এলাকাগুলিতে কমতে শুরু করেছে জলে ডুবে শিশু মৃত্যুর ঘটনা। 
সুজয় রায় জানান, ‘‌একদিকে যেমন শিশুমৃত্যু প্রতিরোধ করা যাচ্ছে তেমনি আটকানো যাচ্ছে বহুবিবাহও। দেখা গিয়েছে কোনও দম্পতির একটি মাত্র পুত্রসন্তান এবং মা বন্ধ্যাত্বকরণ করিয়ে নিয়েছেন। কোনওভাবে ওই শিশুটির মৃত্যু হলে দম্পতির সামনে যখন আর শিশুসন্তান লাভের সুযোগ থাকে না তখন বহুক্ষেত্রে মহিলার স্বামী সন্তান লাভের জন্য আরেকজন মহিলাকে বিয়ে করছেন। যার ফলে তার আগের পক্ষের স্ত্রী সমস্যায় পড়ছেন।’‌ 
ইতিমধ্যেই গোটা রাজ্য জুড়ে এবিষয়ে কাজ শুরু করেছে সিনি। আগামী ২২ জুলাই কেন্দ্রীয় সরকার ও হু’‌র প্রতিনিধি দল সুন্দরবন এলাকায় কবচ বা শিশুমৃত্যু আটকাতে সিনির নেওয়া পদক্ষেপগুলি দেখতে আসছেন বলে জানিয়েছেন সুজয় রায়। পদক্ষেপগুলি মডেল হিসেবে তারা বাকি রাজ্যগুলিতেও দেখাতে চলেছেন বলে জানিয়েছেন তিনি।




বিশেষ খবর

নানান খবর

আমরা উদযাপন করছি বিজ্ঞানী মেঘনাদ সাহার জন্মদিন! তাঁর উদ্ভাবনী চিন্তা এবং বৈজ্ঞানিক আবিষ্কার আমাদের সকলকে অনুপ্রাণিত করে #MeghnadSahaBirthAnniversary #MeghnadSahaLegacy #RememberingMeghnadSaha #AstrophysicsPioneer

নানান খবর

মহিলা সিভিক ভলেন্টিয়ারের শ্লীলতাহানি, কাঠগড়ায় খোদ পুলিশের সাব ইন্সপেক্টর ...

পুজোর আগেই মিলবে একাদশ দ্বাদশে ট্যাবের টাকা, ঘোষণা করল নবান্ন ...

বর্জ্যকে কী ভাবে পরিবেশবান্ধব করা যায়, দিশা দেখাল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি...

‘মানুষ পুজোর কেনাকাটা করতে যাচ্ছেন ধর্মতলায়, অবস্থান করলে শান্তি বিঘ্নিত হবে’, জুনিয়র ডাক্তারদের ইমেল লালবাজারের...

পুজোর আগে ফের কলকাতায় কমল সোনার দাম, ঘরে নিয়ে আসুন সৌভাগ্যের শ্রী ...

সরকারি হাসপাতালে বিনামূল্যে জন্ম নিল প্রথম টেস্টটিউব বেবি...

সাংবাদিক সম্মেলন করে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা জুনিয়র ডাক্তারদের...

ষষ্ঠী অবধি বৃষ্টির সম্ভাবনা, পুজোর বাকি দিনগুলিতে কী হবে?‌ জানুন হাওয়া অফিসের আপডেট ...

আজও বঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা, পুজোর আগে শেষ শনি ও রবিবার কেনাকাটা হতে পারে মাটি...

ভুয়ো ফেসবুক একাউন্ট, সাইবার প্রতারণার ফাঁদে নির্বাচন কমিশনের সচিব...

ঢাকে কাঠি পড়ে গেল আন্তর্জাতিক কলকাতা বইমেলার, কবে থেকে শুরু? ...

গ্রেপ্তারের তালিকায় আরও এক, আরজি করে আর্থিক দুর্নীতিতে গ্রেপ্তার সন্দীপ ‘ঘনিষ্ঠ’ আশিস...

জিমের সামনে পড়ে ছেলের দেহ, হাঁটতে গিয়ে দেখতে পেলেন মা...

সপ্তাহান্তে পুজোর কেনাকাটা, প্যান্ডেল হপিং হতে পারে মাটি, ধেয়ে আসছে বড় দুর্যোগ ...

শহর জুড়ে পুজোর মরসুম, মহালয়াতেই উপচে পড়া ভিড় শ্রীভূমিতে...

উৎসবের শুরু, কলকাতার সঙ্গে জেলার পুজোর উদ্বোধন মুখ্যমন্ত্রীর...

মহালয়ার ভোরে টিউশন পড়তে যাচ্ছিল, বাঁশদ্রোণীতে স্কুল পড়ুয়াকে পিষে দিল জেসিবি, ঘটনাস্থলেই মৃত্যু ...

ভোর থেকে বৃষ্টি শুরু, আগামী কয়েক ঘণ্টায় তুমুল বৃষ্টিতে ভাসবে কলকাতা! ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



07 24